scorecardresearch
 

West Bengal Election 2021: 'মুখ্যমন্ত্রী দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন,' মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি

বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, "উস্কানিমূলক বক্তব্য রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। তাঁর কথা শুনে ইতিমধ্যেই দলের লোকেরা বলতে শুরু করেছেন ৩০ শতাংশ এক জায়গায় হয়ে গেলে ভারতে ৪টে পাকিস্তান হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর চেষ্টা করছেন?"

Advertisement
অর্জুন সিং অর্জুন সিং
হাইলাইটস
  • মমতার মন্তব্যের সমালোচনায় বিজেপি
  • সিইও-র কাছে অভিযোগ
  • মুখ্য নির্বাচন কমিশনারের কাছেও যাওয়ার সিদ্ধান্ত

"মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে উস্কানি দিয়ে যে কোনও মুহূর্তে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন," নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পর সাংবাদমাধ্যমের সামনে এমনটাই মন্তব্য করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। বৃহস্পতিবার তৃণমূলের (TMC) নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। 

এরপর বিজেপি (BJP) নেতা শিশির বাজোরিয়া (Shishir Bajoria) অভিযোগ করেন, "পূর্ব মেদিনীপুরে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী বলেছেন, কপালে তিলক কেটে ও গেরুয়া পরে বাংলার সংস্কৃতিকে নষ্ট করা হচ্ছে। এর ফলে মডেল কোড অফ কনডাক্ট, আইপিসি এবং রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, ৩টেই লঙ্ঘন করেছেন মমতা বন্দ্যোধ্যায়।" রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানানোর পাশপাশি বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের কাছেও যাওয়া হবে বলে জানান শিশির বাজোয়রিয়া। 

এই বিষয়ে আরও সুর চড়িয়ে বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh) বলেন, "উস্কানিমূলক বক্তব্য রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। তাঁর কথা শুনে ইতিমধ্যেই দলের লোকেরা বলতে শুরু করেছেন ৩০ শতাংশ এক জায়গায় হয়ে গেলে ভারতে ৪টে পাকিস্তান হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর চেষ্টা করছেন?" মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সাসপেন্ড করার পাশাপাশি তিনি যাতে আর কোনও জনসভায় ভাষণ দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে না পারেন, সেই দাবিও তোলেন অর্জুন সিং। 

প্রসঙ্গত বীরভূমের তৃণমূল নেতা শেখ আলমের মন্তব্যে ছড়িয়েছে তীব্র বিতর্ক। বিজেপি নেতা অমিত মালব্যর শেয়ার করা একটি ভিডিওতে শেখ আলমকে বলতে শোনা যাচ্ছে, "আমরা যাঁরা সংখ্যালঘু, তাঁরা ৩০ শতাংশ। আর বাকি যাঁরা আছেন, তাঁরা ৭০ শতাংশ। এই ৭০ শতাংশ নিয়ে তাঁরা গদিতে আছে। লজ্জা করা উচিত। যদি ৩০ শতাংশ লোককে যদি সারা ভারতবর্ষের মুসলিমকে একসঙ্গে করা যায়, তাহলে চার-চারটে পাকিস্তান তৈরি হবে। আমরা ভারতে যত মুসলমান আছি, সংখ্যালঘু আছি, তাঁদের যদি একসঙ্গে করে দেওয়া যায়, তা হলে চার-চারটে পাকিস্তান তৈরি করা যায়। কোথায় যাবে ভারতবর্ষের এই ৭০ শতাংশ?" সেই ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি আজতক বাংলা। তবে ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। যদিও বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়েছেন, শেখ আলম তাঁদের দলের কেউ নন।
 
 

Advertisement

 

Advertisement