scorecardresearch
 

West Bengal Lok Sabha Election Phase 1 Voting Live: সন্ধে ৬টা পর্যন্ত ৩ জেলায় ভোটদান ৭৭.৫৭%, ভোটের হারে দেশে প্রথম বাংলা

Aajtak Bangla | কলকাতা | 19 Apr 2024, 6:23 PM IST

Lok Sabha Election 2024 Phase 1 Voting Live Updates: আজ ২১টি রাজ্যের মোট ১০২টি নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ২০২৪ এর লোকসভা নির্বাচন সাত দফায় অনুষ্ঠিত হবে। ১৯ শে এপ্রিল শুরু হয়ে ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ৪ জুন।

দিনহাঁটায় ভোট দিতে ভোটাররা (ছবি: প্রসূন বসু) দিনহাঁটায় ভোট দিতে ভোটাররা (ছবি: প্রসূন বসু)

লোকসভা ভোট ২০২৪-এর প্রথমদফার ভোটগ্রহণ আজ অর্থাত্‍ শুক্রবার। পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোটগ্রহণ হচ্ছে তিনটি আসনে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। ২০১৯ সালের নির্বাচনে এই তিন আসনেই জয়ী হয়েছিল বিজেপি। কোচবিহারে বিদায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে লড়াই তৃণমূল প্রার্থী জগদীশ রায় বসুনিয়ার। আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা ও তৃণমূল প্রার্থী তৃণমূল প্রার্থী প্রকাশচিক বরাইক। জলপাইগুড়িতে লড়াই বিজেপির বিদায়ী সাংসদ জয়ন্ত রায়ের সঙ্গে তৃণমূলের নির্মলচন্দ্র রায়ের। আজ ২১টি রাজ্যের মোট ১০২টি নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ২০২৪ এর লোকসভা নির্বাচন সাত দফায় অনুষ্ঠিত হবে। ১৯ শে এপ্রিল শুরু হয়ে ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ৪ জুন। প্রথম দফায় যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন হবে সেগুলি হল অরুণাচল প্রদেশ (২টি আসন), অসম (৫টি আসন), বিহার (৪টি আসন), ছত্তিশগড় (১টি আসন), মধ্যপ্রদেশ (৬টি আসন), মহারাষ্ট্র (৫টি আসন), মণিপুর (২), মেঘালয় (২), মিজোরাম (১টি আসন), নাগাল্যান্ড (১টি আসন), রাজস্থান (১২), সিকিম (১টি আসন), তামিলনাড়ু (৩৯), ত্রিপুরা (১টি আসন), উত্তরপ্রদেশ (৮টি আসন), উত্তরাখণ্ড (৫টি আসন), পশ্চিমবঙ্গ (৩টি আসন), আন্দামান ও নিকোবর (১টি আসন), জম্মু ও কাশ্মীর (১টি আসন), লাক্ষাদ্বীপ (১টি আসন) এবং পুদুচেরি (১টি আসন)।

6:23 PM (1 সপ্তাহ আগে)

বাংলায় ভোটদান ৭৭.৫৭%

Posted by :- Subhankar Mitra

সন্ধে ৬টা পর্যন্ত বাংলার তিন জেলায় ভোটদান ৭৭.৫৭%। দেশের মধ্যে ভোটের হারে প্রথম বাংলা। তারপর আছে ত্রিপুরা। সে রাজ্যে ভোটদান ৭৬.১০%।

4:04 PM (1 সপ্তাহ আগে)

বিক্ষোভের মুখে উদয়ন গুহ

Posted by :- Subhankar Mitra

কোচবিহারের ভেটাগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ মহিলাদের। 

3:43 PM (1 সপ্তাহ আগে)

পশ্চিমবঙ্গে ভোটের হার ৬৬.৩৪ শতাংশ

Posted by :- Arindam

দুপুর ৩টে পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটের হার ৬৬.৩৪ শতাংশ। বিধানসভা মোতাবেক আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের কালিচিনিতে ভোটদানের হার সবথেকে বেশি।

