scorecardresearch
 

West Bengal Lok Sabha Election Phase 2 Voting LIVE: ১টা পর্যন্ত বাংলায় ভোট পড়ল ৪৭.২৯ শতাংশ, দেশজুড়ে কেমন চলছে ভোটগ্রহণ?

Aajtak Bangla | কলকাতা | 26 Apr 2024, 2:02 PM IST

Lok Sabha Election 2024 Phase 2 Voting Live Updates: আজ লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৩ টি রাজ্যের ৮৮টি লোকসভা আসনে ভোট হচ্ছে ৷ এই পর্যায়ে পশ্চিমবঙ্গে তিনটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে - দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট ৷ পশ্চিমবঙ্গ ছাড়াও এই পর্যায়ে ভোট হচ্ছে অসম, বিহার, ছত্তিশগড়, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা, উত্তরপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী থেকে লোকসভার স্পিকার ওম বিড়লা পর্যন্ত অনেক নামজাদা ব্যক্তির ভাগ্য পরীক্ষা হতে চলেছে এদিন। বাংলার ৩ আসেন ভোটের নিরাপত্তা নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে তাঁরা রাজি নয় কমিশন। দ্বিতীয় দফার ভোটেও আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। বাড়ান হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও।

মরিগাঁও: 26 এপ্রিল, 2024, শুক্রবার, মরিগাঁও জেলায় লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট দেওয়ার জন্য অপেক্ষা করার সময় একজন বয়স্ক ভোটার তার ভোট দিতে এসেছিলেন। মরিগাঁও: 26 এপ্রিল, 2024, শুক্রবার, মরিগাঁও জেলায় লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট দেওয়ার জন্য অপেক্ষা করার সময় একজন বয়স্ক ভোটার তার ভোট দিতে এসেছিলেন।

Lok Sabha Election 2024 Phase 2 Voting Live Updates: আজ লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৩ টি রাজ্যের ৮৮টি লোকসভা আসনে ভোট হচ্ছে ৷  এই পর্যায়ে পশ্চিমবঙ্গে তিনটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে - দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট ৷ পশ্চিমবঙ্গ ছাড়াও এই পর্যায়ে ভোট হচ্ছে  অসম, বিহার, ছত্তিশগড়, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা, উত্তরপ্রদেশ  এবং জম্মু ও কাশ্মীরে। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী থেকে লোকসভার স্পিকার ওম বিড়লা পর্যন্ত অনেক নামজাদা ব্যক্তির ভাগ্য পরীক্ষা হতে চলেছে এদিন।  বাংলার ৩ আসেন ভোটের নিরাপত্তা নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে তাঁরা রাজি নয় কমিশন। দ্বিতীয় দফার ভোটেও আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। বাড়ান হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও। 
 

2:02 PM (1 সপ্তাহ আগে)

১টা পর্যন্ত কোন রাজ্যে কত শতাংশ ভোটদান

Posted by :- Arindam

দুপুর ১টা পর্যন্ত ১৩টি রাজ্যে ভোটদানের হার, ত্রিপুরায় ৫৪.৪৭ শতাংশ, মণিপুরে ৫৪.২৬ শতাংশ, ছত্তীসগড়ে ৫৩.০৯ শতাংশ, পশ্চিমবঙ্গে ৪৭.২৯ শতাংশ, অসমে ৪৬.৩১ শতাংশ, জম্মু-কাশ্মীরে ৪২.৮৮ শতাংশ, রাজস্থানে ৪০.৩১ শতাংশ, কেরলে ৩৯.২৬ শতাংশ, মধ্যপ্রদেশে ৩৮.২৩ শতাংশ, কর্নাটকে ৩৮.২৩ শতাংশ, উত্তরপ্রদেশে ৩৫.৭৩ শতাংশ, বিহার ৩৩.৮০ শতাংশ ও মহারাষ্ট্রে ৩১.৭৭ শতাংশ।

1:52 PM (1 সপ্তাহ আগে)

১ পর্যন্ত ভোট পড়ল ৪৭.২৯ শতাংশ

Posted by :- Arindam

দুপুর ১টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ ৪৭.২৯ শতাংশ। বালুরঘাটে ভোটের হার ৪৪.৯৩ শতাংশ, দার্জিলিং ৪৯.০৯ শতাংশ, রায়গঞ্জে ৪৭.৫৬ শতাংশ।

12:42 PM (1 সপ্তাহ আগে)

ভোট দিলেন ISRO প্রধান এস সোমনাথ

Posted by :- Arindam

তিরুঅনন্তপুরমে সাধারণ ভোটারদের সঙ্গেই লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ISRO প্রধান এস সোমনাথ।

12:33 PM (1 সপ্তাহ আগে)

