scorecardresearch
 

BJP-র সভায় বোমা ছুড়ল TMC, অভিযোগ, তোলপাড় সবং

সবং (Sabang)-এ বিজেপি (BJP)র কর্মী সভাকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস (TMC)। দুই পক্ষের সংঘর্ষে জখম ৮ জন ভর্তি হাসপাতালে।

Advertisement
সবংয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষে জখম হয়েছেন ৮ জন (প্রতীকি ছবি) সবংয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষে জখম হয়েছেন ৮ জন (প্রতীকি ছবি)
হাইলাইটস
  • সবংয়ে বিজেপির কর্মী সভাকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ
  • অভিযুক্ত তৃণমূল কংগ্রেস
  • দুই পক্ষের সংঘর্ষে জখম ৮ ভর্তি হাসপাতালে

সবং (Sabang)-এ বিজেপি (BJP)র কর্মী সভাকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস (TMC)। দুই পক্ষের সংঘর্ষে জখম ৮ জন ভর্তি হাসপাতালে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ফের রাজনৈতিক সংঘর্ষের ঘটনা পশ্চিম মেদিনীপুর (West Medinipur)-এর সবং (Sabang) এলাকায়। সবংয়ের সরাই এলাকাতে শনিবার রাতে বিজেপির বৈঠকের ওপরে বোমা ছোড়ার করার অভিযোগ টিএমসি কর্মীদের বিরুদ্ধে। অতর্কিত হামলায় জখম হয়েছে বিজেপির ৫ জন।

এঁদের মধ্যে দুজন মহিলা ও তিনজন পুরুষ বিজেপি সমর্থক রয়েছেন। অন্যদিকে তৃণমূল কর্মীদের ওপরেও হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তাদের সবাইকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে সবং হাসপাতালে। ঘটনায় পুলিশের নিষ্কৃয়তার অভিযোগ করে, দোষীদের শাস্তির দাবিতে রবিবার বেশ কয়েকস ঘন্টা ধরে সবং (Sabang) থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা । 

বিজেপির অভিযোগ,তাঁদের কর্মীরা বাড়িতে বসে বৈঠক করছিলেন সবং (Sabang)-এর সরাই গ্রামে। বৈঠক চলাকালীন রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আচমকাই রড,লাঠি,বোমা নিয়ে বিজেপি কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেছে বিজেপি। তাদের কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ।

শুধু তাই নয় বিজেপি কর্মীদের প্রায় ৫ টি বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনায় বোমার আঘাতে গুরুতর আহত হয় দুইজন মহিলাসহ পাঁচজন বিজেপি কর্মী। অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি কর্মীদের ওই বৈঠক চলাকালীন তৃণমূল কর্মীরা ওই এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন।

সেই সময় বিজেপি কর্মীরা তাদের লক্ষ্য করে বোমাবাজি করে এবং ব্যাপক মারধর করে। ঘটনায় তিনজন তৃণমূল কর্মী গুরুতর আহত হয়। ঘটনায় তৃণমূল- বিজেপি উভয় পক্ষের আহত কর্মীদের সবং (Sabang) গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় বিজেপি নেতা স্বপন কুমার দাস বলেন, সরাই গ্রামে আমাদের বিজেপি কর্মীরা বাড়িতে বসে বৈঠক চলছিল। ওই সময় অতর্কিত ভাবে তৃণমূলের কর্মীরা হামলা করে। লাঠি রড দিয়ে মারার সাথে বোম্ব চার্জ করে, ৫ জনকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে। যার মধ্যে দুজন মহিলা রয়েছেন। আমরা এই ঘটনায় পুলিশ এফআইআর করছি।

Advertisement

অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা দিলীপ কুমার সামন্ত বলেন-আমাদের কর্মী ওখানে কেউ ছিল না। বিজেপির অভিযোগ ভিত্তিহীন। রবিবার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে । বিজেপি কর্মীরা সবং থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করে দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করেছে। সবং থানার সামনে রবিবার সকাল থেকেই বিক্ষোভ দেখানো হয়।

 

Advertisement