রাজ্যে (West Bengal) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রাতেই কলকাতা পৌঁছেছেন তিনি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা দলের শীর্ষ নেতাকে স্বাগত জানাতে এদিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির নেতারা। বিমানবন্দরের (Airport) ভিতর থেকে গাড়ি করে এসে সমর্থকদের সামনে নামেন তিনি। দেড় মাসের মধ্যে এই নিয়ে রাজ্যে অমিত শাহর দ্বিতীয় সফর। এর আগে গত মাসের ৪ তারিখ রাজ্যে এসেছিলেন তিনি। সেদিন হেঁটে বিমানবন্দরের বাইরে এসেছিলেন শাহ। যার জেরে তৈরি হয়েছিল বিশৃঙ্খল পরিস্থিতি।
আজ এরাজ্যে বেশকিছু কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রথমে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়িতে যাওয়ার কথা অমিত শাহর। তারপর চপারে তিনি যাবেন পশ্চিম মেদিনীপুর। সেখানে শহিদ ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। যাবেন সিদ্ধেশ্বরী মন্দির, মহামায়া মন্দিরে। এদিন এক কৃষক পরিবারে দুপুরের খাবার খাবেন তিনি। এদিন মেদিনীপুরে সভা রয়েছে শাহর। সেখানেই বিজেপিতে যোগদান করতে পারেন শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন। এরপর কলকাতায় ফিরে নির্বাচন পরিলচালনা কমিটির সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন শাহ। কমিটিতে অন্যান্য রাজ্যের যে সমস্ত নেতারা রয়েছেন তাঁরাও বৈঠকে থাকবেন বলে জানা যাচ্ছে।
২০ তারিখ বীরভূম যাবেন অমিত শাহ। শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি একটি বেসরকারি অনুষ্ঠানে অংশ নেবেন। ঘুরে দেখবেন ক্যাম্পাসের বেশকিছু জায়গা। এদিন শিল্পী বাসুদেব দাস বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজন সারবেন তিনি। এছাড়া একটি বর্ণাঢ্য অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে। সেখানে শাহকে বাউল গান শোনানো হবে বলেই জানা যাচ্ছে। ওই দিনই দিল্লি ফিরবেন অমিত শাহ।