scorecardresearch
 

Exit Poll Result : পুদুচেরিতে বিজেপির জয়ের ইঙ্গিত, পেতে পারে ২০-২৪ আসন

অবশেষে চলে এলে বুথ ফেরত সমীক্ষা (Exit Poll) ঘোষণার দিন। আর কিছুক্ষণ পরেই ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গ (West Bengal), অসম (Assam), কেরল (Kerala), তামিলনাড়ু (Tamil Nadu) ও পুদুচেরি (Puducherry) বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • আজ বুথ ফেরত সমীক্ষার ঘোষণা
  • অসম, কেরল, তামিলনাডু ও পুদুচেরির বুথ ফেরত সমীক্ষা
  • সমস্ত আপডেটের জন্য পড়তে থাকুন আজতক বাংলা
  • পুদুচেরিতে বিজেপি জোট পেতে পারে ২০-২৪ টি আসন, কংগ্রেস জোট পেরে পারে ৬-১০টি আসন এবং অন্যান্যরা পেতে পারে ০-১টি আসন।
  • পুদুচেরিতে ৫২ শতাংশ ভোট পেতে পারে বিজেপি জোট, ৩৭ শতাংশ পেতে পারে কংগ্রেস জোট, ১১ শতাংশ পেতে পারে ১১ শতাংশ ভোট।
  • তামিলনাড়ুতে যাঁরা ডিএমকে-কে চাইছেন তাঁদের মধ্যে ৪২ শতাংশ রাজ্যে পরিবর্তন চেয়ে ভোট দিয়েছেন, ৩৪ শতাংশ উন্নয়নের ইস্যুতে ভোট দিয়েছেন এবং ১১ শতাংশে কেন্দ্র ও রাজ্যে পৃথক সরকার চেয়ে ভোট দিয়েছেন। 
  • তামিলনাড়ুতে ৪৭ শতাংশ মহিলা ডিএমকে-কে এবং ৩৮ শতাংশ মহিলা এআইএডিএমকে-কে ভোট দিয়েছেন বলে সমীক্ষায় উঠে আসছে। 
  • তামিলনাড়ুতে ৪৬ শতাংশ মানুষ স্ট্যালিনকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন, ৩৪ শতাংশ মানুষ পালানিস্বামীকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন এবং ৪ মানুষ কামাল হাসানকে আগামিদিনের মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন। 
  • ডিএমকে জোট পেতে পারে ১৭৫-১৯৫টি আসন, এআইএডিএমকে ৩৮-৫৪টি আসন, এমএনএম ০-২টি আসন এবং অন্যান্যরা পেতে পারে ০-৭টি আসন।
  • তামিলাড়ুতে জিএমকে জোট পেতে পারে ৪৮ শতাংশ, এআইএডিএমকে জোট পেতে পারে ৩৫ শতাংশ ভোট। এএমএমকে জোট পেতে পারে ৩ শতাংশ দোট এবং এমএনএম জোট পেতে পারে ৪ শতাংশ ভোট।
  • কেরলে বেশিরভাগ মহিলা ভোট দিয়েছেন এলডিএফকে। 
  • কেরলে পিনারাই বিজয়নকে ৪৫ শতাংশ মানুষ পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন এবং ওমেন চান্ডিকে ২৭ শতাংশ মানুষ মুখ্যমন্ত্রী হাসেবে চাইছেন। 
  • কেরলে এলডিএফ তপশিলি ভোটের ৫০ শতাংশ, মুসলিম ভোটের ৫০ শতাংশ এবং খৃষ্টান ভোটের ৪৪ শতাংশ পেতে পারে বলে বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে।
  • কেরলে ৪৭ শতাংশ ভোট পেতে পারে এলডিএফ, ইউডিএ পেতে পারে ৩৮ শতাংশ ভোট, এনডিএ পেতে পারে ১২ শতাংশ এবং অন্যান্যারা পেতে পারে ৩ শতাংশ।
  • কেরলে এলডিএফ ১০৪-১২০ আসন, ইউডিএফ ২০-৩৬, এনডিএ ০-২, অন্যান্য ০-২টি আসন পেতে পারে। 
  • অসমে কংগ্রেসে থেকে গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী চাইছেন ১৬ শতাংশ মানুষ। অসম থেকে যেকোনও কাউকে মুখ্যমন্ত্রী চাইছেন ১৭ শতাংশ মানুষ।
  • অসমে হিমন্ত বিশ্ব শর্মাকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন ২০ শতাংশ মানুষ, সর্বানন্দ সোনওয়ালকে চাইছেন ১৯ শতাংশ এবং বিজেপি থেকে যেকোনও কাউকে মুখ্যমন্ত্রী চাইছেন ৯ শতাংশ মানুষ। 
  • এআইইউডিএফ পেতে পারে ১৩-১৬ আসন, বিএসপি পেতে পারে ৩-৪টি আসন
  • অসমে শুধু মাত্র বিজেপি পেতে পারে ৬১-৬৫টি আসন, কংগ্রেস পেতে পারে ২৪-৩০ আসন। 
  • অসমে বিজেপি জোট ৭৫-৮৫ আসনে, কংগ্রেস জোট ৪০-৫০ আসন, অন্যান্য ১-৪টি আসন। 
  • অসমে ভারতীয় জনতা বিজেপি ৪৮ শতাংশ, কংগ্রেস জোট ৪০, অন্যান্য ১২ শতাংশ। 
  • পুদুচেরিতে নির্বাচনী লড়াইতে রয়েছেন ৩২৪ জন প্রার্থী। ৩২৪ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন ১০ লক্ষ ভোটার। 

অবশেষে চলে এলে বুথ ফেরত সমীক্ষা (Exit Poll) ঘোষণার দিন। আর কিছুক্ষণ পরেই ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গ (West Bengal), অসম (Assam), কেরল (Kerala), তামিলনাড়ু (Tamil Nadu) ও পুদুচেরি (Puducherry) বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা। এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ হয়েছে ৮ দফায়। পাশাপাশি অসমেও হয়েছে নির্বাচন। ১২৬ আসন বিশিষ্ঠ অসম বিধানসভার নির্বাচন হয়েছে ৩ দফায়। অন্যদিকে দক্ষিণের কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে ১ দফায় হয়েছে ভোটগ্রহণ। প্রসঙ্গত কেরলে ১৪০টি, তামিলনাড়ুতে ২৩৪টি এবং পুদুচেরিতে রয়েছে ৩০টি আসন। 

Advertisement

 

Advertisement