scorecardresearch
 

"অনেক হয়েছে মমতা, পরিবর্তন চায় জনতা", নবদ্বীপে ডাক জে পি নাড্ডার

"অনেক হয়েছে মমতা, পরিবর্তন চায় জনতা", শনিবার নবদ্বীপে পরিবর্তন যাত্রার সূচনায় এসে নয়া এই স্লোগানই তুললেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda)। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তথা তৃণমূলেক (TMC) বিঁধে নাড্ডা বলেন, "১০ বছর আগে মা মাটি মানুষের কথা বলে সরকারে এসেছিলেন মমতা। কিন্তু বাংলার অস্মিতায় আঘাত হানা হয়েছে। মা-কে লুঠ করা হয়েছে। মাটিকে সম্মান করা হয়নি এবং মানুষকে রক্ষা করা হয়নি।"

Advertisement
জে পি নাড্ডা জে পি নাড্ডা
হাইলাইটস
  • "মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন"
  • "তৃণমূল যাবে, পরিবর্তন আসবে, পদ্ম ফুটবে"
  • নবদ্বীপে বললেন জে পি নাড্ডা

"অনেক হয়েছে মমতা, পরিবর্তন চায় জনতা", শনিবার নবদ্বীপে পরিবর্তন যাত্রার সূচনায় এসে নয়া এই স্লোগানই তুললেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda)। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তথা তৃণমূলেক (TMC) বিঁধে নাড্ডা বলেন, "১০ বছর আগে মা মাটি মানুষের কথা বলে সরকারে এসেছিলেন মমতা। কিন্তু বাংলার অস্মিতায় আঘাত হানা হয়েছে। মা-কে লুঠ করা হয়েছে। মাটিকে সম্মান করা হয়নি এবং মানুষকে রক্ষা করা হয়নি।" নাড্ডার আরও অভিযোগ, "প্রশাসনের রাজনীতিকরণ হয়েছে। দুষ্কৃতীমূলক কাজকর্মকে বাড়িয়ে নিয়ে যেতে পুলিশকে ব্যবহার করা হচ্ছে। এখানে তোলাবাজি, তুষ্টিকরণ ও অপশাসন বিরাজ করছে।" 

নাড্ডা বলেন, "ভারতীয় জনতা পার্টি মনে করেছিল পরিবর্তন যাত্রার মাধ্যমে বাংলার মানুষকে জাগানো হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলার মানুষকে জাগানোর প্রয়োজন নেই, তাঁরা ইতিমধ্যেই জেগে গিয়েছেন। মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, তৃণমূল যাবে, পরিবর্তন আসবে, পদ্ম ফুটবে।" উপস্থিত জনতার উদ্দেশ্যে এদিন নাড্ডার বার্তা, "পিসি ভাইপোকে ছুঁড়ে ফেলতে হবে, বাংলায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।" 

এদিন 'চাল চুরি', 'গরু চুরি' নিয়েও তৃণমূলকে আক্রমণ করেন নাড্ডা। আইনশৃঙ্খলার ইস্যুতেও বেঁধেন রাজ্য সরকারকে। নাড্ডার অভিযোগ, "ধর্ষণ ও গার্হস্থ্য হিংসায় বাংলা প্রথমে।" তাঁর আরও অভিযোগ, "বিজেপির ১৩০ জন সদস্য মারা গিয়েছেন, ৩০০-র বেশি সদস্যের ওপরে হামলা হয়েছে। এই সরকারকে যেতে হবে।" 

'আয়ুস্মান ভারত' ও 'কৃষক সম্মান নিধি' ইস্যুতেও এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। নাড্ডা বলেন, "মোদীজি বাংলার জন্য কতকিছু করেছেন। কিন্তু মমতা চাননি। সবেতে বলেছেন হবে না। কেন হবে না? মোদীজি বাংলার মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করেছেন। মমতা আয়ুস্মান ভারত করেননি। কৃষক সম্মান নিধি মমতা হতে দেননি।" এরপরেই নাড্ডার দাবি, "এবার মমতা যাবেন, কৃষকরা পাবেন।" 

Advertisement

অন্যদিকে মমতাকে নাড্ডার কটাক্ষ, "নেতাজিকে এতদিন কেন ভুলে গিয়েছিলেন? এখন মনে পড়ল, কারণ মোদীজি মনে করেছেন তাই।" পাশাপাশি 'জয় শ্রীরাম' স্লোগানে মমতার এত আপত্তি কেন, এদিন সেই প্রশ্নও তোলেন নাড্ডা। 


 

Advertisement