শিক্ষক (Teacher)-দের বদলি (Transfer)-র বিষয়টি আরও সহজ করতে উদ্য়োগ নিল রাজ্য সরকার। আনা হল 'উৎসশ্রী' (Utshashree) নামে একটি পোর্টাল। বাড়ির কাছে বদলি চাইলে শিক্ষকরা এই পোর্টালে আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)।
বদলি (Transfer) নিয়ে শিক্ষক (Teacher)-দের জন্য নয়া প্রকল্প ‘উৎসশ্রী’ (Utshashree) আনল রাজ্য। নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। এদিনের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
কী রয়েছে এই প্রকল্পে?
এদিন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) জানিয়েছেন, উৎসশ্রী (Utshashree) নামে একটি পোর্টাল চালু করছে রাজ্য। বাড়ির কাছে বদলি চাইলে শিক্ষক (Teacher)-রা এই পোর্টালে আবেদন করতে পারবেন।
প্রসঙ্গত, নিজের জেলা বা নিজের বাড়ির কাছে বদলি চান বহু শিক্ষক-শিক্ষিকারা। বহুদিন ধরে বিষয়টি আটকে ছিল বলে খবর। এবার সেই আবেদন খতিয়ে দেখতে প্রকল্প চালু করছে রাজ্যে।
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) জানান, “বহু শিক্ষক- শিক্ষিকা (Teacher) নিজের বাড়ির কাছে, জেলায় বদলি হতে চায়। একটা স্কুলে সকলে যদি এক জেলায় বদলি হতে চান, তা তো সম্ভব হবে না। তবে অ্যাডজাস্ট করে এই বদলি করা হবে।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) আরও জানান, এবার থেকে শিক্ষক-শিক্ষিকা (Teacher)-রা নিজেরাই বদলির জন্য আবেদন করতে পারবেন। তাঁদের আবেদন খতিয়ে দেখে ব্যবস্থা নেবে শিক্ষা দফতর। এবার অনলাইনে বদলির আবেদন করা যাবে।
বালি খাদান নীতি
এদিকে, রাজ্য় বালি খাদান নীতি তৈরি করা হল। খাদানের কাজে যাতে স্বচ্ছ্বতা বজায় রাখা যায়, তাই এই ব্যবস্থা। অনিয়মের কোনও অভিযোগ পেলে কাউকে ছাড়া হবে না। জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)।
তিনি আরও জানান, বালি খাদান নীতি ২০২১ গ্রহণ করা হল। এ নিয়ে অভিযোগ আসে, নজরে আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন ধরে চেষ্টা করেও স্থানীয় মাফিয়াদের জন্য কিছু করতে পারছি না। বালি, কয়লা, সুরকি, পাথর নিয়ে চলে যায়। এগুলি প্রাকৃতি সম্পদ, স্থানীয় সম্পদ। জেলাশাসক নিলাম করলেও দুষ্কৃতীরা বেশি করে নিয়ে চলে যায়। স্যান্ড মাইনিং পলিসি আনা হল।
এ ব্য়াপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) জানান, ডিএম-দের হাতে ছিল অকশনের, সেটা মিনারেল মাইনিং বোর্ডের হাতে দেওয়া হয়েছে। মুখ্যসচিব আর অর্থ সচিব তদারকিতে কাজ হবে। সিসিটিভি থেকে শুরু করে ডিজিটাল যা উপায়। স্থানীয় সম্পদ লুঠ করা যাবে না। । যে কেউ হোক না কেন, নিয়ম না করলে ব্যবস্থা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) আরও জানান, অনেক সময় নজরে আসে, অভিযোগ আসে, বালি, কয়লা, সুরকি, পাথর। ৫ বছরের জন্য দিলেও চার ৪ গুণ নিয়ে যায়। পরিবেশ নষ্ট হয়, সরকারের আয় কমে যায়। আগামী দিনে যাতে মনে রাখে স্থানীয় সম্পদ নষ্ট করা যাবে না।
কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)-এর বক্তব্য, কয়লা কেন্দ্র সরকারের আন্তর্গত। তবে ওরা দোষ দিয়ে বেরায় অন্যদের। এখন থেকে কড়া হাতে ধরার ব্যবস্থা করছি। স্বচ্ছ্বতা বজায় রাখা হবে। আমাদের আইনশৃঙ্খলা যেমন বজার রাখার রাখব। পাবলিকের জন্য ফোন নম্বর দিয়ে দেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। সবার জন্য একই ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীর ভাণ্ডার
১ সেপ্টেম্বর থেকে রাজ্যে চালু হচ্ছে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প। সেখানে তপশীলী জাতির মহিলারা মাসে ১ হাজার, সাধারণ মহিলারা ৫০০ টাকা করে পাবেন। জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)।