3:22 PM (1 সপ্তাহ আগে)

শ্লীলতাহানির অভিযোগ বিধায়কের

Posted by :- Subhankar Mitra

পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তাঁর দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটাকে রাখা হয়েছে। উর্দি পরে তৃণমূলের ক্যাডার হয়েছে পুলিশ।  

Advertisement
3:04 PM (1 সপ্তাহ আগে)

বিজেপি বিধায়ককে বাধা দেওয়ার অভিযোগ

Posted by :- Subhankar Mitra

ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে বাধা দেওয়ার অভিযোগে ধুন্ধুমার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে। পুলিশ তাঁকে বাধা দিয়েছে বলে অভিযোগ। 

2:54 PM (1 সপ্তাহ আগে)

মনোনয়ন জমা মহুয়ার

Posted by :- Subhankar Mitra

বিরাট মিছিল করে মনোনয়ন জমা দিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। 

2:20 PM (1 সপ্তাহ আগে)

প্রসঙ্গ: কোচবিহার হিংসা

Posted by :- Subhankar Mitra

'তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় সন্ত্রাস করবার চেষ্টা করছে। সাধারণ মানুষ প্রতিবাদ করছে। বহু জায়গায় দুষ্কৃতীরা বুথ এজেন্টদের, সাধারণ ভোটারদের আটকাবার চেষ্টা করছে। আমাদের এখানকার মাানুষ পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচনেও ভোট দিতে পারেনি। তাই গণপ্রতিরোধ গড়ে উঠেছে'। বললেন নিশীথ প্রামাণিক। 

2:17 PM (1 সপ্তাহ আগে)

ভোটারদের প্রভাবিত করার অভিযোগ

Posted by :- Souradip

জলপাইগুড়িতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ করলেন জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

2:03 PM (1 সপ্তাহ আগে)

এখনও পর্যন্ত সবচেয়ে কম ভোট পড়ল মেখলিগঞ্জে

Posted by :- Arindam

বিধানসভাওয়াড়ি হিসেবে দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত সবচেয়ে কম ভোট পড়ল মেখলিগঞ্জে। দুপুর ১টা পর্যন্ত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মেখলিগঞ্জে ভোটদানের হার সব ৪২.৭ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়ল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ময়নাগুড়িতে। সেখানে ভোটদানের হারে ৫৪.৬৮ শতাংশ।
 

Advertisement
1:57 PM (1 সপ্তাহ আগে)

ভোটদানের হারে এক নম্বরে পশ্চিমবঙ্গ

Posted by :- Arindam

২১টি রাজ্যে আজ ভোটগ্রহণ চলছে। এখনও পর্যন্ত গোটা দেশে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়ল পশ্চিমবঙ্গে।  

1:49 PM (1 সপ্তাহ আগে)

তৃণমূল প্রার্থীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা

Posted by :- Souradip

ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। 

1:42 PM (1 সপ্তাহ আগে)

দুপুর ১টা পর্যন্ত ভোটের হার

Posted by :- Souradip

 দুপুর ১টা পর্যন্ত বাংলার তিন কেন্দ্রে ভোটের মোট হার ৫০.৯৬ শতাংশ। কোচবিহারে ভোট পড়েছে ৫০.৬৯ শতাংশ, আলিপুরদুয়ারে দুপুর ১টা পর্যন্ত ভোটের হার ৫১.৫৮ শতাংশ, জলপাইগুড়িতে ভোটের হার ৫০.৬৫ শতাংশ। 

1:34 PM (1 সপ্তাহ আগে)

ভোট দিলেন নিশীথ

Posted by :- Souradip

ভোট দিলেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। ভেটাগুড়ি চৌপতি হাইস্কুলের ৭/২৩৫ নম্বর বুথে ভোট দিলেন তিনি। 

1:22 PM (1 সপ্তাহ আগে)

