মাধ্য়মিক (Madhyamik), উচ্চ মাধ্যমিক (Uccha Madhyamik or Higher Secondary) পরীক্ষা নিয়ে আপনাদের মতামত দিন। রবিবার রাজ্যের মানুষের কাছে এই আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। এদিন তিনি এ ব্যাপারে টুইট করেছেন।
এবং এই আর্জি জানিয়েছেন। মাধ্য়মিক (Madhyamik), উচ্চ মাধ্যমিক (Uccha Madhyamik or Higher Secondary) পরীক্ষা নিয়ে টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) লিখেছেন, আমাদের শিশুদের ভবিষ্যৎ আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আমরা এক বিশেষজ্ঞ কমিটিও গড়ে দিয়েছি। দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ব্যাপারে ওই কমিটি সিদ্ধান্ত নেবে। আমরা অভিভাবক, রাজ্যের মানুষ, বিশেষজ্ঞ, পড়ুয়াদের কাছে থেকে মতামত জানতে চাইছি।
আপনাদের সবার কাছে অনুরোধ করছি, আপনাদের মতামত জানান। ইমেলে নিজেদের মত দিন। আপনাদের মতামতা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Our children's future is my greatest priority. To this regard, we have formed an expert committee to decide over holding the Class 10th & 12th board exams in 2021.
— Mamata Banerjee (@MamataOfficial) June 6, 2021
We are also inviting views & opinion from parents, general public, sector experts, civil society & students. (1/2) pic.twitter.com/eVpEIbJkBK
এদিকে, মাধ্যমিক (Madhyamik) ও উচ্চমাধ্যমিক (Uccha Madhyamik or Higher Secondary) পরীক্ষা হবে কি না তা নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি রাজ্য সরকার। পরীক্ষা হবে কি না, হলেও কীভাবে আর না হলে কীসের ভিত্তিতে নম্বর দেওয়া হবে, এই সব বিষয় জনগণের উপর ছেড়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
কিছুদিন আগে রাজ্যের শিক্ষা দফতরের তরফে জানানো হয়, মাধ্যমিক (Madhyamik) ও উচ্চ মাধ্যমিক (Uccha Madhyamik or Higher Secondary) পরীক্ষা হবে। তারপর কেন্দ্র সরকার CBSE-র পরীক্ষা বাতিল করে। এরপর রাজ্য সরকারের তরফে একটি বিশেষজ্ঞ কমিটি গড়া হয়।
আরও পড়ুন: শান্তিনিকেতনের 'কালো বাড়ি'র আদলে নিউ টাউনে তৈরি হচ্ছে আদিবাসী সংগ্রহশালা
সেই কমিটিই মাধ্যমিক (Madhyamik) ও উচ্চ মাধ্যমিক (Uccha Madhyamik or Higher Secondary) নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা যায়। শনিবার সূত্র মারফৎ খবর আসে পরীক্ষা হবে না- এই মর্মে সরকারের কাছে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে কমিটি।
এরপর রবিবার রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে জানানো হয়, মাধ্যমিক (Madhyamik) ও উচ্চ মাধ্যমিক (Uccha Madhyamik or Higher Secondary) হবে কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি কমিটি।
বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার জানিয়েছে, কমিটি ৩ টি পয়েন্টের উপর জোর দিয়েছে। সেগুলি হল-
১) মাধ্যমিক (Madhyamik) ও উচ্চ মাধ্যমিক (Uccha Madhyamik or Higher Secondary) করা সম্ভব কি না
২) পরীক্ষা নেওয়া সম্ভব হলে তা কীভাবে
৩) আর যদি পরীক্ষা নেওয়া না হয়, তাহলে মূল্যায়ণ কীভাবে হবে?
তাদের তরফে আরও জানানো হয়েছে, অভিভাবক, পড়ুয়া অথবা সাধারণ মানুষ এই নিয়ে মতামত দিতে পারবেন সোমবার ২টোর মধ্যে।ইমেল করে মতামত জানাতে হবে।
মেল আইডিগুলি হল-
pbssm.spo@gmail.com
commissionerschooleducation@gmail.com
wbssed@gmail.com