scorecardresearch
 

Assam Election Result 2021: আবারও গেরুয়া অসমের আকাশ

আজ অসম বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। ১২৬ আসন (Assam) বিশিষ্ঠ অসম বিধানসভার নির্বাচন হয়েছে মোট ৩ দফায়। ২৭ মার্চ, ১ এপ্রিল ও ৬ এপ্রিল ছিল ভোটগ্রহণ। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা দেখা গিয়েছে এবারে অসমে ফের সরকার গঠন করতে পারে বিজেপি ও তার সহযোগী দলগুলি। এবার দেখার শেষ পর্যন্ত কাকে বেছে নেন অসমবাসী।  

Advertisement
হিমন্ত বিশ্ব শর্মা, সর্বানন্দ সোনওয়াল, গৌরব গগৈ (বামদিক থেকে) হিমন্ত বিশ্ব শর্মা, সর্বানন্দ সোনওয়াল, গৌরব গগৈ (বামদিক থেকে)
হাইলাইটস
  • আজ অসম বিধানসভা নির্বাচনের ফলাফল
  • বুথ ফেরত সমীক্ষা বলছে ফের সরকার গড়তে পারে বিজেপি
  • নির্বাচনী ফলাফলের সমস্ত খবর এক ক্লিকে
  • বিকেল ৫টা ২০ মিনিট- অসমে বিজেপি জোট ৭৬টি, কংগ্রেস জোট ৪৮টি এবং অন্যান্যরা ২টি আসনে এগিয়ে। 
  • ১১টা ৩৩ মিনিট- বিজেপি জোট ৮৫টি, কংগ্রেস জোট ৪০ এবং অন্যান্যরা ১টি আসনে এগিয়ে। 
  • ১০টা ৩৪ মিনিট- অসমে বিজেপি জোট ৭৭ আসনে, কংগ্রেস জোট ৩৬ আসনে এবং অন্যান্যরা ২টি আসেন এগিয়ে।  
  • 9:54 AM- অসমে বিজেপি জোট ৬৯টি আসনে, কংগ্রেস জোট ৩৮ আসনে, অন্যান্যরা ৩টি আসনে এগিয়ে।
  • 9:29 AM- অসমে বিজেপি ৩৯, বিজেপি ২৭ এবং অন্যান্যরা ১টি আসনে এগিয়ে।
  • 9:19 AM- অসমে ২৩টি আসনে বিজেপি জোট, ১১টি আসনে কংগ্রেস জোট এবং ৪টি আসনে অন্যান্যরা এগিয়ে।
  • 9:13 AM- অসমে বিজেপি ১৯, বিজেপি ৬, অন্যান্যরা ১টি আসনে এগিয়ে। 
  • 9:00 AM- অসমে প্রথম ঘণ্টায় ১২ আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস ৫ আসনে এগিয়ে, অন্যান্যরা ১টি আসনে এগিয়ে। 
  • 8:50AM- অসমে বিজেপি ১২ আসনেে, কংগ্রেস ৫টি আসনে এবং অন্যান্যরা ১টি আসনে এগিয়ে।
  • অসমে বিজেপি ১০টি আসেন এগিয়ে, কংগ্রেস ৬টি আসনে এগিয়ে এবং অন্যান্যরা ১টি আসনে এগিয়ে।
  • অসমে বিজেপি জোট ৪টি আসেন এগিয়ে, কংগ্রেস জোট ৩টি আসনে এগিয়ে।

অসমে কড়া টক্কর

  • অসমে শুরু গণনা। প্রাথমিক ট্রেন্ডে কড়া টক্কর কংগ্রেস ও বিজেপির মধ্যে।

গণনার চূড়ান্ত প্রস্তুতি

  • অসমে ভোট গণনার প্রস্তুতি চূড়ান্ত। কর্মীরা পৌঁছে গিয়েছেন গণনা কেন্দ্রে। প্রায় সর্বত্রই মেনে চলা হচ্ছে কোভিড বিধি। শরীরের তাপমাত্রা মেপে তবেই  ঢুকতে দেওয়া হচ্ছে গণনা কেন্দ্রে। 

অসমে আজ গণনা

  • গণনাকেন্দ্র
    গণনাকেন্দ্র
  • গণনাকেন্দ্র
    গণনাকেন্দ্র

আজ অসম বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। ১২৬ আসন (Assam) বিশিষ্ঠ অসম বিধানসভার নির্বাচন হয়েছে মোট ৩ দফায়। ২৭ মার্চ, ১ এপ্রিল ও ৬ এপ্রিল ছিল ভোটগ্রহণ। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা দেখা গিয়েছে এবারে অসমে ফের সরকার গঠন করতে পারে বিজেপি ও তার সহযোগী দলগুলি। এবার দেখার শেষ পর্যন্ত কাকে বেছে নেন অসমবাসী।  

Advertisement

 

Advertisement