কেরলে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ২৪ শতাংশ

Posted by :- Arindam

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৮৮ আসনে ভোট চলছে কেরলে। কেরলে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ২৪ শতাংশ।

Advertisement
12:21 PM (1 সপ্তাহ আগে)

বিজেপি প্রার্থীর জয় সুনিশ্চিত: শঙ্কর ঘোষ

Posted by :- Arindam

বিরোধীদের নিস্পৃহ বডি ল্যাঙ্গোয়েজই বলে দিচ্ছে, বিজেপি প্রার্থীর জয় সুনিশ্চিত। এভাবে ময়দান ছেড়ে দেওয়ার মানসিকতা আগে দেখিনি। তৃণমূলকে কটাক্ষ শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের।

12:05 PM (1 সপ্তাহ আগে)

বালুরঘাটের গঙ্গারামপুরে ইভিএম বিভ্রাট

Posted by :- Madhurma Dev

ঘণ্টাখানেক ভিভিপ্যাট খারাপ থাকায় বালুরঘাটের গঙ্গারামপুরে ৬ নম্বর ওয়ার্ডের ৬৮ নম্বর বুথে ভোটগ্রহণ বন্ধ। গরমে রোদে অপেক্ষায় ভোটাররা। সমস্যা সমাধানের চেষ্টায় ভোটকর্মীরা।

11:53 AM (1 সপ্তাহ আগে)

বেলা ১১টা পর্যন্ত ত্রিপুরায় সবথেকে বেশি ভোট পড়েছে

Posted by :- Madhurma Dev

বেলা ১১টা পর্যন্ত কোন রাজ্যে কত শতাংশ ভোট পড়েছে দেখুন-
অসম- ২৭.৪৩ শতাংশ
বিহার- ২১.৬৮ শতাংশ
ছত্তিশগড়- ৩৫.৪৭ শতাংশ
জম্মু ও কাশ্মীর- ২৬.৬১ শতাংশ
কর্ণাটক- ২২.৩৪ শতাংশ
কেরালা- ২৫.৬১ শতাংশ
মধ্যপ্রদেশ- ২৮.১৫ শতাংশ
মহারাষ্ট্র- ১৮.৮৩ শতাংশ
মণিপুর- ৩৩.২২ শতাংশ
রাজস্থান- ২৬.৮৪ শতাংশ
ত্রিপুরা- ৩৬.৪২ শতাংশ
উত্তরপ্রদেশ- ২৪.৩১ শতাংশ
পশ্চিমবঙ্গ- ৩১.২৫ শতাংশ

11:38 AM (1 সপ্তাহ আগে)

এখনও দার্জিলিংয়ে সবথেকে বেশি ভোট পড়েছে

Posted by :- Madhurma Dev

বেলা ১১টা পর্যন্ত রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্রে মোট ২৯০টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। পর্যন্ত দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৭৫ শতাংশ, রায়গঞ্জে ৩২.৫১ শতাংশ এবং বালুরঘাটে ২৮.১১ শতাংশ। দ্বিতীয় পর্যায়ে এখনও পর্যন্ত মোট ভোট পড়েছে ৩১.২৫ শতাংশ। দার্জিলিংয়ে সবথেকে বেশি ভোট পড়েছে।

11:11 AM (1 সপ্তাহ আগে)

ভোট দিলেন গৌতম দেব

Posted by :- Madhurma Dev

ভোট দিলেন শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব। অন্যদিকে, সস্ত্রীক ভোট দেন শিলিগুড়ির বিধায়ক তথা বিজেপি নেতা শঙ্কর ঘোষ। দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়ায় অশান্তি হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেন বিজেপি নেতা।

Advertisement
11:04 AM (1 সপ্তাহ আগে)

'আমি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী', বলেন শশী থারুর

Posted by :- Madhurma Dev

ভোট দিলেন কংগ্রেস প্রার্থী এবং তিরুবনন্তপুরমের শশী থারুর। বলেন, "আমি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। মনে হচ্ছে তিরুবনন্তপুরমে ভোট দেওয়ার জন্য আমিই একমাত্র প্রার্থী। এটা আমার বেস এবং বাড়ি। আমি এখানে সবকিছু বিনিয়োগ করেছি।"

10:59 AM (1 সপ্তাহ আগে)

দার্জিলিঙে ভোট দিলেন প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন সিংলা

Posted by :- Madhurma Dev

দার্জিলিঙে ভোট দিলেন প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন সিংলা। রামকৃষ্ণ পাঠশালায় ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।

10:53 AM (1 সপ্তাহ আগে)