মাথাভাঙায় অব্যবস্থা, ৬ ঘণ্টায় কোচবিহারে ১৭২টি অভিযোগ

Posted by :- Madhurma Dev

নির্বাচনের ৬ ঘণ্টা পেরোতেই কোচবিহারে ১৭২টি অভিযোগ পড়ে। আলিপুরদুয়ারে ১৩৫টি অভিযোগ, জলপাইগুড়িতে ৭৬টি অভিযোগ পড়ে। মোট ৩৮৩টি অভিযোগ এখনও পর্যন্ত কমিশনে জমা পড়েছে। মাথাভাঙা-১ ব্লকে প্রশাসনের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তোলেন ভোটকর্মীরা।

Advertisement
12:52 PM (1 সপ্তাহ আগে)

ভোটের চার ঘণ্টায় শীর্ষে পশ্চিমবঙ্গ

Posted by :- Madhurma Dev

২১টি রাজ্যের ১০২টি লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে। গত চার ঘণ্টায় ভোটে দেখা গেছে যে পশ্চিমবঙ্গ এখনও ভোটে শীর্ষে রয়েছে। একই সময়ে, বাংলার কোচবিহার থেকে তৃণমূল প্রার্থী পিয়া রায় চৌধুরীও ভোট দিয়েছেন।

12:24 PM (1 সপ্তাহ আগে)

২১ রাজ্যে ১১টা পর্যন্ত কোথায়, কত ভোট পড়েছে?

Posted by :- Madhurma Dev

২১ রাজ্যের ১০২টি আসনে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। প্রথম দফার ভোট গ্রহণে ১১টা পর্যন্ত কোথায়, কত ভোট পড়েছে দেখুন-
১. পশ্চিমবঙ্গ- ৩৩.৫৬%
২. মধ্যপ্রদেশ- ৩০.৪৬%
৩. ত্রিপুরা- ২৩.২৮%
৪. মেঘালয়- ১২.৯৬%
৫. উত্তরপ্রদেশ-২৫.২০%
৬.ছত্তিশগড়- ২৮.১২%
৭. অসম- ২৭.২২%
৮. রাজস্থান- ২২.৫১%
৯. জম্মু ও কাশ্মীর- ২২.৬৯%
১০. উত্তরাখণ্ড- ২৪.৮৩%
১১. মিজোরাম- ২৫.৯৪%
১২. বিহার- ২০.৪২%
১৩. আন্দামান- ৮.৬৪% 
১৪. তামিলনাড়ু- ২৩.৭২% 
১৬. নাগাল্যান্ড- ২২.৫০% 
১৬. মণিপুর- ২৭.৭৪% 
১৭. পুদুচেরি- ২৭.৬৩% 
১৮. মহারাষ্ট্র- ১৯.১৭% 
১৯. সিকিম- ২১.২০% 
২০. লক্ষদ্বীপ- ১৬.৩৩% 
২১. অরুণাচল প্রদেশ- ১৮.৩% 
 

11:56 AM (1 সপ্তাহ আগে)

৪ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গে ৩৩ শতাংশের বেশি ভোট

Posted by :- Madhurma Dev

২১ টি রাজ্যের ১০২টি লোকসভা আসনে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ চলছে। এদিকে চার ঘণ্টার মধ্যে ভোটের হার বেরিয়ে এসেছে। এই চার ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গে সর্বাধিক ৩৩.৫৬% ভোট পড়েছে।

11:43 AM (1 সপ্তাহ আগে)

'উদয়ন গুহ যেখানেই যাচ্ছেন কর্মীদের উস্কানিমূলক মন্তব্য করছেন'

Posted by :- Madhurma Dev

বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, "গত পৌরসভা নির্বাচনে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। যেখানে ভোট কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে সেখানে প্রতিবাদ হচ্ছে। উদয়ন গুহ যেখানেই যাচ্ছেন কর্মীদের উস্কানিমূলক মন্তব্য করছেন। আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম তাঁকে ছাড় দেওয়া হলে এরকম পরিস্থিতি হতে পারে।"

11:40 AM (1 সপ্তাহ আগে)

