বিভিন্ন চাকরির ইন্টারভিউতে পরীক্ষার্থীদের GK বা সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে পরীক্ষার্থীরা মূলত অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সাহিত্য ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে যান। তবে সবসময় যে এই সমস্ত বিষয়ের উপরই তাঁদের প্রশ্ন করা হয়, তা নয়। ইন্টারভিউ যাঁরা নেন, তাঁরা আশপাশের জিনিস বা ঘটনা সম্পর্কেও প্রশ্ন করে থাকেন। যে প্রশ্নগুলো বেশ অদ্ভূত। কিন্তু একটু ভেবে উত্তর দিলে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব। এখানে এমনই কিছু প্রশ্ন ও তার উত্তর উত্তর দেওয়া হল।
প্রশ্ন : শৈশব থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত শরীরের কোন অংশের বৃদ্ধি হয় না?
উত্তর : চোখ
প্রশ্ন : যত কাছে যাবেন ততই কম দেখতে পাবেন, কী সেটা ?
উত্তর : অন্ধকার
আরও পড়ুন : Interview Question : এক কোটি টাকা ২৪ ঘণ্টার মধ্যে কীভাবে দ্বিগুণ করবেন?
প্রশ্ন : বিশ্বের কোন দেশ একমাত্র হিন্দু রাষ্ট্র
উত্তর : নেপাল
প্রশ্ন : পৃথিবীর কোন দেশে রাত মাত্র ৪০ মিনিটের ?
উত্তর : নরওয়ে
প্রশ্ন : কোন পাখি উড়তে পারে কিন্তু হাঁটতে পারে না?
উত্তর : বাদুড়
প্রশ্ন : কোন পাখি নিজেকে আয়নায় চিনতে পারে?
উত্তর : পায়রা
আরও পড়ুন : Interview Questions : একটি বিড়ালের ৩টি বাচ্চার নাম অ, আ, ই, তাহলে মা বিড়ালের নাম কী! জানুন
প্রশ্ন : ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
উত্তর : সর্দার বল্লভভাই প্যাটেল।
প্রশ্ন : এমন কি জিনিস যা জ্বলে না এবং ডুবে না?
উত্তর: বরফ
প্রশ্ন: কোন প্রাণীর হৃৎপিণ্ড তার মাথায় থাকে?
উত্তর : সামুদ্রিক কাঁকড়া প্রশ্ন:
কোন প্রাণী ঘাড় না ঘুরিয়ে ৩৬০ ডিগ্রি পর্যন্ত দেখতে পারে?
উত্তর : ব্যাঙ