scorecardresearch
 

Binay Tamang: ভোট শুক্রবার, 'BJP প্রার্থী রাজু বিস্তাকে সমর্থন করছি,' হঠাত্‍ পাল্টি পাহাড়ের বিনয়ের

একদা গোর্খা জনমুক্তি মোর্চা নেতা ও বিমল গুরুংয়ের অনুগামী বিনয় তামাং ২০২১ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন।  ২০২২ সালে তৃণমূল ছেড়ে দেন। ২০২৩ সালের নভেম্বর মাসে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে দিল্লি গিয়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। মাত্র ৫ মাস আগের ঘটনা।

Advertisement
Binay Tamang Binay Tamang
হাইলাইটস
  • ভোটের মাত্র ৭২ ঘণ্টা আগে পাল্টি খেলেন বিনয় তামাং
  • নভেম্বরেই বিনয় যোগ দিয়েছিলেন কংগ্রেসে
  • কংগ্রেসপ্রার্থী মুনীশের জন্য প্রচারেও নামেননি বিনয়

শুক্রবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে হবে ভোটগ্রহণ। দার্জিলিঙে ভোটের মাত্র ৭২ ঘণ্টা আগে হঠাত্‍ পাল্টি খেলেন পাহাড়ের নেতা বিনয় তামাং (Binay Tamang)। মাস পাঁচেক আগেই কংগ্রেস যোগ দেওয়া বিনয় আজ অর্থাত্‍ মঙ্গলবার ঘোষণা করলেন, তিনি দার্জিলিঙে বিজেপি-কে সমর্থন করছেন। বিনয়ের শেষ মুহূর্তে এই ঘোষণায় বড় সমীকরণ বদলে যেতে পারে দার্জিলিং লোকসভা কেন্দ্রে (Darjeeling Lok Sabha Elections 2024)। 

ভোটের মাত্র ৭২ ঘণ্টা আগে পাল্টি খেলেন বিনয় তামাং

একটি ভিডিও বার্তায় বিনয় তামাং বললেন, 'দার্জিলিঙে গোর্খাদের ন্যায়ের জন্য, তাঁদের উপকারের জন্য বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে সমর্থন করছি। আগামী ২৬ এপ্রিল বিজেপি ও তাদের প্রার্থী রাজু বিস্তাকে ভোট দিয়ে জয়ী করুন। কেন্দ্রে বিজেপি সরকার আবার আসছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, ডুয়ার্স ও পাহাড়ের যত রাজনৈতিক ও সাংবিধানিক সমস্যা রয়েছে, ন্যায় দিতে আগামী সরকারকেই সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি। পাহাড়ে যে দুর্নীতি ও স্বজনপোষণ রয়েছে, তাও খতম করতে হবে।' 

আরও পড়ুন

নভেম্বরেই বিনয় যোগ দিয়েছিলেন কংগ্রেসে

বস্তুত, একদা গোর্খা জনমুক্তি মোর্চা নেতা ও বিমল গুরুংয়ের অনুগামী বিনয় তামাং ২০২১ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন।  ২০২২ সালে তৃণমূল ছেড়ে দেন। ২০২৩ সালের নভেম্বর মাসে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে দিল্লি গিয়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। মাত্র ৫ মাস আগের ঘটনা। সেই বিনয়ের হঠাত্‍ বিজেপি সমর্থনে অন্য রাজনৈতিক সমীকরণ তৈরি হয়ে গেল দার্জিলিঙে। ভোটের মাত্র ৭২ ঘণ্টা আগে। হঠাত্‍ কেন এমন সিদ্ধান্ত নিলেন বিনয়?

কংগ্রেসপ্রার্থী মুনীশের জন্য প্রচারেও নামেননি বিনয়

দার্জিলিঙে কংগ্রেস প্রার্থী করেছে মুনীশ তামাংকে। মুনীশ গোর্খা পরিসঙ্ঘের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগ দেন। সূত্রের খবর, বিনয় তামাং দার্জিলিঙে প্রার্থী হতে চেয়েছিলেন। সেই মতো প্রস্তাবও পাঠানো হয়েছিল কংগ্রেস হাইকম্যান্ডের কাছে। পাহাড়ের গোর্খা নেতা বিনয়কে ঘিরে বেশ কিছু দিন ধরেই কংগ্রেসের মধ্যে গোষ্ঠীকোন্দল চলছিল। কংগ্রেসপ্রার্থী মুনীশের জন্য প্রচারেও নামেননি বিনয়। দলীয় প্রার্থীর হয়ে প্রচার না করা, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ায় বিনয়ের বিরুদ্ধে ব্যবস্থার ইঙ্গিত দেন কংগ্রেসের পশ্চিমঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক ভিপি সিং। ভিপি সিং বলেন, 'বিনয় তামাংকে নিয়ে রিপোর্ট জমা পড়েছে। দলবিরোধী কাজের অভিযোগ রয়েছে। নেতৃত্ব এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে কংগ্রেস একতায় বিশ্বাস করে।'

Advertisement

গত রবিবারই কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে সরব হন বিনয়। বলেন, 'আমার বিরুদ্ধে দলবিরোধী কাজের কথা, রিপোর্ট পেশের কথা বলা হচ্ছে। খুব ভাল কথা। ভিপি সিংহ তো বটেই, শঙ্কর মালাকার বা মুনীশ তামাংকে আমি চ্যালেঞ্জ করছি। ওঁদের ক্ষমতা থাকলে ভোটের আগে ২৩ এপ্রিলের মধ্যে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন। কে, কোথায়, কী করেছে, কী হয়েছে তা আমি জানি। প্রয়োজনে, অনেক কিছুই সামনে আসতে পারে। আর ভোটের কাজে না নামার কথা আমি বহু আগেই বলে দিয়েছি।'

Advertisement