scorecardresearch
 
Advertisement

সভার আগেই কনভয়ে হামলা, অভিষেকের গড়ে দাঁড়িয়ে বাংলায় পরিবর্তনের ডাক নাড্ডার

Aajtak Bangla | কলকাতা | 10 Dec 2020, 5:03 PM IST

আজ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)-এর গড় ডায়মন্ড হারবারে 'হানা' দিলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। আজ তাঁর বাংলা সফরের শেষ দিন। বুধবার তাঁর বাংলা সফরের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)-এর খাস তালুক বলে পরিচিত ভবানীপুরে কর্মসূচি ছিল তাঁর। আর আজ মুখ্যমন্ত্রীর ভাইপো, সাংসদ, যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের গড় ডায়মন্ড হারবারে সভা করলেন। এদিকে ডায়মন্ড হারবারে যাওয়ার পথে একাধিক জায়গায় হামলা, ইটবৃষ্টির মুখে সম্মুখীন হন বিজেপি সভাপতি। এই হামলায় অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই। সভাম়়ঞ্চ থেকেই বাংলায় পরিবর্তন এসে গিয়েছে দাবি করেন নাড্ডা।

জেপি নড্ডা জেপি নড্ডা

হাইলাইটস্

  • অভিষেকের গড়ে দাঁড়িয়ে বাংলায় পরিবর্তনের ডাক নাড্ডার
  • আজ নাড্ডার বাংলা সফরের শেষ দিন
5:03 PM (4 বছর আগে)

'আত্মনির্ভর ভারতের প্রতীক', বিতর্কের মাঝেই নতুন সংসদ ভবনের শিলান্যাস করে বললেন প্রধানমন্ত্রী

Posted by :- sumana
1:55 PM (4 বছর আগে)

মোদীজির ৮০টি প্রকল্প বাংলায় আনব

Posted by :- sumana

বাংলা কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত, রাজ্যে বিজেপি সরকারে আসলে সেই সব সুবিধা পাবে রাজ্যবাসী।

1:52 PM (4 বছর আগে)

মানুষ আয়ুষ্মান ভারত চাইছে

Posted by :- sumana

জনতার মাঝে যান, বিজেপি নেতাদের কাছে আবেদন নাড্ডার। 

1:50 PM (4 বছর আগে)

ডবল ইঞ্জিনের সরকার চাই

Posted by :- sumana

মোদীজি টাকা দেবেন কেন্দ্র থেকে, আর রাজ্যে বিজেপি উন্নয়ন করবে। রাজ্যের সরকার বদল হবে। মানুষ পরিবর্তন চাইছে।

Advertisement
1:50 PM (4 বছর আগে)

প্রথানমন্ত্রী সাড়ে ৪ হাজার কোটি দিয়েছেন

Posted by :- sumana

প্রধানমন্ত্রী আবাস যোজনায় সাড়ে ৪ হাজার কোটি  দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু মমতার  কাটমানিতে সব যায়।

1:45 PM (4 বছর আগে)

মঞ্চে বক্তব্য রাখছেন জে পি নাড্ডা

Posted by :- Arindam

এখানকার সাংসদকে দেখা যায় না। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে চূড়ান্ত অরাজকতা চলছে। বললেন নাড্ডা।

1:16 PM (4 বছর আগে)

চারদিক থেকে হামলা হয়েছে, বললেন কৈলাস

Posted by :- Arindam

যে ভাবে হামলা চালানো হয়েছে, চারদিক থেকে হামলা করা হয়েছে। বাংলায় গণতন্ত্র বিপন্ন। ভাইপোর গুন্ডারা পুলিশকে ভয় পায় না। এর জবাব জনতা দেবে। কনভয়ে হামলার ঘটনায় বললেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।

1:12 PM (4 বছর আগে)

ডায়মন্ড হারবারে সভাস্থলে জে পি নাড্ডা

Posted by :- Arindam

ডায়মন্ড হারবারে সভাস্থলে পৌঁছলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। 

1:10 PM (4 বছর আগে)

পুলিশ নীরব দর্শক

Posted by :- Arindam

দিলীপ ঘোষের অভিযোগ, গোটা রাস্তায় দফায় দফায় কনভয় থামিয়ে হামলা চালানো হয়েছে। পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল। কাচ ভেঙে গিয়েছে কৈলাস বিজয়বর্গীয়র গাড়ির। 

Advertisement
1:04 PM (4 বছর আগে)

কেন গেলেন অভিষেকের কেন্দ্রে? প্রতিক্রিয়া সৌগতর

Posted by :- Arindam

ডায়মন্ড হারবারের পথে শিরাকোলে হামলা চলল জে পি নাড্ডার কনভয়ে। কাচ ভেঙে গিয়েছে কৈলাস বিজয়বর্গীয়র গাড়ির। গোটা ঘটনায় তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রতিক্রিয়া, কী দরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে যাওয়ার? উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী নন, প্রধানমন্ত্রীও নন। একটি রাজনৈতিক দলের সভাপতি।

12:52 PM (4 বছর আগে)

পুলিশ নেই, গাড়িতে হামলা চালাচ্ছে, অভিযোগ দিলীপের

Posted by :- Arindam

একের পর এক জায়গায় হামলা হচ্ছে। কনভয়ে একাধিক গাড়ির কাচ ভেঙেছে। পুলিশ নেই। পুলিশ দাঁড়িয়ে দেখছে হামলা হচ্ছে। অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

12:47 PM (4 বছর আগে)

কনভয় লক্ষ্য করে ইট বৃষ্টি

Posted by :- Arindam

গোটা রাস্তায় জেপি নাড্ডার কনভয়ে বিভিন্ন গাড়িতে রাস্তা থেকে ইট ছোড়া হচ্ছে। পূর্ব পরিকল্পিত ভাবে হামলা বলে অভিযোগ বিজেপির।

12:45 PM (4 বছর আগে)

কনভয়ে বেশ কিছু গাড়িতে হামলা

Posted by :- Arindam

ডায়মন্ড হারবার যাওয়ার পথে জে পি নাড্ডার কনভয় অবরোধ। কনভয়ে বেশ কিছু গাড়ির কাচ ভাঙা হয়েছে। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি।

12:44 PM (4 বছর আগে)

নিরাপত্তা নিয়ে শাহকে নালিশ

Posted by :- Arindam

বিজেপি সভাপতি জে পি নাড্ডার নিরাপত্তায় গাফিলতি ছিল রাজ্য পুলিশের। এই অভিযোগ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এ ব্যাপারে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন।

Advertisement
12:42 PM (4 বছর আগে)

দফায় দফায় কনভয় অবরোধ

Posted by :- Arindam

বিজেপি সভাপতি জে পি নাড্ডা ডায়মন্ড হারবারে যাচ্ছেন। শিরাকোলের কাছে দফায় দফায় তাঁর কনভয় আটকানো হল। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।