scorecardresearch
 

"তুমি করলে চমৎকার, আমি করলে বলাৎকার", স্লোগান ইস্যুতে বিজেপিকে আক্রমণ অভিষেকের

শনিবার (Saturday) নাগরাকাটার সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন (Abhishek Banerjee), "আমারা জয় বাংলা বললেন ভুল, তাহলে সোনার বাংলা কোথাকার স্লোগান?" এরপরেই নাম না করে বিজেপির উদ্দেশ্যে অভিষেকের কটাক্ষ, "তুমি করলে চমৎকার, আমি করলে বলাৎকার, তুমি করলে রামলীলা, আমি করলে ক্যারেকটার ঢিলা।" 

Advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • "তুমি করলে কৃষ্ণলীলা, আমি করলে ক্যারেকটার ঢিলা"
  • "সাগর থেকে পাহাড় জনগণের রায়, বাংলা নিজের মেয়েকেই চায়"
  • বিজেপিকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের


তৃণমূলের (TMC) জয় বাংলা স্লোগানকে বিভিন্ন সময় কটাক্ষ করেছেন বিজেপি (BJP) নেতানেত্রীরা। একইসঙ্গে দিচ্ছেন সোনার বাংলা গড়ে তোলার প্রতিশ্রুতি। এবার বিজেপির সেই সোনার বাংলা গড়ে তোলার প্রতিশ্রুতিকেই তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার (Saturday) নাগরাকাটার সভায় অভিষেক বলেন (Abhishek Banerjee), "আমারা জয় বাংলা বললেন ভুল, তাহলে সোনার বাংলা কোথাকার স্লোগান?" এরপরেই নাম না করে বিজেপির উদ্দেশ্যে অভিষেকের কটাক্ষ, "তুমি করলে চমৎকার, আমি করলে বলাৎকার, তুমি করলে রামলীলা, আমি করলে ক্যারেকটার ঢিলা।" 

এদিনই নির্বাচনে নতুন স্লোগানের সূচনা করেছে তৃণমূল। নির্বাচনকে কথা মাথায় রেখে এবার তৃণমূলের স্লোগান 'বাংলা নিজের মেয়েকেই চায়।' নাগরাকাটার সভামঞ্চ থেকে সেই স্লোগানও মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন অভিষেক। স্লোগানের সঙ্গে ছন্দ মিলিয়ে তিনি বলেন, "সাগর থেকে পাহাড় জনগণের রায়, বাংলা নিজের মেয়েকেই চায়। পড়ে নাও লেখা আছে আকাশের গায়, বাংলা নিজের মেয়েকেই চায়।" পাশাপাশি ফের একবার বিজেপি নেতাদের 'বহিরাগত' তকমা দিয়ে আক্রমণ শানান অভিষেক। বিজেপির নেতারা বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না বলে এদিন আবারও অভিযোগ করেন তিনি। 

নরেন্দ্র মোদীর 'আচ্ছে দিন' আনার প্রতিশ্রতিকেও এদিন কটাক্ষ করতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য তাঁর কটাক্ষ, "না হয় রেডিওতেই বলুন, কিন্তু এবার তো বলুন কবে আসবে আচ্ছে দিন।" একইসঙ্গে মানুষকে তার পরামর্শ, "বিজেপি টাকা দিতে এলে নিয়ে নিন, কিন্তু ভোটটা তৃণমূলকে দিন। এক ফুলের থেকে টাকা নিন, অন্য ফুলে বোতাম টিপুন।" অভিষেকের চ্যালে়ঞ্জ, "ঘাস যত কাটা হবে ততই বাড়বে। তৃণমূল আড়াইশো আসনে জিতবে।" এক্ষেত্রে উপস্থিত জনতার উদ্দেশ্যে অভিষেক আরও বলেন, "১৫ লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেওয়ার প্রতিশ্রুত দিয়ে আপানাদের ধোকা দিয়েছে, এবার ওদের আপনারা ধোকা দিন।" অন্যদিকে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া নাগরাকাটাকর বিধায়ক সুকরা মুন্ডাকেও নাম না করে একহাত নেন অভিষেক।

Advertisement

 

Advertisement