নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে ডিএমকে (DMK) নেতা এ রাজার (A Raja) করা আবেদন খারিজ করে দিল মাদ্রাস হাইকোর্ট। তামিলনাডুর ভোটে এ রাজার প্রচারে ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। একইসঙ্গে তাঁকে ডিএমকে-র তারকা প্রচারকের তালিকা থেকে বাদ দেওয়ার পাশাপাশি তিনি যেন নিজের ভাষণে কোনও ভাবেই মহিলাদের অপমান করে কোনও কথা না বলেন সেই নির্দেশও দেওয়া হয়েছে কমিশনের তরফে। তামিলনাড়ির মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী (Edappadi K. Palaniswami) ও তাঁর মায়ের বিরুদ্ধে অপমানজনক কথা বলার অভিযোগে এ রাজাকে রীতিমতো ভর্ৎসনা করে কমিশন।
তামিলনাডুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী ও তার মায়ের উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্যের প্রেক্ষিতে এ রাজার বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের প্রমাণ পায় নির্বাচন কমিশন। যার জেরে বৃহস্পতিবার তাঁর প্রচারে ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করা হয়। আগামী ৩ তারিখ বিকেল পর্যন্ত জারি করা হয় এই নিষেধাজ্ঞা। এর ফলে এই সময়ের মধ্যে কোনওরকমের সভা, মিটিং, মিছিল ও সাংবাদিক সম্মেলন করতে পারবেন না এ রাজা। একইসঙ্গে ডিএমকের তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ দেওয়া হয় তাঁর নাম।
এর আগে এ রাজার মন্তব্যকে 'অবমাননাকর' ও 'অশ্লীল' আখ্যা দিয়ে গত মঙ্গলবার তাঁকে শোকজ করে কমিশন। এক্ষেত্রে গত ২৬ তারিখ থাউজ্যান্ড লাইটস কেন্দ্রে এ রাজার বক্তব্যের একটি অংশ তুলে ধরে কমিশন। নিজের বক্তব্যে এ রাজা বলেন, "স্ট্যালিন হলেন সুসম্পর্কে সন্তান। আর পালানিস্বামী হলেন একজন খারাপ সম্পর্কের সন্তান এবং সময়ের আগে জন্মানো শিশু।" এর প্রেক্ষিতেই এ রাজাকে নোটিশ পাঠায় কমিশন। কিন্তু শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় এই নিষেধাজ্ঞা জারি করা হয় কমিশনের তরফে। এরপরেই আদালতের দ্বারস্থ হন এ রাজা। যদি সেখানেও তাঁর আবেদন খারিজ হয়ে যায়। প্রসঙ্গত আগামী ৬ তারিখ হতে চলেছে তামিলনাডু বিধানসভার নির্বাচন।