ভোট দিলেন অশোক ভট্টাচার্য, রায়গঞ্জে কংগ্রেস প্রার্থীকে দেখে স্লোগান

Posted by :- Madhurma Dev

ভোট দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুলির প্রাক্তন বাম বিধায়ক সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোয়ালপোখরে বিধানসভা এলাকার একটি বুথে ভোট পরিদর্শনে গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজ (ভিক্টর)। 

9:57 AM (1 সপ্তাহ আগে)

সুকান্তকে ঘেরাও, রিপোর্ট চাইল কমিশন

Posted by :- Arindam

বালুরঘাটের তপনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে ঘেরাও। গো ব্যাক স্লোগান। অভিযোগের রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। ১ ঘণ্টার মধ্যে কমিশনকে রিপোর্ট দিতে হবে অ্যাকশন টেকেন কমিটির।

9:47 AM (1 সপ্তাহ আগে)

সকাল ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়ল ১৫.৬৮ শতাংশ

Posted by :- Arindam

সকাল ৯টা পর্যন্ত বাংলার তিন আসনে ভোট পড়ল ১৫.৬৮ শতাংশ, সব চেয়ে বেশি রায়গঞ্জে। রায়গঞ্জে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৬ শতাংশ। সস্ত্রীক ভোট দেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের স্ত্রী এদিন বলেন, 'গোটা রাজ্যটাই ওকে ঘুরতে হচ্ছে। যতটা পারছি, ওর পাশে থাকার চেষ্টা করছি। যতটা পারছি ঠান্ডা খাওয়ানোর চেষ্টা করছি ওকে। খুব কম সময় পাই ওকে আমরা। আমিও কম পাই, আমার মেয়েরাও বাবাকে কম পায়। যখন পায় আর বাবাকে ছাড়তে চায় না।' সুকান্ত বলেন, 'কেন্দ্রের জিনিস দেখলে ভয় পায়। আমরা কথা বলে দেখছি। বেশিরভাগ অভিযোগ শুনছি EVM খারাপ নিয়ে।'

Advertisement
9:29 AM (1 সপ্তাহ আগে)

কে প্রতিদ্বন্দ্বী ছিল বোঝা যাবে না: কৃষ্ণ কল্যাণী

Posted by :- Arindam

রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বললেন, 'আমাদের জয়ের ব্যবধান এতটাই বেশি হবে যে, কে প্রতিদ্বন্দ্বী ছিল বোঝা যাবে না। ১০০ শতাংশ নিশ্চিত যে জিতব।' কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজকে কটাক্ষ করে কল্যাণী বলেন, 'যিনি চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে নিজের জামানত বজায় রাখতে পারেন না, তিনি আবার ভোটে ফ্যাক্টর হবেন কী করে?'

9:13 AM (1 সপ্তাহ আগে)

ভোট দিলেন কুম্বলে

Posted by :- Arindam

বেঙ্গালুরুতে সস্ত্রীক ভোট দিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন কোচ অনিল কুম্বলে। 

ভোট দিলেন অনিল কুম্বলে
ভোট দিলেন অনিল কুম্বলে
9:11 AM (1 সপ্তাহ আগে)

এরিয়া ডমিনেশন আরও আগে বলে ভাল হত: সুকান্ত

Posted by :- Arindam

 বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের বক্তব্য, কেন্দ্রীয় বাহিনী অনেক পরে এসেছে। আরও আগে এলে ভাল হত। এরিয়া ডমিনেশন আরও আগে বলে ভাল হত।

9:06 AM (1 সপ্তাহ আগে)

ভোট দিলেন সীতারামন

Posted by :- Arindam

বেঙ্গালুরুতে ভোট দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 

8:55 AM (1 সপ্তাহ আগে)

গ্রামবাসীরা ভোট বয়কট করলেন

Posted by :- Arindam

কর্নাটকের কোলারে গ্রামবাসীরা ভোট বয়কট করলেন। কোলারের কেবি হোসাহাল্লির বাসিন্দারা ভোট বয়কট করলেন। তাঁদের অভিযোগ, রাস্তা সহ প্রাথমিক পরিষেবাও পাচ্ছেন না তাঁরা।

Advertisement
8:43 AM (1 সপ্তাহ আগে)

১ ঘণ্টায় ৬০টি অভিযোগ তৃণমূল কংগ্রেসের

Posted by :- Arindam

ইসলামপুরে বেশ কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্রে ইভিএম-এ যান্ত্রিক ত্রুটির জেরে ভোটগ্রহণ শুরু হচ্ছে দেরিতে। ভোটগ্রহণ শুরুর ১ ঘণ্টার মধ্যে কমিশনে ৬০টি অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের অভিযোগ, ইটাহারে ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ সুকান্তর।  

8:24 AM (1 সপ্তাহ আগে)

