scorecardresearch
 

Lok Sabha Election 2024: 'রেকর্ড সংখ্যক ভোট দিন', আবেদন প্রধানমন্ত্রীর

শুরু হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ। মোট ১০২ আসনে হচ্ছে ভোট হচ্ছে আজ। ভোটপর্ব শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি, দুটি নয়, ৬টি ভাষায় সাধারণ মানুষকে ভোট দেওয়ার আর্জি জানান তিনি। প্রধানমন্ত্রী সকলকে রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার আবেদন করেন।

Advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি
হাইলাইটস
  • শুরু হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ।
  • মোট ১০২ আসনে হচ্ছে ভোট হচ্ছে আজ।

শুরু হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ। মোট ১০২ আসনে হচ্ছে ভোট হচ্ছে আজ। ভোটপর্ব শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি, দুটি নয়, ৬টি ভাষায় সাধারণ মানুষকে ভোট দেওয়ার আর্জি জানান তিনি। প্রধানমন্ত্রী সকলকে রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার আবেদন করেন।

ইংরেজি, হিন্দি, তামিল, মারাঠি, বাংলা এবং অসমিয়া... মোট ছয় ভাষায় এক হ্যান্ডেলে পোস্ট করেন নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, ''ভোটারদের প্রতি আমার আবেদন, রেকর্ড সংখ্যক ভোট দিন। বিশেষ করে তরুণ ও প্রথমবারের ভোটদাতাদের আমি বিপুল সংখ্যায় ভোটদানের আহ্বান জানাই।'' 

২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম দফার ভোটগ্রহণ হবে শুক্রবার। ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে একদফাতেই ভোটপর্ব মিটে যাবে। ১০ রাজ্যে পরবর্তীতেও ভোট নেওয়া হবে। ২০১৯ সালে উত্তরবঙ্গের তিন কেন্দ্র-সহ ১০২টি আসনের মধ্যে মোট ৪৫টিতে জিতেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যে বিপুল জয় পেয়েছিল তারা। 

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভোটগ্রহণ চলছে। প্রথম দফায় ১ কোটি ৬০ লক্ষ মানুষের ভোট দেওয়ার কথা এই সব রাজ্য থেকে। সকাল থেকেই অসমের বেশকিছু বুথের বাইরে লম্বা লাইন দেখা দিয়েছে। উত্তর-পূর্ব ভারতের মণিপুরের দিকেই নজর সকলের। ইনার মণিপুর এবং আউটার মণিপুর। তবে নির্বাচন কমিশন আউটার মণিপুরকে ভাগ করে দু’দফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে। মণিপুরে অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বুথে বুথে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী।
 

আরও পড়ুন

 

Advertisement