scorecardresearch
 
Advertisement

Dilip Ghosh: ‘অযোধ্যার লোক রাম-সীতাকেই ছাড়েনি, তো মোদী কে ?’, হারের 'পৌরাণিক' ব্যাখ্যা দিলীপের

Dilip Ghosh: ‘অযোধ্যার লোক রাম-সীতাকেই ছাড়েনি, তো মোদী কে ?’, হারের 'পৌরাণিক' ব্যাখ্যা দিলীপের

ঘটা করে রামমন্দির উদ্বোধন করার পরও বিজেপি অযোধ্যায় হেরেছে। উত্তরপ্রদেশেই হেরে গিয়েছে বিজেপি। এই ফলাফল বিজেপির কাছে অপ্রত্যাশিত ছিল বলে দলীয় সূত্রে খবর। এমনকি রামলালার মন্দির যে এলাকায় সেই ফৈজাবাদেই বিজেপি ধরাশায়ী হয়েছে। বিষয়টিতে বুধবার দিলীপ ঘোষ বললেন, 'রামমন্দির আন্দোলন যখন প্রথম শুরু হয় তখন ওখানে সিপিআই জিতত। তারপর বিনয় কাটিহার কে ওখানে নিয়ে এসে জেতা হয়। রামমন্দির নিয়ে এতো আন্দোলন এবং মন্দির বানিয়ে দেওয়া, তারপরেও কেন হেরেছি? কারণটা পৌরাণিক। অযোধ্যার লোক রামকে ছাড়েনি। সীতা কে বনবাসে পাঠিয়েছে। মোদী কে? যোগী কে?'

Advertisement