scorecardresearch
 

CAT 2021 : এই তারিখে অ্য়াডমিট কার্ড দেওয়া হবে, রইল সহজে ডাউনলোডের উপায়

CAT 2021 Admit Card: প্রার্থীরা সরকারি ওয়েবসাইট iimcat.ac.in থেকে নিজেদের অ্যাডমিট কার্ড (CAT 2021 Admit Card) ডাউনলোড করে নিতে পারবেন। পরীক্ষার আয়োজন করছে আইআইএম আহমেদাবাদ।

Advertisement
ক্যাট-এর অ্যাডমিট কার্ডের দিন ঘোষণা করে দেওয়া হল ক্যাট-এর অ্যাডমিট কার্ডের দিন ঘোষণা করে দেওয়া হল
হাইলাইটস
  • কমন অ্যাডমিশন টেস্ট বা ক্যাট-এর অ্যাডমিট কার্ড কবে পাওয়া যাবে, সরকারি ভাবে তা জানিয়ে দেওয়া হল
  • ফলে স্বস্তি পরীক্ষার্থীদের
  • ওই পরীক্ষার অ্যাডমিট কার্ড ২৭ অক্টোবর থেকে পাওয়া যাবে

CAT 2021 Admit Card: কমন অ্যাডমিশন টেস্ট (Common Admission Test) বা ক্যাট (CAT)-এর অ্যাডমিট কার্ড কবে পাওয়া যাবে, সরাকরি ভাবে তা জানিয়ে দেওয়া হল। ফলে স্বস্তি পরীক্ষার্থীদের। ওই পরীক্ষার অ্যাডমিট কার্ড (CAT 2021 Admit Card) ২৭ অক্টোবর থেকে পাওয়া যাবে। এমনই জানানো হয়েছে। 

প্রার্থীরা সরকারি ওয়েবসাইট iimcat.ac.in থেকে নিজেদের অ্যাডমিট কার্ড (CAT 2021 Admit Card) ডাউনলোড করে নিতে পারবেন। পরীক্ষার আয়োজন করছে আইআইএম আহমেদাবাদ এবং নভেম্বর মাসের ২৮ তারিখে ওই পরীক্ষা নেওয়া হবে।

CAT 2021 Admit Card will be released soon informs IIM how to download abk

যাঁরা ক্যাট দেবেন বলে ঠিক করেছেন এবং ফর্ম ফিল আপ করেছেন, তাঁরা ওই দিন মানে ২৭ অক্টোবর পরীক্ষার অ্যাডমিট কার্ড (CAT 2021 Admit Card) ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার প্রক্রিয়া ২৭ অক্টোবর বিকেল ৫টা থেকে শুরু হবে।

পরীক্ষার জায়গা এবং সময় সম্পর্কিত সব তথ্য থাকবে অ্যাডমিট কার্ড (CAT 2021 Admit Card)-এ। ২৭ তারিখে সরকারি ওয়েবসাইট iimcat.ac.in থেকে তা ডাউনলোড করে নেওয়া যাবে।

এভাবে করুন ক্যাট-এর অ্য়াডমিট কার্ড (CAT 2021 Admit Card) ডাউনলোড

  • প্রথম পদক্ষেপ: সবার আগে সরকারি ওয়েবসাইট iimcat.ac.in-এ যেতে হবে
  • দ্বিতীয় পদক্ষেপ: এরপর CAT 2021 admit card লেখা লিঙ্ক ক্লিক করতে হবে, যখন তা দেওয়া হবে
  • তৃতীয় পদক্ষেপ: এরপর নতুন একটা পেজ খুলে যাবে
  • চতুর্থ পদক্ষেপ: তারপর আপনার কাছ থেকে যে তথ্য জানতে চাওয়া হবে, তা দিয়ে দিন। এবার আসবে ফর্ম সাবমিট করার অপশন। সেখানে ক্লিক করতে হবে
  • পঞ্চম পদক্ষেপ: এরপর দেখা যাবে আপনার অ্য়াডমিট কার্ড স্ক্রিনে দেখা যাচ্ছে 

     

Advertisement
Advertisement