রাত পোহালেই সপ্তম দফার নির্বাচন। ৩৪ আসনের প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে কাল। প্রার্থীরা ২ প্রার্থী মারা যাওয়ায় মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনে ভোট গ্রহণ হবে ১৬ মে।
যে যে আসনে ভোট
এই দফায় ৫টি জেলায় ভোট হবে। সেগুলি হল পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর ও কলকাতা।
পশ্চিম বর্ধমান
এই জেলার পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি কেন্দ্র ভোট হবে
।
আরও পড়ুন : করোনার দ্বিতীয় ঢেউ দেশকে নাড়িয়ে দিয়েছে: প্রধানমন্ত্রী
মুর্শিদাবাদ
এই জেলার ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম আসনে ভোট।
দক্ষিণ দিনাজপুর
কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর আসনে ভোট
মালদা এই জেলার হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতিপুর, রতুয়াতে ভোট
কলকাতা
কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ- এই ৪ আসনে ভোট।
একনজরে হেভিওয়েট প্রার্থী
ভবানীপুর: এই কেন্দ্রে এবার দাঁড়াননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জায়গায় প্রার্থী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর প্রতিদ্বন্দ্বী তারকা রুদ্রনীল ঘোষ।
কলকাতা বন্দর: এই কেন্দ্রের আর এক হেভিওয়েট প্রার্থী ফিরহাদ হাকিম। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপির অওয়াধ কিশোর গুপ্ত।
আরও পড়ুন : EXCLUSIVE :'অধীর নন, দল চালান তাঁর স্ত্রী', বিস্ফোরক একদা ডানহাত ডেভিড
বালিগঞ্জ: এই কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে লড়াই বাম প্রার্থী ফুয়াদ হালিমের।
আসানসোল দক্ষিণ কেন্দ্র:
বাংলা ছবির তারকা সায়নী ঘোষ এখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন। তাঁর লড়াই বিজেপির অগ্নিমিত্রা পলের সঙ্গে।
জিতেন্দ্র ও ঐশী
জামুড়িয়ায় এবার সংযুক্ত মোর্চার প্রার্থী ঐশী। পাণ্ডবেশ্বর আসনের তারকা প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির। তিনি গতবার এই আসন থেকেই তৃণমূলের প্রার্থী ছিলেন। তবে ভোটের কিছুদিন আগে দলবদল করেন।