সকাল ১১টা পর্যন্ত আলিপুরদুয়ারে পড়ল সবথেকে বেশি ভোট

Posted by :- Madhurma Dev

সকাল ১১টা পর্যন্ত কোচবিহারে ৩৩.৬৩ শতাংশ, আলিপুরদুয়ারে ৩৫.২০ শতাংশ ও জলপাইগুড়িতে ৩১.৯৪ শতাংশ ভোট পড়েছে। মোট ভোটের শতাংশ ৩৩.৫৬ শতাংশ।

Advertisement
11:33 AM (1 সপ্তাহ আগে)

ভোট দিলেন জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী

Posted by :- Madhurma Dev

জলপাইগুড়ির ধূপগুড়িতে বিজেপির বুথ অফিসে যান তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। তিনি এখানকার বিধায়কও। বুথ অফিসে তাঁকে স্বাগত জানান বিজেপি কর্মীরা। এরপর ধূপগুড়িতে ভোট দেন জলপাইগুড়ির তিনি। 

11:23 AM (1 সপ্তাহ আগে)

অরুণাচল প্রদেশে লোকসভা নির্বাচনে ১৫% ভোট পড়েছে

Posted by :- sanjoy patra

অরুণাচল প্রদেশে লোকসভা নির্বাচনে ১৫% ভোট পড়েছে এবং বিধানসভা নির্বাচনে সকাল ১০টা পর্যন্ত ২০% ভোট পড়েছে। 

11:03 AM (1 সপ্তাহ আগে)

শীতলকুচিতে বিজেপি কর্মীকে হাঁসুয়ার কোপ

Posted by :- sanjoy patra

শীতলকুচিতে ভোট দিতে বাধা, হাঁসুয়ার কোপ পড়ল বিজেপি কর্মীর মাথায় ও হাতে। 'ভোট দিতে গেলে বাড়িছাড়া করা হবে, কেটে নেওয়া হবে হাত-পা, এমন হুমকি দিচ্ছে তৃণমূল', অভিযোগ বিজেপি কর্মী-সমর্থকদের, হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়লেন আহত বিজেপি কর্মী। 

10:27 AM (1 সপ্তাহ আগে)

ভোট দিলেন সদগুরু

Posted by :- sanjoy patra

সদগুরু জগ্গি বাসুদেব তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ভোট দিয়েছেন।

 

10:12 AM (1 সপ্তাহ আগে)

ভোট দিলেন রামদেব

Posted by :- sanjoy patra

উত্তরাখণ্ড: যোগগুরু বাবা রামদেব এবং পতঞ্জলি আয়ুর্বেদের ব্যবস্থাপনা পরিচালক আচার্য বালকৃষ্ণ হরিদ্বারের একটি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন।

Advertisement
10:02 AM (1 সপ্তাহ আগে)

পশ্চিমবঙ্গে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৫.৯ শতাংশ

Posted by :- sanjoy patra

লোকসভা নির্বাচনের প্রথম দফায় পশ্চিমবঙ্গে ৩টি আসনে ভোট নেওয়া হচ্ছে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৫.৯ শতাংশ।

9:41 AM (1 সপ্তাহ আগে)

বিহারে সকাল ৯টা পর্যন্ত ভোটের আপডেট

Posted by :- sanjoy patra

বিহারে সকাল ৯টা পর্যন্ত ভোটের আপডেট এসেছে। এখানে চারটি লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে। সকাল ৯টা পর্যন্ত, জামুইতে ৯.১২%, নওয়াদায় ৭.১০%, গয়াতে ৯.৩০% এবং ঔরঙ্গাবাদে ৬.০১% ভোট রেকর্ড করা হয়েছে।

9:38 AM (1 সপ্তাহ আগে)

দেশজুড়ে চলছে ভোটগ্রহণ, ভোট দিলেন সদগুরু

Posted by :- soumita

মাসখানেক আগেই মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে গুরুতর অসুস্থ হয়েছিলেন সদগুরু। শুক্রবার সকাল সকাল ভোট দিলেন আধ্যাত্মিক গুরু।  

