scorecardresearch
 

কেন্দ্রীয় নিরাপত্তায় শুভেন্দু, পেলেন বুলেটপ্রুফ গাড়ি

জল্পনার অবসান, কেন্দ্রীয় সুরক্ষা পেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার (Monday) সকালে শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা (Central Force) হাজির হন। বিষয়টি জানাজানি হতেই শান্তিকুঞ্জের সামনে ভিড় জমান এলাকায় বাসিন্দারা। যদিও পুলিশ তাঁদের হঠিয়ে দেয়। এর আগেই অবশ্য কাঁথির বাড়িতে গিয়েছিলেন সিআরপিএফের এক আধিকারিক। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের প্রতিনিধিরাও। শুভেন্দু সে সময় বাড়িতে না থাকায় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সিআরপিএফ এবং পুলিশের আধিকারিকরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে শুভেন্দুকে এই নিরাপত্তা প্রদান করা হয়েছে বলে জানা যাচ্ছে। 

Advertisement
শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী
হাইলাইটস
  • কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন শুভেন্দু
  • দেওয়া হল বুলেটপ্রুফ গাড়ি
  • নিরাপত্তা নিয়েই কলকাতায় শুভেন্দু

জল্পনার অবসান, কেন্দ্রীয় সুরক্ষা পেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার (Monday) সকালে শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা (Central Force) হাজির হন। বিষয়টি জানাজানি হতেই শান্তিকুঞ্জের সামনে ভিড় জমান এলাকায় বাসিন্দারা। যদিও পুলিশ তাঁদের হঠিয়ে দেয়। এর আগেই অবশ্য কাঁথির বাড়িতে গিয়েছিলেন সিআরপিএফের এক আধিকারিক। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের প্রতিনিধিরাও। শুভেন্দু সে সময় বাড়িতে না থাকায় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সিআরপিএফ এবং পুলিশের আধিকারিকরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে শুভেন্দুকে এই নিরাপত্তা প্রদান করা হয়েছে বলে জানা যাচ্ছে। 

তৃণমূলের সঙ্গে সম্পর্কের অবনতি পর্বেই রাজ্য সরকারের দেওয়া সমস্ত নিরাপত্তা ছেড়ে দেন শুভেন্দু। একে একে পদত্যাগ করেন সমস্ত পদ থেকে। অবশেষে গত শনিবার মেদিনীপুর কলেজ মাঠে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহের হাত ধরে পদ্ম শিবিরে প্রবেশ করেন শুভেন্দু। আর তারপরেই তাঁকে নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁর নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর ৩০ জন জওয়ান এবং ১০ জন কমান্ডার রয়েছেন। এছাড়াও তাঁর নিরাপত্তায় দেওয়া হয়েছে বুলেটপ্রুফ গাড়ি। 

নিরাপত্তা নিয়েই এদিন বাড়ি থেকে বেড়িয়েছেন শুভেন্দু। এদিন বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁরা। যেহেতু শুভেন্দুর বিধায়ক পদে ইস্তফা নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছে, তাই ইস্তফা গ্রহণ না করে এদিন তাঁকে ডেকেছেন বিধানসভার স্পিকার। এছাড়া এদিন রাজ্যপালের সঙ্গেও দেখা করবেন শুভেন্দু। প্রসঙ্গত এর আগেও রাজ্যপালের সঙ্গে দেখা করেন তিনি। তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হতে পারে বলে সেসময় আশঙ্কাও প্রকাশ করেন শুভেন্দু। এখন দেখার এদিন স্পিকার ও রাজ্যপালের সঙ্গে দেখা করে কী বলেন সদ্য এই বিজেপি নেতা।

 

Advertisement
Advertisement