পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে কাঁথি এবার বাড়তি নজর কেড়েছে। ২০০৯ সাল থেকে কাঁথি তৃণমূলের হাতেই ছিল। কিন্তু এবার কি এই কেন্দ্র দখলে রাখতে পারবে ঘাসফুল শিবির? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অলিন্দে।
কাঁথি মানেই বাংলা রাজনীতির মানচিত্রে 'অধিকারী গড়' নামেই পরিচিত। গত এক দশকেরও বেশি সময় ধরে সেখানকার সাংসদ শিশির অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি কাঁথিতে। ফলে সেখানে অধিকারী পরিবারের একচ্ছত্র আধিপত্য রয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে আগে কাঁথিতে রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছেন শুভেন্দু। তৃণমূল ছেড়ে তাঁর বিজেপিতে যোগদানের পর থেকেই কাঁথি লোকসভা কেন্দ্রে 'পরিবর্তন'-এর ঝোড়ো হাওয়া বইছে বলে মনে করছেন সেখানকার এলাকার কেউ কেউ। এবছর ভোটে লড়ছেন না শিশির। তবে ভোটে লড়ছেন তাঁর কনিষ্ঠ পুত্র সৌমেন্দু। লড়ছেন পদ্ম প্রতীকে। তাই এবার অধিকারী গড়ে লড়াই তৃণমূলের কাছে চ্যালেঞ্জের মতো বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
একটা সময় কংগ্রেসের দখলে ছিল কাঁথি। পরে বিভিন্ন রাজনৈতিক দল রাজত্ব করেছে এই কেন্দ্রে। যার মধ্যে রয়েছে জনতা পার্টি, প্রজা সোশ্যালিস্ট পার্টি। তবে দীর্ঘদিন ধরে কাঁথি দখলে রেখেছিল বামেরা। পরে কাঁথির রাজ্যপাট হাতে তুলে নেয় তৃণমূল। এবার কী হবে? সেই নিয়ে জোর আলোচনা চলছে।
কাঁথি কেন্দ্রের ভোটের ফল (১৯৫১-২০১৯)
১৯৫১-৫৭: বসন্ত কুমার দাস (কংগ্রেস)
১৯৫৭-৬২: প্রমথ নাথ বন্দ্যোপাধ্যায় (প্রজা সোশ্যালিস্ট পার্টি)
১৯৬২-৬৭: বসন্ত কুমার দাস (কংগ্রেস)
১৯৬৭-৭৭: সমর গুহ (প্রজা সোশ্যালিস্ট পার্টি)
১৯৭৭-৮০: সমর গুহ (জনতা পার্টি)
১৯৮০-৮৪: সুধীর কুমার গিরি (সিপিআইএম)
১৯৮৪-৮৯: ফুলরেণু গুহ (কংগ্রেস)
১৯৮৯-৯৮:সুধীর কুমার গিরি (সিপিআইএম)
১৯৯৯-২০০৪: নীতীশ সেনগুপ্ত (তৃণমূল)
২০০৪-২০০৯: প্রশান্ত প্রধান (সিপিআইএম)
২০০৯-২০১৯ :শিশির অধিকারী (তৃণমূল)
কবে ভোট?
লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ২৫ মে কাঁথি কেন্দ্রে ভোটগ্রহণ।
এবার কারা লড়ছেন?
কাঁথিতে এবার বিজেপি প্রার্থী শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী। তৃণমূলের হয়ে লড়ছেন উত্তম বারিক। বাম এবং কংগ্রেস এখনও প্রার্থী দেয়নি (এই প্রতিবেদন লেখা পর্যন্ত)।