ভোট দিলেন কেরলের মুখ্যমন্ত্রী

Posted by :- Souradip

কেরলের কান্নুরে ভোট দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কেরলের ২০ আসনে চলছে ভোটগ্রহণ।

 

 

8:06 AM (1 সপ্তাহ আগে)

ভোট দিলেন বসুন্ধরা রাজে

Posted by :- Souradip


ভোট দিলেন রাজস্থানের বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে। মরুরাজ্যের ১৩ আসনে চলছে ভোটগ্রহণ। 

 

 

8:02 AM (1 সপ্তাহ আগে)

প্রথম ১ ঘণ্টা শান্তিপূর্ণ

Posted by :- Souradip

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বাংলার ৩ কেন্দ্রে মোটের উপর শান্তিপূর্ণ ভাবে চলছে ভোটগ্রহণ। রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিঙে চলছে ভোটগ্রহণ। ভোট ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

7:46 AM (1 সপ্তাহ আগে)

ভোট দিলেন সুধা মূর্তি

Posted by :- Souradip

বেঙ্গালুরুতে ভোট দিলেন সুধা মূর্তি। ভোটদানের পর বললেন, 'সকলকে বলতে চাই, বাড়িতে না বসে ভোট দিতে আসুন। আপনার নেতাকে নির্বাচিত করুন। আমার মনে হয়, শহরাঞ্চলে কম ভোট পড়ে গ্রামাঞ্চলের তুলনায়। তরুণ প্রজন্মকে বলছি, ভোট দাও তোমরা।'

 


 

Advertisement
7:36 AM (1 সপ্তাহ আগে)

বালুরঘাটে সিআরপিএফের বিরুদ্ধে অভিযোগ

Posted by :- Souradip


বালুরঘাটে ১৯৪ নম্বর বুথে ভোটারদের বিব্রত করার অভিযোগ উঠল সিআরপিএফের বিরুদ্ধে। অভিযোগ করেছে তৃণমূল। অন্য দিকে, বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জানালেন, এখনও পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণ ভাবে চলছে। কবে দু'একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। কমিশনে জানানো হবে বলে জানিয়েছেন তিনি। 

7:22 AM (1 সপ্তাহ আগে)

ভোট দিলেন নারায়ণ মূর্তি

Posted by :- Souradip

বেঙ্গালুরুতে ভোট দিলেন ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। ভোট দিয়ে বললেন, '৫ বছর অন্তর ভোট দেওয়ার সুযোগ পাই আমরা। আজ খুবই খুশির দিন।'

 

 

7:12 AM (1 সপ্তাহ আগে)

আপনার ভোটই হল আপনার কণ্ঠস্বর: মোদী

Posted by :- Souradip

 সকল ভোটারকে ভোট দেওয়ার অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে বাংলায় লিখে বার্তা মোদীর। 

 

 

7:09 AM (1 সপ্তাহ আগে)

বাংলার জন্য বার্তা শাহের

Posted by :- Souradip

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বাংলার ৩ আসনে ভোটগ্রহণ চলছে। রাজ্যবাসীকে বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডলে দিলেন বার্তা। 
 

 

7:07 AM (1 সপ্তাহ আগে)

মণিপুরে ভোট দিলেন নবতিপর বৃদ্ধা

Posted by :- Souradip

মণিপুরে সকাল সকাল ভোট দিলেন ৯৪ বছর বয়সি এক বৃদ্ধা।

 

Advertisement
7:01 AM (1 সপ্তাহ আগে)

শুরু হল ভোটগ্রহণ

Posted by :- Souradip

কড়া নিরাপত্তার মধ্যে বাংলার ৩ আসনে ভোটগ্রহণ শুরু হল। রায়গঞ্জ, দার্জিলিং, বালুরঘাটের বিভিন্ন বুথে ভোটারদের ভিড়। আজ লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৩ টি রাজ্যের ৮৮টি লোকসভা আসনে ভোট হচ্ছে ৷

6:48 AM (1 সপ্তাহ আগে)

দার্জিলিঙের ভোটকেন্দ্রে শেষ মুহূর্তের প্রস্তুতি

Posted by :- Souradip

দার্জিলিং লোকসভা কেন্দ্রের একটি বুথে ভোট শুরুর আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 

 

 

6:38 AM (1 সপ্তাহ আগে)

বালুরঘাটের বুথে ভোটারদের লাইন

Posted by :- Souradip

ভোট শুরুর আগে বালুরঘাটের একটি বুথে ভোটারদের লাইন। দেখুন ভিডিয়ো...

 

6:35 AM (1 সপ্তাহ আগে)

আজ বাংলার ৩ আসনে ভোটগ্রহণ

Posted by :- Souradip

আজ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে ভোটগ্রহণ। ভোট শুরুর আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভোটারদের লাইন পড়েছে সব বুথে। 

Advertisement