scorecardresearch
 

Bengal Exit Poll : বিজেপি ১৩৪-১৬০ আসন, তৃণমূল ১৩০-১৫৬, জানাল সমীক্ষা

Exit Poll West Bengal Live Updates : একটু পরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষা প্রকাশিত করতে চলেছে ইন্ডিয়া টুডে। বাংলায় আজ শেষ দফার নির্বাচন চলেছে।  আট দফার নির্বাচনে ঘটেছে একাধিক ঘটনা। তৃণমূল ও বিজেপি দু পক্ষই কড়া টক্কর দিয়েছে। সঙ্গে লড়াইয়ে রয়েছে সংযুক্ত মোর্চাও। কোন দল কত আসন পেতে পারে, তা জানা যাবে ২রা মে। কিন্তু তার আগেই নিখুঁত সমীক্ষা তুলে ধরতে চলেছে ইন্ডিয়া টুডে।  india today axis my india-র exit poll দেখা যাবে আজ তক ও ইন্ডিয়া টুডের চ্যানেলে। 

Advertisement
প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হাইলাইটস
  • কে ক্ষমতায় আসছে বাংলায়
  • একটু পরেই বুথফেরত সমীক্ষা
  • নজর রাখুন সব আপডেটে

বাংলার বিধানসভা নির্বাচনে কোন দল কত আসন পেতে পারে। দেখে নিন আট দফার নির্বাচনে সম্ভাব্য ফলাফল। এক্সিট পোলে দেখা গিয়েছে বিজেপি পেতে পারে ১৩৪-১৬০টি আসন, তৃণমূল পেতে পারে ১৩০-১৫৬টি আসন, অন্যান্য ০-২।

  • অষ্টম দফার নির্বাচনে বিজেপি পাবে ১৩টি আসন, তৃণমূল পাবে ২২টি আসন
  • সপ্তম দফার নির্বাচনে বিজেপি পাবে ১৬টি আসন, তৃণমূল পাবে টি আসন ১৮টি আসন।
  • ষষ্ঠ দফার নির্বাচনে বিজেপি পাবে ২২ টি আসন, তৃণমূল পাবে ২১ টি আসন
  • পঞ্চম দফার নির্বাচনে বিজেপি পাবে ২৫টি আসন, তৃণমূল পাবে ২০ টি আসন
  • চতুর্থ দফার নির্বাচনে বিজেপি পাবে ২৪টি আসন, তৃণমূল পাবে ১৯টি আসন, সিপিএম ১টি
  • তৃতীয় দফায় নির্বাচনে বিজেপি পাবে ১১টি, তৃণমূল পাবে ২০টি আসন।
  • বাংলায় ৬০টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৩৬টি আসন , তৃণমূল পাবে ২৩টি আসন। অন্যান্য পেতে পারে ১টি আসন।
  • দ্বিতীয় দফার নির্বাচনে কড়া টক্কর। বিজেপি পাবে  ১৭টি আসন। তৃণমূল পাবে ১৩টি আসন
  • প্রথম দফার নির্বাচনে তৃণমূল পাবে ১০টি। বিজেপি পাবে ১৯টি। অনান্য পাবে ১টি আসন

একটু পরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষা প্রকাশিত করতে চলেছে ইন্ডিয়া টুডে। বাংলায় আজ শেষ দফার নির্বাচন চলেছে।  আট দফার নির্বাচনে ঘটেছে একাধিক ঘটনা। তৃণমূল ও বিজেপি দু পক্ষই কড়া টক্কর দিয়েছে। সঙ্গে লড়াইয়ে রয়েছে সংযুক্ত মোর্চাও। কোন দল কত আসন পেতে পারে, তা জানা যাবে ২রা মে। কিন্তু তার আগেই নিখুঁত সমীক্ষা তুলে ধরতে চলেছে ইন্ডিয়া টুডে। india today axis my india-র exit poll দেখা যাবে আজ তক ও ইন্ডিয়া টুডের চ্যানেলে। 

Total Tally

আরও পড়ুন, ৮ দফা-বিশাল বাহিনী! কেমন হল বাংলার নির্বাচন?

Advertisement

এক নজরে এবারের বাংলা বিধানসভা নির্বাচন

বাংলায় বিধানসভা নির্বাচনে এবার ২৯২টি আসনে ফল প্রকাশ হবে ২রা মে। ২টি আসনে করোনার জেরে প্রার্থী মৃত্যুর পরে ওই আসনে পরে নির্বাচন হবে। এবারের নির্বাচনে রাজ্যে ২৯৩টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। বাগমুণ্ডি আসনটি তারা ছেড়েছে জোটসঙ্গীদের উদ্দেশ্যে। অন্যদিকে, ২৯১টি আসনের প্রার্থী দিয়েছে তৃণমূল। পাহাড়ের তিনটি আসন ছেড়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। কিন্তু সেখানে মোর্চা শিবির কার্যত দুই ভাগ। বিমল গুরুং ও বিনয় তামাং শিবির দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। অন্যদিকে, পাহাড়ে জিএনএলএফ সমর্থন দিয়েছে বিজেপিকে। এবারের বিধানসভা নির্বাচনের আগে তৈরি হয়েছে সংযুক্ত মোর্চা। বামদল গুলি, কংগ্রেস ও আব্বাস সিদ্দিকীর আইএসএফ মিলে নতুন জোট তৈরি করেছে। প্রত্যেক দলই প্রার্থী দিয়েছে। কিন্তু মুর্শিদাবাদে বেশ কিছু আসনে জোট হয়নি। সেখানে শরিক দলগুলি একের অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। প্রথমবার রাজনীতির ময়দানে নেমে আব্বাস সিদ্দিকী আদৌ কেমন সাফল্য পায়, সেই দিকেও রয়েছে নজর।

Advertisement