scorecardresearch
 

Agnimitra Paul: ইস্ত্রি করা পুরনো সুতির শাড়ি, কোথায় সেই 'স্টাইল ডিভা'? BJP-র অগ্নিমিত্রা বললেন...

Agnimitra Paul: একসময় বাংলা ইন্ডাস্ট্রিতে ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল কোনও ডিভার চেয়ে কম কিছু ছিলেন না। একদিকে সফল ডিজাইনার অন্যদিকে তাঁর নিজের স্টাইল স্টেটমেন্ট রীতিমতো সকলকে অবাক করত। তাঁর ফ্যাশন শো মানেই সেখানে টলিউডের তারকাদের ভিড়। অগ্নিমিত্রার পোশাক পরার জন্য মুখিয়ে থাকতেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা।

Advertisement
অগ্নিমিত্রা পাল অগ্নিমিত্রা পাল
হাইলাইটস
  • একসময় বাংলা ইন্ডাস্ট্রিতে ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল কোনও ডিভার চেয়ে কম কিছু ছিলেন না।

একসময় বাংলা ইন্ডাস্ট্রিতে ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল কোনও ডিভার চেয়ে কম কিছু ছিলেন না। একদিকে সফল ডিজাইনার অন্যদিকে তাঁর নিজের স্টাইল স্টেটমেন্ট রীতিমতো সকলকে অবাক করত। তাঁর ফ্যাশন শো মানেই সেখানে টলিউডের তারকাদের ভিড়। অগ্নিমিত্রার পোশাক পরার জন্য মুখিয়ে থাকতেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা। কিন্তু এখন পুরোটাই নব্বই ডিগ্রি ঘুরে গিয়েছে। ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন অগ্নিমিত্রা পাল। আর তারপর থেকেই তিনি নিজেকে আমূল পরিবর্তন করে ফেলেছেন। কেন এই বদল bangla.aajtak.in-কে জানালেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। 

এ বছর লোকসভা নির্বাচনে মেদিনীপুরে প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা। তাঁর প্রতিদ্বন্দ্বি তৃণমূলের জুন মালিয়া। অগ্নিমিত্রা পালকে যাঁরা আগে দেখেছেন আর এখন যাঁরা দেখছেন, তাঁরা বুঝতে পারবেন কতটা বদল হয়েছে তাঁর ফ্যাশনে। কিন্তু কেন এই বদল? অগ্নিমিত্রা বলেন, 'আমি দেখো এই পাঁচ বছর রাজনীতিতে যোগ দিয়েছি, এই বছরগুলো এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছে যে ফ্যাশন ঠিক করার মতো সময় হয়নি। আর দরকারও মনে হয়নি, কারণ যে কাজটা করছি সেটা প্রান্তিক বাংলার মানুষদের দুঃখ কষ্ট, তাঁদের উন্নতি কীভাবে করা যায়, তাঁদের পাশে দাঁড়িয়ে লড়াইটা করছি। তাই কখনও মনে হয়নি আমাকে তাঁদের সঙ্গে কাজ করতে গেলে একটা ফ্যাশন মেইনটেন করতে হবে। আমি নিজেকে বদলে নিয়েছি ২০১৯ থেকে। আমাকে যারা দেখেছে আগে আর এখন যারা দেখছে তাঁরা অনেকেই অবাক হয়েছেন।' 

অগ্নিমিত্রা আরও বলেন, 'চাইলেই সাজগোজ করে, টিপটপ হয়ে থাকা যায়, কিন্তু কোথাও সেটা আমার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি এখন যে শাড়ি পরি তা সবই বাংলার তাঁতের শাড়ি, আলাদা করে ফ্যাশন করার মতো কিছুই নেই। আর লোকসভায় টিকিট পেয়েছি বলে আলাদা করে শাড়ি তৈরি করতে হবে, আলাদা করে ব্লাউজ বানাতে হবে, এটা সত্যিই ভাবিনি কারণ আমি ভীষণ গভীরভাবে কাজের মধ্যে ডুবে থাকি। মানুষদের জন্য কাজ করতে এসেছি, সেখানে কী ধরনের শাড়ি পরলাম বা কীরকম স্টাইল করলাম, যাঁরা করছে তাঁদের বিরুদ্ধে আমি নই, সে হয়ত দুটো জিনিসকে সুন্দরভাবে সামলাচ্ছে আমি সামলাতে পারছি না।' দ্য ডিভা অগ্নিমিত্রা পাল কি তবে হারিয়ে গেলেন? বিজেপি নেত্রী এ বিষয়ে বলেন, '২০১৯ সালে পার্টি জয়েন করি। তখন তো আমি বক্তৃতা দিতেও জানতাম না। আমার আগে টপ লেভেলের লোকজনের সঙ্গে ওঠাবসা ছিল সেখান থেকে এখন আমাকে প্রান্তিক মানুষের সঙ্গে কাজ করতে হচ্ছে। আমার কোথাও মনে হয়েছে যে আমার মতো মানুষদের পাশে থাকাটা খুব দরকার, এখন আর কেউ রাজনীতিবিদ হতে চায় না কারণ রাজনীতি এখন এতটাই তলানিতে নেমে গিয়েছে। আমাদের মতো মানুষদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাজনীতি করার জন্য স্টাইলের দরকার হয় না। আগে যেমন চুল খুলে স্টাইল করাটা সম্ভব হতো আগে, এখন আর সেটা সম্ভব নয় কারণ গরমে, রোদে, বর্ষায়, বৃষ্টিতে আমায় ঘুরতে হচ্ছে। এছাড়া যার বাড়িতে ধর্ষণ হয়েছে, যার বাড়িতে ছেলেকে কুপিয়ে মেরে দিয়েছে, যার স্বামী পরিযায়ী শ্রমিক হয়ে রাজ্যের বাইরে রয়েছে এবং তাঁর পরিবারের অবস্থা অত্যন্ত শোচনীয়, সেখানে আমি কী ফ্যাশন করব আর কী ভাল শাড়ি পরব, আমার কোনওদিনই কিছু মনেই হয়নি আসলে। আসলে ২০১৯ সাল পর্যন্ত ফ্যাশন ডিজাইনটা মন দিয়ে করেছি আর ২০১৯ থেকে রাজনীতিটাও করছি চুটিয়ে।' 

আরও পড়ুন

Advertisement

এই গরমে প্রচারে গিয়ে কেমন শাড়ি পরছেন? অগ্নিমিত্রা বলেন, 'আমার প্রত্যেকটা শাড়ি ও ব্লাউজ সুতির। প্রতিটি শাড়ি বহুবার পরেছি, সেই শাড়ি আবার ধোপার বাড়ি দিয়ে কাচিয়ে ইস্ত্রি করে আবার সেই শাড়ি পরেই প্রচার করছি। পাঁচ বছর ধরে যে শাড়ি পরে আসছি এখনও সেই শাড়ি পরছি। খাওয়-দাওয়াটা একটু নিয়ম মেনে করছি এখন। যেখানেই যাচ্ছি সেখানে মিষ্টিটা এড়িয়ে চলছি, কার্যকর্তাদের বাড়িতে লাঞ্চ সারছি, তবে রুটি ও টকদই খাচ্ছি।'

Advertisement