scorecardresearch
 

Babul Supriyo: 'মোদীজির ভিতরে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে...' তাত্‍পর্যপূর্ণ মন্তব্য TMC-র বাবুলের

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রীকেও কটাক্ষ করতে ছাড়েননি বাবুল। তাঁর কথায়, '২০১৬ সালের পর থেকে মোদীজির ভিতরে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। চারিদিকে এত ভক্ত বেড়ে গেছে যে নিজেকে ভগবান বলে মনে করছেন এবং সম্বিত পাত্রের মতো একজন সুবক্তা, তিনিও বলে ফেলছেন পুরীর জগন্নাথ দেব মোদির ভক্ত।'

Advertisement
Babul Supriyo and PM Narendra Modi Babul Supriyo and PM Narendra Modi
হাইলাইটস
  • 'বিজেপির প্রতি আমার প্রচন্ড একটা রাগ আছে'
  • 'মোদীজির ভিতরে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে'
  • মোদী বলেছিলেন, 'মুঝে বাবুল চাহিয়ে'

Lok Sabha Elections 2024: প্রতিশোধের মনোভাবে রয়েছেন তিনি। দমদমের তৃণমূলপ্রার্থী (Dumdum Lok Sabha Election 2024) সৌগত রায়ের প্রচারে গিয়ে এমনই দাবি করলেন রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'ঈশ্বরের দূত' মন্তব্যকেও কটাক্ষ করেন বাবুল।

'বিজেপির প্রতি আমার প্রচন্ড একটা রাগ আছে'

বুধবার সৌগত রায়ের প্রচারে বরানগরের দর্জিপাড়ায় সভায় বাবুল বললেন, 'বিজেপির প্রতি আমার প্রচন্ড একটা রাগ আছে। বলতে পারেন আমি একটা রিভেঞ্জ মুডে রয়েছি। আমি ওর জন্য যা খেটেছি... কারণ বাঙালিদের প্রতি ওদের ভালবাসা নেই। বাংলা ওদেরকে ফের একবার শিক্ষা দেবে।' 

আরও পড়ুন

'মোদীজির ভিতরে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে'

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রীকেও কটাক্ষ করতে ছাড়েননি বাবুল। তাঁর কথায়, '২০১৬ সালের পর থেকে মোদীজির ভিতরে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। চারিদিকে এত ভক্ত বেড়ে গেছে যে নিজেকে ভগবান বলে মনে করছেন এবং সম্বিত পাত্রের মতো একজন সুবক্তা, তিনিও বলে ফেলছেন পুরীর জগন্নাথ দেব মোদির ভক্ত।'

মোদী বলেছিলেন, 'মুঝে বাবুল চাহিয়ে'

বস্তুত, ২০১৪ সালে বাবুল সুপ্রিয় BJP-র হয়ে আসানসোল কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছিলেন। সে বার বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী আসানসোলে জনসভায় এসে বলেছিলেন, 'মুঝে বাবুল চাহিয়ে।' কেন্দ্রে মোদীর মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী করা হয় বাবুলকে। তিনিই ছিলেন ওই মন্ত্রিসভার কনিষ্ঠতম সদস্য। ২০১৬ সালের বাবুলের মন্ত্রক পরিবর্তন হয়। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী থেকে পরিবর্তন করে বাবুলকে দেওয়া হয় ভারী শিল্পী মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব। 

এহেন বাবুল ২০১৯ সালেও আসানসোলে বিজেপি-র হয়ে লড়েন। তৃণমূল প্রার্থী মুনমুন সেনকে ১ লক্ষ ৯৭ হাজার ভোটে হারিয়ে ফের লোকসভায় যান। কেন্দ্রে তাঁকে দেওয়া হয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব। ২০২১ সালে বিধাসভা ভোটের পরে সেপ্টেম্বর মাসে বিজেপি-কে প্রচুর বিষোদগার করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বিধানসভার টিকিটও পেয়ে যান। ২০২২ সালে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বাবুল জয়ী হন। রাজ্যেও মন্ত্রিত্ব পান তিনি। তবে এবার পূর্ণ মন্ত্রক। 

Advertisement

Advertisement