 

sadhguru
9:38 AM (1 সপ্তাহ আগে)

তামিলনাড়ুতে সকাল ৯টা পর্যন্ত ১২.৫৫ শতাংশ ভোট পড়েছে

Posted by :- sanjoy patra

লোকসভা নির্বাচনের প্রথম দফায় তামিলনাড়ুর ৩৯টি আসনে ভোট হচ্ছে। সকাল ৯টা পর্যন্ত ১২.৫৫ শতাংশ ভোট পড়েছে।

9:07 AM (1 সপ্তাহ আগে)

দিনহাটায় বিজেপি নেতার বাড়িতে বোমা উদ্ধার

Posted by :- soumita

লোকসভা নির্বাচনের প্রথম দফায় কোচবিহারে বিজেপি নেতার বাড়িতে বোমা উদ্ধার। দিনহাটা গ্রামের দ্বিতীয় বুথ সভাপতির বাড়ি থেকে বোমা পাওয়া গেছে। 

Advertisement
8:56 AM (1 সপ্তাহ আগে)

তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্টের উপর হামলার অভিযোগ

Posted by :- Arindam

কোচবিহারের বেতাগুড়িতে তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্টের উপর হামলার অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তাদের ব্লক প্রেসিডেন্ট অনন্ত বর্মনের উপর ভয়াবহ হামলা চালিয়েছে বিজেপি-র আশ্রিত দুষ্কৃতীরা। 

তৃণমূলের ব্লক প্রেসিডেন্টের উপর হামলার অভিযোগ
তৃণমূলের ব্লক প্রেসিডেন্টের উপর হামলার অভিযোগ
8:52 AM (1 সপ্তাহ আগে)

সকাল সকাল ভোট দিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন

Posted by :- soumita

সকাল সকাল ভোট দিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। জলপাইগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডের সুরেন্দ্র স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি। 

8:47 AM (1 সপ্তাহ আগে)

বিজেপির পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ

Posted by :- Arindam

কোচবিহারের দিনহাটায় বিজেপির পোলিং এজেন্টকে বুথ থেকে অপহরণের গুরুতর অভিযোগ উঠল। কুরশারহাটের ২২১ নম্বর বুথের সামনে থেকে বিজেপির পোলিং এজেন্টকে তৃণমূলের বাইক বাহিনী অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ। নাম বিশ্বনাথ পাল। 

8:46 AM (1 সপ্তাহ আগে)

বিজেপির বুথ অফিসে আগুন

Posted by :- Arindam

জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের সিপাইপাড়ায় পুড়ল বিজেপির বুথ অফিস। অভিযোগ, কেউ বা কারা রাতে বিজেপির বুথ অফিসে আগুন লাগিয়ে দেয়। দলীয় পতাকা থেকে ব্যানার সব পুড়ে ছাই। 

8:29 AM (1 সপ্তাহ আগে)

LGBTQ+ সম্প্রদায়ের জন্য নাগপুরে রামধনু থিমের ভোটগ্রহণ কেন্দ্র

Posted by :- soumita

LGBTQ+ সম্প্রদায়ের জন্য নাগপুরে রামধনু থিমের ভোটগ্রহণ কেন্দ্র কর হয়েছে। ২৬ জন LGBTQ+ সম্প্রদায়ের ভোটার ভোট দেবেন এখানে। 

 

 

vote
Advertisement
8:20 AM (1 সপ্তাহ আগে)

চেন্নাইতে ভোট দিলেন দক্ষিণী তারকা- রাজনীতিবিদ রজনীকান্ত

Posted by :- soumita

দেশজুড়ে শুরু হয়েছে সাত দফার লোকসভা নির্বাচন। শুক্রবার সকাল- সকাল চেন্নাইতে ভোট দিলেন দক্ষিণী তারকা- রাজনীতিবিদ রজনীকান্ত। 

rajnikant

  

