scorecardresearch
 

West Bengal Election 2021: পাহাড়ে পৃথক প্রার্থী বিনয়-বিমলের, কোন পথে তৃণমূল?

গোর্খা জনমুক্তি মোর্চার (GJM) জন্য পাহাড়ের ৩টি আসন ছেড়ে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু তারপরেও পাহাড়ে একা লড়াই করার কথা ঘোষণা করেছেন বিনয় তামাং (Binay Tamang)। পাহাড়ের ৩টি আসনে প্রার্থীও দিয়েছেন তিনি। এদিকে আবার মঙ্গলবার পাহাড়ের ৩টি আসনে প্রার্থী দিলেন বিমল গুরুং-ও (Bimal Gurung)। যার জেরে একই দলের দুই গোষ্ঠী প্রার্থী দেওয়ায় ফের একবার জমে উঠল পাহাড়ি রাজনীতি। 

Advertisement
বিমল গুরুং, মমতা বন্দ্যোপাধ্যায়, বিনয় তামাং (বামদিক থেকে) বিমল গুরুং, মমতা বন্দ্যোপাধ্যায়, বিনয় তামাং (বামদিক থেকে)
হাইলাইটস
  • পাহাড়ের ৩ আসনে প্রার্থী দিয়েছেন বিনয় তামাং
  • আলাদা প্রার্থী দিয়েছেন বিমল গুরুং
  • কাকে সমর্থন দেবে তৃণমূল?

বিমল গুরুং প্রকাশ্যে আসার পর থেকেই বারেবারে আলোচনায় এসেছে পাহাড়। এবার নির্বাচনের প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে ফের একবার শিরোনামে পাহাড়ের রাজনীতি। গোর্খা জনমুক্তি মোর্চার (GJM) জন্য পাহাড়ের ৩টি আসন ছেড়ে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু তারপরেও পাহাড়ে একা লড়াই করার কথা ঘোষণা করেছেন বিনয় তামাং (Binay Tamang)। পাহাড়ের ৩টি আসনে প্রার্থীও দিয়েছেন তিনি। এদিকে আবার মঙ্গলবার পাহাড়ের ৩টি আসনে প্রার্থী দিলেন বিমল গুরুং-ও (Bimal Gurung)। যার জেরে একই দলের দুই গোষ্ঠী প্রার্থী দেওয়ায় ফের একবার জমে উঠল পাহাড়ি রাজনীতি। 

পাহাড়ের ৩ আসনে, অর্থাৎ দার্জিলিং-এ কেশবরাজ পোখরাল, কালিম্পং-এ রুদান লেপচা এবং কার্শিয়াং-এ টিশেরিং লামাকে টিকিট দিয়েছেন বিনয় তামাং। পাশাপাশি নিজেদের জিজেএম ২ হিসেবে দাবি করতে শুরু করেছে বিনয় গোষ্ঠী। অন্যদিকে আবার পূর্ব ঘোষণা মতো এদিন পাহাড়ের ওই ৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন বিমল গুরুং-ও। সেখানে দার্জিলিং-এ পিটি ওলা, কালিম্পং-এ রাম ভুজাল এবং কার্শিয়াং-এ নারবু জি লামাকে প্রার্থী করেছেন বিমল। তবে মোর্চার ২ গোষ্ঠীর প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে পাহাড়ের ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। 

এখানেই শেষ নয়, রাজনৈতিক মহলের প্রশ্ন, এবার কাকে সমর্থন দেবে তৃণমূল? এখানে একটা বিষয় মনে রাখতে হবে, বিমল গুরুং পাহাড় ছাড়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই বিনয় তামাংকে জিটিএ-র শীর্ষ পদে বসায়। অন্যদিকে আবার কয়েক বছর অন্তরালে থাকার পর প্রকাশ্যে এসে বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সমর্থনের কথা ঘোষণা করেন বিমল গুরুং। আর তার জেরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, পাহাড়ে এবার কী ভূমিকা নেবে তৃণমূল? এই বিষয় প্রশ্ন করা হলে পাহাড়ের এক তৃণমূল নেতা এল বি রাই জানান, "দল এখন চুপচাপ থাকতে বলেছে। এরপর যে গাইডলাইন দেওয়া হবে, যেমন নির্দেশে আসবে, সেই অনুযায়ী কাজ করা হবে।" সেক্ষেত্রে এখন দেখার বিনয় না বিমল কাকে বেছে নেয় ঘাসফুল শিবির। 
 

Advertisement


 

Advertisement