scorecardresearch
 

Kangana Ranaut : আমি একজন গর্বিত হিন্দু, কোনওদিন বিফ খাইনি : কঙ্গনা

এক্স হ্যান্ডেলে কঙ্গনা দাবি করেন, 'আমি কোনওদিন বিফ বা কোনও মাংস খাইনি। আমি একজন গর্বিত হিন্দু। খুবই দুর্ভাগ্য়জনক যে, আমার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার করা হচ্ছে।'

Advertisement
kangana Ranaut kangana Ranaut
হাইলাইটস
  • কঙ্গনা রানাওয়াত বিফ খেয়েছিলেন বলে দাবি করেছিলেন
  • দাবি করেছিলেন কংগ্রেস নেতা
  • এবার তার উত্তর দিলেন অভিনেত্রী

কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার দাবি করেছিলেন, কঙ্গনা রানাওয়াত বিফ খেয়েছিলেন বলে দাবি করেছিলেন। এমনকী তিনি বিফ খেতে ভালোওবাসেন। তবে সেই দাবি নাকচ করলেন বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী। জানালেন, তিনি একজন গর্বিত হিন্দু। তিনি কোনওদিন কোনও মাংস খাননি। বিফও খাননি। তাঁকে নিয়ে যা বলা হচ্ছে সেটা অপপ্রচার বলেও দাবি করেন অভিনেত্রী। 

এক্স হ্যান্ডেলে কঙ্গনা দাবি করেন, 'আমি কোনওদিন বিফ বা কোনও মাংস খাইনি। আমি একজন গর্বিত হিন্দু। খুবই দুর্ভাগ্য়জনক যে, আমার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার করা হচ্ছে।' 

কঙ্গনা লেখেন, 'আমি কয়েক দশক ধরে যোগ ও আয়ুর্বেদিক জীবনধারার পক্ষে প্রচার করে আসছি। এখন আমার ভাবমূর্তি নষ্ট করতে এইসব হচ্ছে। আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এখন এসব অপপ্রচার হচ্ছে। আমাকে যারা চেনে তারা খুব ভালোভাবেই জানে যে, আমি একজন গর্বিত হিন্দু। আমার নামে অপপ্রচার করে তাদের বিভ্রান্ত করা যাবে না। জয় শ্রীরাম।'

আরও পড়ুন

বিতর্কের সূত্রপাত কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার একটি মন্তব্য থেকে। তিনি দাবি করেন, 'গরুর মাংস খেতে ভালোবাসেন বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি নিজেই এই কথা জানিয়েছিলেন। কঙ্গনা রানাওয়াত সেই সময় জানিয়েছিলেন, তিনি গরুর মাংস খান ও ভালোওবাসেন।' 

এই মন্তব্য সামনে আসার পরই বিতর্ক শুরু হয়। কঙ্গনাকে অনেকে আক্রমণ করেন। আবার অনেকে কংগ্রেস নেতার মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন। তারই মধ্যে কংগ্রেস নেতার মন্তব্যের জবাব দিতে ট্যুইটারে লেখেন কঙ্গনা। 

আসন্ন লোকসভা নির্বাচনে মান্ডি লোকসভা আসন থেকে দাঁড়িয়েছন কঙ্গনা। BJP-র টিকিটে দাঁড়িয়েই তিনি জোরকদমে প্রচার শুরু করেছেন। একের পর এক ছবি না চলার কারণে তিনি রাদজনীতিতে এসেছেন এমনটা নয়। বরং কঙ্গনা জানান, তাঁর রাজনীতিতে আসার সিদ্ধান্তটি বক্স অফিসে তাঁর সাম্প্রতিক ব্যর্থতার দ্বারা অনুপ্রাণিত নয়। তিনি রাজনীতিতে এসেছেন দেশ সেবা করবেন বলে।  

Advertisement

Advertisement