8:06 AM (1 সপ্তাহ আগে)

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের অস্বাভাবিক মৃত্যু মাথাভাঙায়

Posted by :- Sukamal

ভোটের ডিউটিতে অস্বাভাবিক মৃত্যু হল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,  মৃত জওয়ানের নাম  নীলেস কুমার নীলু (৪২)। জানা গেছে, তিনি বিহারের বাসিন্দা। মাথাভাঙার একটি বুথে ডিউটি ছিল তাঁর। বাথরুমে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে।

7:56 AM (1 সপ্তাহ আগে)

দেশকে দুর্নীতি, স্বজনপোষণ থেকে মুক্ত করুন: অমিত শাহ

Posted by :- soumita

শুরু হয়েছে সাত দফার লোকসভা নির্বাচন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, "আজ একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ দেশে প্রথম ধাপের ভোট হচ্ছে। এই দফায় যে সমস্ত ভোটাররা ভোট দিচ্ছেন, আমি তাদের বিপুল সংখ্যক ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। কারণ আপনার প্রতিটি ভোটের একটি নিরাপদ, উন্নত এবং স্বনির্ভর ভারত তৈরি করার ক্ষমতা রয়েছে। আপনার ভোট শুধুমাত্র লোকসভা বা প্রার্থীর ভাগ্য নির্ধারণের জন্য নয়, ভারতের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত গঠনের জন্যও। আমার আবেদন একটি শক্তিশালী এবং সিদ্ধান্তমূলক নেতৃত্ব বেছে নেওয়ার জন্য। যে প্রতিশ্রুতি পূরণ করে দেশকে দুর্নীতি, স্বজনপোষণ এবং তুষ্টি থেকে মুক্ত করার দৃঢ় সংকল্প দেখিয়েছে। এমন একটি সরকার গঠন করুন যা শুধুমাত্র উন্নয়নকে ত্বরান্বিত করেনি বরং সীমান্তে অদম্য নিরাপত্তা নিশ্চিত করেছে, প্রত্যেক দরিদ্র মানুষকে স্বাস্থ্য, আবাসন, বিদ্যুৎ এবং গ্যাস সুবিধা প্রদান করেছে এবং ভারতের সংস্কৃতি ও সাংস্কৃতিক প্রতীক সংরক্ষণ, প্রচার ও লালন করেছে।" 

 

7:44 AM (1 সপ্তাহ আগে)

‘রেকর্ড সংখ্যক ভোট দিন’, আবেদন প্রধানমন্ত্রীর

Posted by :- Sukamal

শুরু হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ। ভোট শুরুর ঠিক আগেই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে দেশবাসীকে রেকর্ড সংখ্যক ভোটগ্রহণের আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইংরেজি, হিন্দি, তামিল, মরাঠী, বাংলা এবং অসমিয়া— মোট ছয় ভাষায় পোস্ট করেন তিনি। প্রধানমন্ত্রী লিখেছেন, 'ভোটারদের প্রতি আমার আবেদন রেকর্ড সংখ্যক ভোটদানের। বিশেষ করে তরুণ ও প্রথম বারের ভোটদাতাদের আমি বিপুল সংখ্যায় ভোটদানের আহ্বান জানাই।'

7:19 AM (1 সপ্তাহ আগে)

ভোট শুরু হওয়ার আগে কালীঘাটে পুজো রাজ্যপাল সিভি আনন্দ বোসের

Posted by :- soumita

ভোট শুরু হয়েছে লোকসভা নির্বাচনের। শুক্রবার, ভোট শুরু হওয়ার আগে কালীঘাট মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অবাধ, শান্তিপূর্ণ ভোটের প্রার্থনায় পুজো দিলেন রাজ্যপাল। 

Advertisement
7:12 AM (1 সপ্তাহ আগে)

