scorecardresearch
 
Advertisement

Lok Sabha Election 2024: ২০ বছর পর দার্জিলিং আসনে ফের বাম-হামরোকে সঙ্গে নিয়ে ফের উজ্জীবিত কংগ্রেস

Lok Sabha Election 2024: ২০ বছর পর দার্জিলিং আসনে ফের বাম-হামরোকে সঙ্গে নিয়ে ফের উজ্জীবিত কংগ্রেস

বিজেপিকে রুখতে ইতিমধ্যে তৎপর হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ভূমিপুত্র গোপাল লামাকে প্রার্থী করে ইতিমধ্যে চমক দিয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে। অন্যদিকে ফের তার জেতা আসনে লড়াইয়ে নেমেছেন বিজেপি প্রার্থী রাজু বিস্তাও। লড়াই জমে উঠেছে দার্জিলিংয়ে। বামফ্রন্ট, হামরো পার্টিকে সঙ্গী করে এবার লড়াই নেমেছে দার্জিলিং জেলা কংগ্রেস। মুনিশ তামাংকে প্রার্থী করে এই লড়াই জিততে মরিয়া কংগ্রেস দল। ২০ বছর পর ফের আশার আলো দেখছে কংগ্রেস। শনিবার শিলিগুড়িতে সিপিএমের দলীয় কার্যালয়ে এক বৈঠকে মিলিত হয় বামফ্রন্ট, হামরো পার্টি ও কংগ্রেস নেতৃত্ব। বৈঠকের পর একত্রিত ভাবে শহর শিলিগুড়িতে ভোট প্রচারে নামেন তারা।

Advertisement