scorecardresearch
 

নাড্ডার কনভয়ে হামলা: মুখ্য়সচিব-DGP কে তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

এবার রাজ্যের মুখ্যসচিব (Chief Secretory) ও রাজ্যপুলিশের ডিজিকে (DGP) তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Central Home Ministry)। আগামী ১৪ তারিখ আলাপন বন্দ্যোপাধ্যায় এবং শ্রী বিরেন্দ্রকে তলব করেছে কন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার পরেই এই তলব অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে রাজ্যপালের কাছে রিপোর্টও চেয়ে পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। 

Advertisement
মুখ্যসচিব ও ডিজিপিকে তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মুখ্যসচিব ও ডিজিপিকে তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের
হাইলাইটস
  • মুখ্যসচিব ও ডিজিকে তলব
  • ১৪ তারিখ তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের
  • নাড্ডার কনভয়ে হামলার পর এই তলব অত্যন্ত তাৎপর্যপূর্ণ

এবার রাজ্যের মুখ্যসচিব (Chief Secretory) ও রাজ্যপুলিশের ডিজিকে (DGP) তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Central Home Ministry)। আগামী ১৪ তারিখ আলাপন বন্দ্যোপাধ্যায় এবং শ্রী বিরেন্দ্রকে তলব করেছে কন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার পরেই এই তলব অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে রাজ্যপালের কাছে রিপোর্টও চেয়ে পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার ডায়মন্ডহারবারে সভা করতে যান বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষের মতো নেতারাও। অভিযোগ, আমতলা থেকে শিরাকোলের মাঝে বারবার আটকানো হয় নাড্ডার কনভয়। তারপর শিরাকোল ছাড়তেই তাঁর কনভয় লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। ইটের আঘাতে ভাঙে পুলিশের গাড়ি সহ বেশকয়েকটি গাড়ির কাঁচ। এমনকি দিলীপ ঘোষের এক নিরাপত্তারক্ষীও আহত হন বলে অভিযোগ। পাশাপাশি দলের নেতা রাকেশ সিং-এর অনুগামীদের ওপরেও হামলা চালান হয় বলে অভিযোগ বিজেপির। 

এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "নাড্ডা ফাড্ডা চাড্ডা প্রতিদিন আসছে। মুখ্যমন্ত্রী আসছে, হোম মিনিস্টার আসছে। নিজেরা ন্যাশনাল টিভিতে পাবলিসিটি পেতে এসব করছে। ১ জনের সঙ্গে কেন ৫০টা গাড়ি যাবে। কী করে ভিডিও তুললেন। একটা টেল এন্ডার কারের পেছনে ঢিল মেরেছে। তোমরা প্ল্যান করে করেছ। এত নিরাপত্তা সত্ত্বেও হামলা হল কী করে। পুলিশকে বলেছি তদন্ত করতে।" এমনকি এই ঘটনাকে 'নাটক' বলেও কটাক্ষ করেন মমতা। পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশও ট্যুইট করে জানিয়ে দেয়, জেপি নাড্ডার কনভয়ে কিছুই হয়নি। কয়েকজন বিক্ষিপ্ত ভাবে পাথর ছুঁড়েছে।

কিন্তু রাজ্যপাল জগদীপ ধনখড় এই ঘটনায় রাজ্যের বিরুদ্ধে রীতিমতো সরব হন। ট্যুইট করে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চেয়ে তাঁর মন্তব্য প্রত্যাহারের কথা বলেন ধনখড়। পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যসচিবের কাছে ঘটনার সবিস্তার রিপোর্টও চান। কিন্তু তারপরেও রিপোর্ট না আসায় ট্যুইটারে ক্ষোভ উগের দেন রাজ্যপাল। এমনকি মুখ্যসচিব ও ডিজি তাঁর সঙ্গে দেখা করলেও কনভয়ে হামলা প্রসঙ্গে কোনও উত্তর দেননি বলেই দাবি ধনখড়ের। প্রসঙ্গত আগের মাসে বাংলা সফরে এসেও রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রীতিমতো সরব হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এখন দেখার ১৪ তারিখ কী পদক্ষেপ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

Advertisement

 

Advertisement