মাথাভাঙায় মৃত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

Posted by :- soumita

কোচবিহারের মাথাভাঙার একটি ভোটকেন্দ্রের শৌচাগার থেকে মৃত অবস্থায় পাওয়া গেল এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর মাথায় আঘাত রয়েছে এবং প্রাথমিক তথ্যে জানা গেছে, যে তিনি শৌচাগারের ভিতরে পড়েছিলেন। 

7:07 AM (1 সপ্তাহ আগে)

ভোট শুরু কোচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি আসনে

Posted by :- Sukamal

কোচবিহারে ২০৪৩টি বুথে, আলিপুরদুয়ারে ১৮৬৭টি বুথে এবং জলপাইগুড়িতে ১৯০৪টি বুথে ভোটগ্রহণ চলছে। কোচবিহারে ভোটাধিকার প্রয়োগ করার কথা ১০ লক্ষ ১৪ হাজার ৮৬৪ জন পুরুষ এবং ৯ লক্ষ ৫১ হাজার ৯৯৬ জন মহিলা ভোটারের। আলিপুরদুয়ারে ভোটাধিকার প্রয়োগ করার কথা ৮ লক্ষ ৮৯ হাজার ১৯ জন পুরুষ এবং ৮ লক্ষ ৮৪ হাজার ৮৭১ জন মহিলা ভোটারের। জলপাইগুড়িতে এই সংখ্যাটি যথাক্রমে ৯ লক্ষ ৫৮ হাজার ৬১১ এবং ৯ লক্ষ ২৭ হাজার ৩৩৯। জলপাইগুড়িতে মোট ১৮ লক্ষ ৮৫ হাজার ৯৬৩ জন, আলিপুরদুয়ারে মোট ১৭ লক্ষ ৭৩ হাজার ২৫২ জন এবং কোচবিহারে মোট ১৯ লক্ষ ৬৬ হাজার ৮৯৩ জনের ভোট দেওয়ার কথা।

6:59 AM (1 সপ্তাহ আগে)

বুথের ১০০ মিটারের মধ্যে মুখ্যমন্ত্রীর ছবি, তৃণমূলের পতাকা, উত্তেজনা কোচবিহারে

Posted by :- soumita

আজ থেকে শুরু সাত দফার লোকসভা নির্বাচন। আজ ২১টি রাজ্যের মোট ১০২টি নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণ হবে। পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হবে ভোট। ভোট শুরুর আগে কোচবিহার শহরে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। কোচবিহারের জেনকিন্স স্কুলের বুথের ১০০ মিটারের মধ্যে মুখ্যমন্ত্রীর ছবি, তৃণমূলের পতাকা। প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ করে বিজেপি। অভিযোগের পর ছবি-পতাকা দ্রুত সরায় কমিশন। 

6:53 AM (1 সপ্তাহ আগে)

টানটান উত্তেজনায় প্রথম দফা, বুথে বুথে চলছে মক পোল

Posted by :- Sukamal

 আজ, ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব। মোট ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে ভোট গ্রহণ হবে আজ। ভোট দেবেন ১৬.৬৩ কোটি মানুষ। এর মধ্যে প্রথমবার ভোট দেবেন ৩৫.৬৭ লক্ষ যুবক-যুবতী প্রথমবার ভোট দেবেন।

6:41 AM (1 সপ্তাহ আগে)

ভোট শুরুর আগে কোচবিহার শহরে উত্তেজনা

Posted by :- soumita

আজ থেকে শুরু সাত দফার লোকসভা নির্বাচন। আজ ২১টি রাজ্যের মোট ১০২টি নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এরপর ৪ জুন নির্বাচনের ফল ঘোষণা। পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হবে ভোট।  ভোট শুরুর আগে কোচবিহার শহরে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। 

Advertisement
6:22 AM (1 সপ্তাহ আগে)

আজ থেকে শুরু লোকসভা নির্বাচন ২০২৪

Posted by :- soumita

আজ থেকে শুরু সাত দফার লোকসভা নির্বাচন। আজ ২১টি রাজ্যের মোট ১০২টি নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এরপর ৪ জুন নির্বাচনের ফল ঘোষণা।

Advertisement