ভোট যত এগিয়ে আসবে, আরও ঘনঘন বাংলা সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরে এক মাসে টানা ৭ দিনও বাংলায় থাকবেন শাহ। জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
শনিবার রাতে বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। সেই বৈঠক প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'গতকাল ছিল আগের কাজগুলির পর্যালোচনা বৈঠক। বাংলার নির্বাচনে বহু নেতা ও মন্ত্রী নানা কাজে যুক্ত। কাজ কতদূর এগোল, পরবর্তী কী ভাবে এগোবে, এই নিয়েই মিটিং হয়েছে। কোনও বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়নি। কী ভাবে কাজ করব, কী কাজ করব, তার নির্দেশ দিয়েছেন অমিত শাহ।'
আরও পড়ুন: বাংলার রাজনীতিতে শাহর 'সার্জিক্যাল স্ট্রাইক' শুরু! মমতার গড়ে কী দাঁত ফোটাতে পারবে BJP?
একুশের ভোট যতই এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হচ্ছে বাংলার রাজনীতি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সহজ নয়। কারণ, মমতা স্ট্রিট ফাইটার ও জননেত্রী। ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে গত ১০ বছর ধরে বাংলায় সরকার চালাচ্ছেন। গেরুয়া শিবিরের ভোট স্ট্র্যাটেজি মাস্টার অমিত শাহও জানেন, দিদিকে বাংলায় হারানো খুব একটা মসৃণ হবে না। মমতার উপরে পুরো টিমওয়ার্ক করেই বাংলার রাজনীতিতে নেমেছেন শাহ। পরিকল্পনা করে এগোচ্ছেন।
বিজেপি সূত্রে খবর, আজ বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে বৈঠক করবেন শাহ। ঘুরে দেখবেন শান্তিনিকেতনে আশ্রম চত্বর। সেই সময় অমিত শাহের সঙ্গে থাকবেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও আশ্রমিকরা। দুপুরে রতনপল্লিতে বাসুদেব দাস বাউলের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই মধ্যাহ্নভোজ সারবেন।