হুগলিতে চারদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া! ভোটের প্রচারের শুরুতে হুগলিতে গিয়ে ধোঁয়া দেখেছিলেন বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। 'দিদি নং ১'-এর এই মন্তব্য ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। সেই বিতর্কের আবহে এবার হুগলিতে যে কারখানা রয়েছে, তার প্রমাণ দিলেন রচনা। ইদের সকালে হুগলিতে একটি চিমনির সামনে দাঁড়িয়ে ভিডিয়োতে রচনার বার্তা, 'আমাদের হুগলির ধোঁয়া।'
ধোঁয়া নিয়ে ফের কী বললেন রচনা?
রচনার পরনে হলুদ রঙের সালোয়ার কামিজ। চোখে চশমা। দূরে একটি চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে। তার সামনে দাঁড়িয়ে ভিডিয়োতে রচনা বললেন, 'আমাদের হুগলির ধোঁয়া। যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা সেই ধোঁয়া। এটা সিগারেট-বিড়ির ধোঁয়া নয়। এটা হচ্ছে মেশিনের ধোঁয়া।'
রচনার ধোঁয়া-মন্তব্য
ভোটের প্রচারে গিয়ে বন্ধ কারখানা প্রসঙ্গে সংবাদমাধ্যমের প্রশ্নে রচনা বলেছিলেন, 'আমি যখন এলাম, তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া। অন্ধকার রাস্তাঘাট। শুধু ধোঁয়াই বেরোচ্ছে। এত কারখানা হয়েছে। তা হলে কী করে বলছেন যে, কারখানা হয়নি। কারখানা তো হচ্ছে। আরও কারখানা হবে।'
বস্তুত, এই প্রথমবার ভোটের ময়দানে শামিল হয়েছেন একদা বাংলা ছবির সুপারহিট নায়িকা রচনা। বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো 'দিদি নং ১'-এর জনপ্রিয় সঞ্চালক রচনা। এই শোয়ের হাত ধরে ঘরে ঘরে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন তিনি। তাঁর এই শোয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনপ্রিয় রচনাকে এবার হুগলি থেকে প্রার্থী করেছে জোড়াফুল শিবির। জোরকদমে প্রচার সারছেন রচনা। হুগলিতে প্রচারের মধ্যেই রচনাকে বলতে শোনা যায়, যদি তিনি জয়ী হন, তা হলে সবার আগে হুগলির দিদিদের 'দিদি নং ১'-এ ডাকবেন। রচনার এহেন প্রতিশ্রুতি নিয়ে সরব হন তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী তথা বন্ধু লকেট চট্টোপাধ্যায়। বলেছেন,'মানুষ কাজ চায়, সুরক্ষা চায়, শিল্প চায়, দিদি নং ১ যেতে চায় না। টিভিতে মুখ দেখিয়ে কী হবে! মানুষ দুর্নীতি চায় না।' এরপরই বন্ধু রচনাকে লকেটের তোপ, 'এরকম প্রার্থী কেন করল, যার কোনও রাজনৈতিক অভিজ্ঞতা নেই।' তাঁর সংযোজন, 'হুগলির মানুষ শিক্ষিত। বোকা নয়। কোনটা রাজনীতি, কোনটা অভিনয় হুগলির মানুষ বিচার করবে।' সম্প্রতি ভোটপ্রচার পর্বে রচনার নানা মন্তব্য ভাইরালও হয়েছে। তার মধ্যে রচনার এই ধোঁয়া-মন্তব্য অন্যতম। এবার সেই ধোঁয়া নিয়ে ফের মুখ খুললেন রচনা।