সারা বছর পড়াশোনার পর পরীক্ষার সময়টা শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় অধ্যবসায় ও প্রচুর পরিশ্রমের পরেও আশানুরূপ ফল হচ্ছে না। এর জন্য কোথাও কোথাও একাগ্রতার অভাবও কারণ হয়ে উঠতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে (Vastu Tips For Students), কিছু বিষয়ের যত্ন নিলে একাগ্রতা বাড়ানো যায়। এর পাশাপাশি, বাস্তুর (Vastu Shastra) নিয়ম মেনে পড়াশোনা করলেও পরীক্ষায় সফল হওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক কী বলছে বাস্তুশাস্ত্র।
১. বাস্তু অনুসারে শিক্ষার্থীদের পড়াশোনার ঘরটি উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিকে হওয়া উচিত। অধ্যয়নের সময় শুধুমাত্র উত্তর বা পূর্ব দিকে মুখ করুন।
২. বাস্তু অনুসারে, কখনও বিম বা স্তম্ভের নীচে বসে পড়াশোনা করা উচিত নয়। তাহলে পড়াশোনায় মনোযোগ থাকে না।
৩. বাস্তু মতে পড়ার টেবিলে একটি গ্লোব বা তামার পিরামিড রাখা উচিত। এটি পড়াশোনায় মনোযোগ আনতে সাহায্য করে।
৪. যেসব পড়ুয়ার পড়াশোনা করতে ভাল লাগে না, তাদের ঘরে ময়ূরের পালক রাখা উচিত। এতে একাগ্রতা বাড়ে এবং পড়াশোনায় মনোযোগ বজায় থাকে।
৫. স্টাডি রুমে টিভি, ভিডিও গেমস এবং সিডি প্লেয়ারের মতো জিনিসপত্র রাখা উচিত নয়। তাতে পড়ালেখা থেকে মন ঘুরে যায়।
৬. শিশুদের চেয়ারের পেছনের অংশ মাথার চেয়ে উঁচু হতে হবে। পড়ার সময় সামনে অন্যান্য বই স্তূপ করে রাখা উচিত নয়, যে বইটি পড়া হবে শুধুমাত্র সেটিই রাখা উচিত।
৭. পড়াশোনার সবচেয়ে ভাল সময় হল সকাল বেলা। সকালে পড়াশোনা করলে তা অনেক বেশি সময় ধরে মনে থাকে।
৮. পড়াশোনার ঘরের দেওয়ালের রং গাঢ় (Vastu Tips For Study Room) করা উচিত নয়। একইসঙ্গে স্টাডি রুমে থাকতে হবে প্রাকৃতিক আলোও। সেটি স্মৃতিশক্তিতে ইতিবাচক প্রভাব ফেলে।
আরও পড়ুন - Scorpio-র পর এবার নয়া লুকে আসছে Bolero, স্পেশাল কী কী থাকছে?