scorecardresearch
 

উচ্চ-প্রাথমিকের শিক্ষক নিয়োগে অন্তর্বতীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

ফের উচ্চ-প্রাথমিকের শিক্ষক নিয়োগে হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার।

Advertisement
কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট
হাইলাইটস
  • ফের উচ্চ-প্রাথমিকের শিক্ষক নিয়োগে হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার
  • সাড়ে ১৪ হাজার শিক্ষক নিয়োগের উপর অন্তর্বতীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

ফের উচ্চ-প্রাথমিকের শিক্ষক নিয়োগে হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। সাড়ে ১৪ হাজার শিক্ষক নিয়োগের উপর অন্তর্বতীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। 

আজ এই অন্তর্বতীকালীন স্থগিতাদেশ জারির নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অন্তর্বতীকালীন স্থগিতাদেশ বহাল থাকবে। প্রসঙ্গত, উচ্চ-প্রাথমিকের সাড়ে ১৪ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিল রাজ্য সরকার। আজ হাইকোর্টের সেই নির্দেশের পর তা বন্ধ হয়ে গেল। 

আরও পড়ুন : Tokyo 2020: অলিম্পিক্সে সরাসরি অংশগ্রহণের যোগ্যতা অর্জন করলেন সাঁতারু শ্রীহরি

কিছুদিন আগেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুজোর আগে ও পরে প্রাথমিকের নিয়োগ হবে। প্রাথমিকে প্রায় ১০ হাজার ও উচ্চ-প্রাথমিকে সাড়ে ১৪ হাজার নিয়োগ হবে। সবমিলিয়ে প্রায় ৩২ হাজার জনকে নিয়োগ করা হবে। সেই মতো সাড়ে ১৪ হাজার পদে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের দিন প্রকাশ করা হয়। কিন্তু, আজকের স্থগিতাদেশের পর সেই প্রক্রিয়া বন্ধ হয়ে গেল। 

কেন নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি? উচ্চ-প্রাথমিকের শিক্ষক নিয়োগের ঘোষণার পর কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেখানে মামলাকারীরা অভিযোগ করেন, উচ্চ-প্রাথমিকের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তা নিয়ম মেনে হয়নি। চাকরিপ্রার্থীদের একাংশের এও অভিযোগ, আগেরবার প্রকাশিত তালিকায় যাঁদের নাম ছিল, তাঁদের অনেকেরই এই তালিকায় নাম নেই। স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগও তোলেন তাঁরা। সেই মামলার শুনানিতেই এই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেন বিচারপতি। 

মামলার পরবর্তী শুনানি শুক্রবার হওয়ার কথা। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার উচ্চ-প্রাথমিকের শিক্ষক নিয়োগে একাধিক মামলা হয়েছিল। 
 

Advertisement