scorecardresearch
 

Abhishek Banerjee : যে এলাকায় ভোট বেশি মিলবে সেখানেই আবাস যোজনার টাকা, ঘোষণা অভিষেকের

ঘাটালে লোকসভা ভোটের প্রচারে আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানালেন আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া হবে।

Advertisement
Abhishek Banerjee Abhishek Banerjee
হাইলাইটস
  • আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
  • তিনি জানালেন আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া হবে

ঘাটালে লোকসভা ভোটের প্রচারে আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানালেন আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। তবে দিয়েছেন শর্তও। জানিয়েছেন,যে যে এলাকা থেকে বাংলার হাত শক্ত হবে সেখানেই আবাস যোজনার আটকে থাকা দেওয়া হবে। রাজনৈতিক মহলের একাংশের মতে, অভিষেক বলতে চেয়েছেন যে যে এলাকায় তৃণমূল কর্মীরা বেশি ভোট পাবেন সেই সব এলাকাতে আবাসের টাকা দেওয়া হবে। 

এদিন ঘাটাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, 'এবার আমি একটা ঘোষণা করব। যারা এই সভা দেখছেন, ২০১৮, ১৮ সাল থেকে বাড়ির জন্য এপ্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। টাকা পাননি। কেন্দ্র দেয়নি বলে আবাস যোজনার টাকা পাননি, তাঁদের উদ্দেশে বলছি, বাড়ির ক্ষেত্রে যেখান থেকে আপনারা বাংলার হাত শক্ত করবেন, সেটা বিধানসভা হোক, পঞ্চায়েত হোক, পৌরসভা হোক, যেখান থেকে বাংলার হাত শক্ত হবে সেখান থেকে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে।' 

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও বড় ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, 'ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকারই করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই দেবকে পাশে নিয়ে বলেছেন, ঘাটালের মাস্টার প্ল্যান তিনি করে দেবেন। আমি বলে যাচ্ছি, এ বছর ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা ওই প্ল্যানের কাজও শুরু করে দেব। আমি কথা দিয়ে গেলাম। আর আমি কথা দিলে কথা রাখি। মাস্টার প্ল্যান রাজ্য সরকারই করবে। সেজন্য যা টাকা খরচ হবে রাজ্যই করবে।' 

আরও পড়ুন


ঘাটালের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় (হিরণ)-কে আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, খড়গপুর থেকে বিধানসভা ভোটে জিতলেও সেখানকার মানুষ চান না হিরণ জিতুক। অভিষেকের কথায়, 'আমি তো বিজেপি প্রার্থীকে পরামর্শ দেব, যেন সে আগে খড়গপুর সামলে নেই। তারপর ঘাটাল দেখবে। ওর পায়ের নখ থেকে মাথার চুল সবটাই দুই নম্বরি। আমি তো ঢুকতে দিইনি ওকে। ও বলেছে আমি অভিষেকের অফিসে যাইনি। এবার বললে আমি সিসিটিভি সামনে এনে দেব।' 

Advertisement

Advertisement