আজ রবিবার (Sunday) বীরভূম (Birbhum) সফর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র অমিত শাহর (Amit Shah)। শনিবার (Saturday) কৃষক পরিবারে মধ্যাহ্নভোজনের পর এদিন এক বাউল পরিবারে দুপুরের খাবার খাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বেলা ১২টা ৫৫ নাগাদ বাউল শিল্পীর বাড়িতে পৌঁছনোর কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অতিথি হয়ে আসছেন বলে কথা! তাই এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে শিল্পী বাসুদেব দাস বাউলের বাড়িতে। তা কী খাওয়াচ্ছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে? উত্তরে শিল্পী জানালেন, থাকছে একেবারে বাঙালি খাবার। মেনুতে রয়েছে, ভাত, রুটি, ডাল, আলুপোস্ত, বেগুন ভাজা, পটল ভাজা, টমেটোর চাটনি, পায়েস, নলেন গুড়ের রসগোল্লা। শিল্পী জানান, তাঁরা স্বামী স্ত্রী মিলেই করছেন রান্না। পাশাপাশি গোছগাছ করা হয়েছে বাড়িঘর। খাওয়া দাওয়ার পাশাপাশি বাউল গানও শুনবেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, তাই গত ৩ দিন ধরেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শিল্পী বাসুদব দাস বাউলের বাড়ি।
দিনভর ঠাসা কর্মসূচি
এছাড়া এদিন শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কবিগুরুর প্রতি শ্রদ্ধাও জানাবেন অমিত শাহ। যোগ দেবেন একটি বেসরকারি অনুষ্ঠানে। ঘুরে দেখবেন ক্যাম্পাসের বেশকিছু জায়গা। এদিন বোলপুরে রোড শো-ও রয়েছে অমিত শাহের। সব শেষে সাংবাদিক বৈঠক সেরে দিল্লি ফিরবেন তিনি।
শনিবার ছিলেন মেদিনীপুরে
এর আগে শনিবার কলকাতায় স্বামী বিবেকানন্দর পৈতৃক ভিটে ঘুরে মেদিনীপুরে যান অমিত শাহ। সেখানে শহিদ ক্ষুদিরাম বসুর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। মন্দির দর্শনও করেন তিনি। তারপর যোগ দেন মেদিনীপুরের সভায়। সেখানেই তাঁর হাত ধরে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী সহ একঝাঁক তৃণমূল নেতা। অন্যান্য দল থেকেও বিজেপিতে আসেন কয়েকজন। এখন দেখার বীরভূম থেকে কী বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।