বিজেপি (BJP) রাজ্য কমিটির নেতাকে লক্ষ্য করে গুলি। দলের আমন্ত্রিত সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় (Krishnendu Mukherjee)-কে লক্ষ্য করে গুলি করা হয়েছে। অল্পের জন্য রক্ষা পান কৃষ্ণেন্দু। মোটরসাইকেল করে এসে দুজন তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট হীরাপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত ডলি লজ এলাকার ঘটনা। ডলি লজে নিজের বাড়ি যাওয়ার জন্য গাড়ি থেকে নামার মুহূর্তে চলে গুলি। এখনও কেউ গ্রেফতার হয়নি।। কলকাতা থেকে আসানসোলে নিজের বাড়ি ফিরছিলেন আসানসোলের ডলি লজে তার বাড়ি।
কৃষ্ণেন্দু মুখার্জি জানান, তিনি কলকাতার দলীয় অফিস থেকে আসানসোল তার বাড়ীতে ঢোকার সময় তিনজন দুস্কৃতি তাকে লক্ষ করে গুলি চালায় অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন। তিনি এর পেছনে তৃণমূল কংগ্রেস জড়িত রয়েছে বলে অভিযোগ করেন।
শুক্রবার বিকালে বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়র কনভয়ে আপ্ত সহায়কের গাড়ীতে হঠাৎ করে বেলাইনে এসে একটা গাড়ী ধাক্কা মারে, দূর্ঘটনায় আহত না হলেও গাড়ী ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ প্রশাসন বলেরো গাড়ীর চালক মদ্যপ অবস্থায় থাকার কারণ দেখিয়েছে, শণিবার ধূলাগড়ে আবার বাবুল সুপ্রিয়র কনভয়ে আবার একইভাবে বেলাইনে আসা গাড়ী ধাক্কা মারে এখানেও বাবুল কোনভাবে রক্ষা পায়। রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কয়েকদিন থেকে নানারকম অভিযোগ আনছেন হঠাৎ করে রবিবার সকালে তার গাড়ীকে একটা লরি ধাক্কা মারে, দূর্ঘটনায় রাজীব ব্যানার্জী আহত না হলেও তার গাড়ী ক্ষতিগ্রস্ত হয়। এসব ঘটনা কী সব কাকতালীয় না এর পেছনে কোন অভিসন্ধি রয়েছে, পরপর কয়েকটি ঘটনা শুধুমাত্র বিজেপি নেতৃত্ব এবং তৃণমূলের নীতির বিরুদ্ধে বলার জন্যই এইসব ঘটনা ঘটনো হচ্ছে।
কৃষ্ণেন্দু আগে যুক্ত ছিলেন তৃণমূলের সঙ্গে। তবে সম্প্রতি তিনি দলবদল করেছেন। এখন তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। এবং বিজেপির রাজ্য কমিটির সদস্য হিসেবে কাজ করছেন।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়ার চেষ্টা করা হচ্ছে এলাকায় সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলো দেখে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। জানা গিয়েছে সিসি টিভিতে দেখা গিয়েছে দুইজন যুবক কৃষ্ণেন্দু কে গাড়ি লক্ষ্য করে গুলি। করেছিল পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে থেকে তাকে গুলি করা হয় এবং গুলি তারপর তারা পালিয়ে যায় ওই দুই যুবক যুবক দেখেছিল গাড়িতে চেপে সেই গাড়ি তল্লাশি করছে পুলিশ। তাঁকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি করা হয়েছে বলে জানা গিয়েছে।
বিজেপির অভিযোগ, তাদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল। শাসকদল তৃণমূল কংগ্রেসের মাটি সরে গিয়েছে আর তাই তারা বিজেপির ওপর হামলা করছে দলের কর্মী সমর্থক নেতাদের খুন করছে মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে। তবে এরকম করে বিজেপিকে আটকানো যাবে না।