বাংলা কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত, রাজ্যে বিজেপি সরকারে আসলে সেই সব সুবিধা পাবে রাজ্যবাসী।
জনতার মাঝে যান, বিজেপি নেতাদের কাছে আবেদন নাড্ডার।
মোদীজি টাকা দেবেন কেন্দ্র থেকে, আর রাজ্যে বিজেপি উন্নয়ন করবে। রাজ্যের সরকার বদল হবে। মানুষ পরিবর্তন চাইছে।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় সাড়ে ৪ হাজার কোটি দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু মমতার কাটমানিতে সব যায়।
এখানকার সাংসদকে দেখা যায় না। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে চূড়ান্ত অরাজকতা চলছে। বললেন নাড্ডা।
যে ভাবে হামলা চালানো হয়েছে, চারদিক থেকে হামলা করা হয়েছে। বাংলায় গণতন্ত্র বিপন্ন। ভাইপোর গুন্ডারা পুলিশকে ভয় পায় না। এর জবাব জনতা দেবে। কনভয়ে হামলার ঘটনায় বললেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।
ডায়মন্ড হারবারে সভাস্থলে পৌঁছলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
দিলীপ ঘোষের অভিযোগ, গোটা রাস্তায় দফায় দফায় কনভয় থামিয়ে হামলা চালানো হয়েছে। পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল। কাচ ভেঙে গিয়েছে কৈলাস বিজয়বর্গীয়র গাড়ির।
ডায়মন্ড হারবারের পথে শিরাকোলে হামলা চলল জে পি নাড্ডার কনভয়ে। কাচ ভেঙে গিয়েছে কৈলাস বিজয়বর্গীয়র গাড়ির। গোটা ঘটনায় তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রতিক্রিয়া, কী দরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে যাওয়ার? উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী নন, প্রধানমন্ত্রীও নন। একটি রাজনৈতিক দলের সভাপতি।
একের পর এক জায়গায় হামলা হচ্ছে। কনভয়ে একাধিক গাড়ির কাচ ভেঙেছে। পুলিশ নেই। পুলিশ দাঁড়িয়ে দেখছে হামলা হচ্ছে। অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
গোটা রাস্তায় জেপি নাড্ডার কনভয়ে বিভিন্ন গাড়িতে রাস্তা থেকে ইট ছোড়া হচ্ছে। পূর্ব পরিকল্পিত ভাবে হামলা বলে অভিযোগ বিজেপির।
ডায়মন্ড হারবার যাওয়ার পথে জে পি নাড্ডার কনভয় অবরোধ। কনভয়ে বেশ কিছু গাড়ির কাচ ভাঙা হয়েছে। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি।
বিজেপি সভাপতি জে পি নাড্ডার নিরাপত্তায় গাফিলতি ছিল রাজ্য পুলিশের। এই অভিযোগ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এ ব্যাপারে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন।
বিজেপি সভাপতি জে পি নাড্ডা ডায়মন্ড হারবারে যাচ্ছেন। শিরাকোলের কাছে দফায় দফায় তাঁর কনভয় আটকানো হল। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।