scorecardresearch
 

BJP মমতাকে খুনের চক্রান্ত করছে, হাবড়ার বিস্ফোরক জ্য়োতিপ্রিয়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)-কে খুনের ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)। রবিবার হাবড়া (Habra)-তে এই বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে তৃণমূলে ফেরার প্রস্তাব দিয়েছেন তিনি।

Advertisement
বঙ্গধ্বনি অনুষ্ঠানে রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার হাবড়ায়। ছবি: দীপক দেবনাথ বঙ্গধ্বনি অনুষ্ঠানে রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার হাবড়ায়। ছবি: দীপক দেবনাথ
হাইলাইটস
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে খুনের ষড়যন্ত্র করছে বিজেপি
  • রবিবার হাবড়াতে এই বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
  • বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে তৃণমূলে ফেরার প্রস্তাব দিয়েছেন তিনি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)-কে খুনের ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)। রবিবার হাবড়া (Habra)-তে এই বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে তৃণমূলে ফেরার প্রস্তাব দিয়েছেন তিনি।

এদিন তিনি অভিযোগ করেন, বিজেপি আমাদের সঙ্গে পেরে না উঠলে প্রথমে চরিত্র হরণ করে। তাতেও না পেরে উঠলে খুন পর্যন্ত করে দিতে পারে। এমনকি মুখ্যমন্ত্রীকে খুন করার ষড়যন্ত্র করছে বিজেপি। 

উত্তর ২৪ পরগনা জেলার হাবড়াতে এই অভিযোগ করেছেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর মন্তব্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।
 
এদিন হাবড়ার পৃথিবা পঞ্চায়েত এলাকার হীরাপোল এলাকায় দলীয় কর্মসূচিতে যোগদান করেন খাদ্যমন্ত্রী। এর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন "মমতা বন্দ্য়োপাধ্য়ায় ছাড়া কোনও মুখ্যমন্ত্রীর সাহস হয়নি ১০ কোটি মানুষকে খাওয়ানোর বা স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার। আসলে হিংসা হচ্ছে। সকলেই হিংসায় জ্বলছেন। আর তাই মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে শেষ করে দাও।"
বিজেপির সমালোচনা করে তিনি দাবি করেন, "এরা প্রথমে চরিত্র হরণ করে। কিন্তু চরিত্র হনন করে যখন পারবে না তখন তারা হত্যা করে দেয়। আমরা ভীত ও আতঙ্কগ্রস্ত যে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে যদি পেরে না ওঠে, তবে এরা খুন করে দিতে পারে। তাঁকে মারার পরিকল্পনা হচ্ছে। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এই ভারতীয় জনতা পার্টি সব করতে পারে।" 

বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে তৃণমূলে আমন্ত্রণ জানিয়ে মন্ত্রী বলেন "শান্তনু বিজেপিতে থেকে মতুয়াদের কোনও উন্নয়ন করতে পারবেন না। বিজেপি ওঁকে কোনও কাজ করতে দেবে না। বিজেপি প্রবঞ্চকের দল, ধাপ্পাবাজের দল। ওরা মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়। বিজেপি নতুন করে নাগরিকত্ব দেওয়ার কথা বলছে। কিন্তু মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলে দিয়েছেন যে যাঁরা ভোটার, তাঁদের নতুন করে আর নাগরিকত্ব নেওয়ার কোনও প্রয়োজন নেই।" 

Advertisement

শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান নিয়ে মুখ খোলেন। তিনি বলেন "শুভেন্দু তৃণমূল থেকে সব খেয়ে নিয়েছে। ২০১৪ সাল থেকে শুরু করে গত কয়েক বছরে অমিত শাহের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এই ঘৃণ্য রাজনৈতিক চরিত্রদের মানুষের বয়কট করা উচিত। যাঁরা গোপনে অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, তাঁদের রাজনৈতিক দলে স্থান দেওয়া উচিত নয়। কত ধানে কত চাল আমরা তাকে বোঝাব।" জ্যোতিপ্রিয়র দাবি মমতা ব্যানার্জির কোনও বিকল্প নেই। ভারতের কোন মুখ্যমন্ত্রী নেই যিনি মমতা ব্যানার্জির পাশে দাঁড়াতে পারেন।

Advertisement