scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

PHOTOS : একসময়ে BJPর ব়্যালি মাতানো মহিমা চৌধুরী আজ মদনের প্রচারসঙ্গী, দেখুন ছবি

কামারহাটি বিধানসভা
  • 1/9

কামারহাটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই নিজের আসনে জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন তিনি।  

জোরকদমে প্রচার শুরু
  • 2/9

প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই নিজের আসনে জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন তিনি। মদনের প্রচারে দেখা গিয়েছে  টলি অভিনেত্রীদের। এবার তার হয়ে প্রচারে অংশ নিলেন মহিমা চৌধুরী। 
 

মদন মিত্রে একটি ব়্যালিতে
  • 3/9

মদন মিত্রে একটি ব়্যালিতে অংশ নেন মহিমা চৌধুরী। এদিন মদন মিত্র ফেসবুকে লেখেন,  'বলিউডের বিখ্যাত অভিনেত্রী মহিমা চৌধুরী আজ আমাদের সাথে অংশগ্রহণ করে আমরা খুবই আনন্দিত। আপনার সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ"। 

Advertisement
২০১৯ সালে মহিমা
  • 4/9

২০১৯ সালে মহিমা চৌধুরীকেএই দেখা গিয়েছিল বিজেপির প্রচারে। একাধিক বিজেপি প্রার্থীর ব়্যালিতেও ছিলেন তিনি। তবে পরে তাকে ঘিরে একটি বিতর্ক ছড়ায়। রাজনৈতিক দলের হয়ে পোস্ট করা নিয়ে একট স্টিং ফুটেজ সামনে আসে। যা ঘিরে সেই সময়ে প্রবল বিতর্ক ছড়িয়েছিল। 

কয়েকদিন আগেই
  • 5/9

কয়েকদিন আগেই মদন মিত্রের সঙ্গে দোল খেলা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপির তিন তারকা প্রার্থী পায়েল, তনুশ্রী  ও শ্রাবন্তী। পরে অবশ্য ওই মহিলা প্রার্থীরা নিজের বক্তব্য সমর্থনেও জবাবও দেন।
 

এককালে রাজ্য সরকারের
  • 6/9

এককালে রাজ্য সরকারের মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক মদন মিত্রের উপরেই আস্থা রেখেছে তৃণমূল। তাকেই ফের এই কেন্দ্রের টিকিট দেওয়া হয়েছে।
 

কামারহাটি কেন্দ্র থেকে
  • 7/9

কামারহাটি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মদন মিত্র। রবিবার রাতেই মদন মিত্রের হয়ে একটি ব়্যালিতে অংশ নেন নুসরত জাহান। 
 

Advertisement
২০১৯ সালে বিধানসভা
  • 8/9

২০১৯ সালে বিধানসভা উপ নির্বাচনে তিনি লড়েছিলেন ভাটপাড়া কেন্দ্রটি থেকে। কিন্তু ওই আসনে হেরে যান মদন। এর আগে ২০১৬ সালে বিধানসভায় কামারহাটি থেকে লড়েছিলেন মদন। কিন্তু সেখানেও হেরে যান তিনি। 

 মদন মিত্রের বিরুদ্ধে
  • 9/9

এবারের মদন মিত্রের বিরুদ্ধে বিজেপির প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। এই দুই হেভিওয়েটের বাইরে রয়েছেন বামেদের প্রার্থী সায়নদীপ মিত্র। বিদায়ী বিধায়ক সিপিএমের মানস মুখোপাধ্যায়কে এই কেন্দ্রে প্রার্থী করেনি বামেরা।
 

Advertisement