Loksabha Election 2024 1st Phase : ভোট শুরু হতেই দফায় দফায় উত্তেজনা, সংঘর্ষে জড়াল উত্তরবঙ্গের তিন আসনের তৃণমূল-বিজেপি সমর্থকরা। কোথাও অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, কোথাও বিজেপির দিকে আঙুল উঠছে। কোথাও ভোট দিতে গিয়ে সাধারণ ভোটারের চোখ ফাটিয়ে দেওয়া হয়েছে, আবার কোথাও বিরোধী সমর্থক সন্দেহে পেটানো হয়েছে ভোটদাতাদের। আবার কোথাও বুথ অফিস পুড়িয়ে দেওয়ার খবরও সামনে আসছে। সবচেয়ে বেশি উত্তেজনা কোচবিহার কেন্দ্রের বিভিন্ন বুথেই। অন্যদিকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও কিছু কিছু খবর সামনে আসছে।
ভোট শুরু হতেই, সকাল থেকে উত্তপ্ত হতে শুরু করে পশ্চিমবঙ্গের কোচবিহারের শীতলখুচি, মাথাভাঙা৷। তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। পাল্টা অভিযোগ তুলেছে বিজেপিও। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক অভিযোগ করেছেন, তৃণমূলই মূলত বিভিন্ন জায়গায় গোলমাল পাকাচ্ছে। শান্তিপূর্ণ ভোট হতে দিচ্ছে না। প্রথম ৫ ঘণ্টার ভোটপর্বে নির্বাচন কমিশনে মোট প্রায় ৪০০ টি অভিযোগ জমা পড়েছে৷ মাত্র তিন ঘণ্টার নির্বাচন পর্বে ঘণ্টায় গটে ৫০টির বেশি অভিযোগ জমা পড়ল কমিশনের দফতরে৷
দিনহাটায় রীতিমতো হাতাহাতিতে জড়ালেন দুই মন্ত্রীর কর্মী সমর্থকরা। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সমর্থকদের সঙ্গে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের দলীয় কর্মীদের হাতাহাতি হয়। আসন্ন লোকসভা ভোটের নির্বাচনী প্রচার চলাকালীনই হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জানা গিয়েছে, উদয়নের সামনে দিয়ে এদিন নিশীথ প্রামাণিকের কনভয় যাচ্ছিল। সেই সময়েই বিজেপি ও তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়। বচসা গড়ায় হাতাহাতিতে।
এদিন কোচবিহার ১ নং ব্লকের মধ্য ফলিমারি এলাকা থেকে নটি তাজা বোমা উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য। এছাড়াও ভেটাগুড়িতে চাষের জমিতে বোমা পড়ে থাকতে দেখা যায়। তুফানগঞ্জের বারোকোদালি ১ গ্রাম পঞ্চায়েতের হরিরহাটে তৃণমূলের অস্থায়ী নির্বাচনি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অন্যদিকে জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপির একটি অস্থায়ী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দুক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট দল।
কোচবিহারের (Coochbehar) দিনহাটায় (Dinhata)। শুক্রবার তৃণমূলের দিনহাটা ১ ব্লক সভাপতি অনন্ত বর্মনকে মারধরের অভিযোগ উঠল। আক্রান্ত তৃণমূল নেতা বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।
সিতাই ব্লকের চামটা চোরখানায় তৃণমূল-বিজেপি সংঘর্ষের অভিযোগ এসেছে। তবে সংশ্লিষ্ট বুথের ভোট কেন্দ্রে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নির্বাচনের প্রথম দফাতে ফের গোলমালের ঘটনা ঘটেছে শীতলখুচি এবং মাথাভাঙাতেও৷ বড় ধাপের চাত্রা ২০১ নম্বর বুথে এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। পরে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ছাড়া তৃণমূলের তাঁবু বসানো নিয়ে ঝামেলা মাথাভাঙায়, তৃনমূলের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ।আহত চারজন তৃণমূলের। মাথাভাঙা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের গেন্দুগুড়ি বুথে ধুন্ধুমার কাণ্ড। টেন্ট বসানো নিয়ে তৃনমূল বিজেপি উত্তেজনা। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, দুই দলের হাতাহাতি সামাল দিয়ে গিয়ে আক্রান্ত হন পুলিশকর্মীরাও। ঝামেলা থামাতে গিয়ে মাথা ফেটে গিয়েছে SDPO-রও।