রাজ্য়ের ভোট পরিস্থিতির হালহকিকত খতিয়ে দেখতে আজই রাজ্য়ে আসছেন মুখ্য় নির্বাচন কমিশনার। ইতিমধ্য়েই কলকাতায় এসে পৌঁছেছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। সন্ধ্যেতেই রাজ্য়ে আসার কথা মুখ্য় নির্বাচন কমিশনার সুনীল অরোরার। শুক্রবার দিল্লি ফিরে যাবেন তাঁরা।
আজ সন্ধ্য়েবেলায় কলকাতা বিমানবন্দরে নামার কথা রয়েছে মুখ্য় নির্বাচন কমিশনার সুনীল অরোরার। তাঁর সঙ্গে থাকতে পারেন নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র ও রাজীব কুমার। তিন দিনের সফরে বৃহস্পতিবার সকালে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে কমশিনের কর্তারা। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের সমস্য়ার কথা জানাবে রাজনৈতিক দলগুলি। দুপুরের খাবারের পর বৈঠক রয়েছে রাজ্য়ের জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও কমিশনারদের সঙ্গে। বঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ওই বৈঠকে যাবতীয় আলোচনা হওয়ার কথা। পরবর্তী সময় রাজ্য়ের মুখ্য় সচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য় পুলিশের ডিজি ছাড়াও প্রশাসনের উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক রয়েছে নির্বাচন কমিশনের কর্তাদের।
শুক্রবার দিল্লি ফেরার দিন সাংবাদিক বৈঠকে করবেন কমিশনের কর্তারা। সূত্রের খবর, ইতিমধ্য়েই সব জেলাশাসকদের নিজেদের রিপোর্ট তৈরি রাখতে বলেছেন রাজ্য়ের মুখ্য় নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ইতিমধ্য়েই রাজ্য়ে ঘুরে গেছেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন। রাজ্য়ের জেলাশাসক ও পুলিশ সুপারদের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর জোর দিতে বলেছেন তিনি। বাতিলযোগ্য নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ছাড়াও জামিন অযোগ্য় ধারায় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের দ্রুত গ্রেফতারির কথা বলেছেন জৈন। বঙ্গ সফরে ইতিমধ্য়েই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলার এসপি ও সিপিদের নিয়ে বৈঠক সেরেছেন ডেপুটি ইলেকশন কমিশনার। যেখানে উত্তর ২৪ পরগণার হিংসা নিয়ে বৈঠকেই আলোচনা সেরেছেন তিনি। সূত্রের খবর, বৈঠকেই আধিকারিকদের তিনি জানিয়ে দিয়েছেন, নির্বাচনের সময় কোনও ধরনের হিংসাত্বক ঘটনা বরদাস্ত করা হবে। কোনও জায়গায় সমস্যা সৃষ্টি হলে সংশ্লিষ্ট আধিকারিককে শোকজ করা হবে না, সরাসরি তার বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়া হবে।
জানা গিয়েছে, বৈঠকে রাজ্য়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির আপডেট চান সুদীপ জৈন। রাজ্য়ের সাম্প্রতিক হিংসার ঘটনায় কতজনকে গ্রেফতার করা হয়েছে তারও বিস্তারিত রিপোর্ট চান তিনি। যদিও তাঁকে কোনও রিপোর্ট দেওয়া হয়নি বলে খবর। যার জেরে সবাইকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ডেপুটি ইলেকশন কমিশনার। বৈঠকে উপস্থিত এক সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, প্রতে্য়কটি জেলার দিকে নজর রাখতে বলেছে নির্বাচন কমিশন। রাজ্য়ে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে ত্রুটি পেলেই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জৈন।