লোকসভা নির্বাচনের প্রচারে এদিনও দুটি জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বীরভূমের হাসানের পাশাপাশি পূর্ব বর্ধমানের ভাতারেও জনসভা করেন। এই কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। আর বিজেপির হয়ে এই আসনে প্রতিদ্বন্দ্বিতাা করছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সভার মঞ্চেই নাম না নিয়ে দিলীপ ঘোষকে তাঁর ভাষা নিয়ে কটাক্ষ করলেন মমতা।
ভাতারে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যে মানুষটা বিজেপির হয়ে এখানে দাঁড়িয়েছেন তাঁর মুখের ভাষা শুনেছেন, তিনি সবসময় বলেন পেটান-মারুন-জ্বালান, আর একজন খালি বোমা মারেন, আরেক রাম বাম করেন। বাংলায় বিজেপির দুটো চোখ বাম ও কংগ্রেস। '
ভাতারেও প্রধানমন্ত্রীকে 'প্রচারবাবু' বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন ডিসেম্বর মাসে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা ১১ লক্ষ লোক পাবেন। সেই টাকা শেষ হলে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। মমতা বলেন, বিভাজনের রাজনীতি বিজেপি করছে। বিজেপি সিপিএম, কংগ্রেসের হাত ধরেছে কেন? ওরা চায় সংখ্যালঘু ভোটটা তৃণমূল না পায়। আর ওরা তৃণমূল ছাড়া কাউকে ভয় পায় না। বাংলার আমরা সিপিএমের অত্যাচার ভুলব না। ৩৪ বছর যে অত্যাচার করেছে। আর কংগ্রেস, বাংলায় যেভাবে আমাদের রোজ গালি দেয়। বাংলায় ওদের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। এবার বলতেই পারেন দিল্লিতি আমরা কী করব? হ্যাঁ দিল্লিতে ওদের সঙ্গে মিলে ইন্ডিয়া জোটকেই ক্ষমতায় আনব। কিন্তু বাংলায় লড়াইটা তৃণমূলের। বাংলায় তৃণমূল যত বেশি সিট পাবে, বিজেপির বিরুদ্ধে লড়াইটা শক্তিশালী হবে।
এই সভাতেও এসএসসির প্রসঙ্গ তোলেন মমতা, বলেন, আপনাদের এখানে চাকরির অসুবিধা নেই। বিজেপির একটা কথায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা কাজ করছেন, তাঁদের বলছে ৮ বছরের বেতন ফেরত দাও সুদ সহ! তাঁরা পারে? নির্বাচন চলাকালীন বিজেপির এক গদ্দার বললেন বোমা ফাটালেন! আরে বোমা ফাটানোর হলে মমতা ব্যানার্জির ওপর রাগ হলে মেরে দে, অভিষেককেও তো খুন করতে গিয়েছিলি, ধরে ফেলেছিলাম আমরা, কীভাবে করেছিলি, তার বাড়ি পর্যন্ত রেইকি করেছে, ফেস টাইমে ফোন করেছে, কথা বলতে চেয়েছিল, সময় দিলেই গুলি করে পালিয়ে যেত। ওরা চায় যারা ওদের বিরুদ্ধে কথা বলে মেরে দাও।