scorecardresearch
 

'কতিপয় নেতা'র বিরুদ্ধে অভিযোগ রাজীবের,'কাজ করতে চাইলে বেরিয়ে আসুন', বার্তা দিলীপের

ফের বেসুরো তৃণমূল (TMC) নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। এবার ফেসবুক লাইভে (Facebook Live) নাম না করে একশ্রেণির নেতাদের বিরুদ্ধে মুখ খুললেন রাজীব। এক ফেসবুক লাইভে রাজীব বলেন, "আমি যখন মানুষের জন্য কিছু করার চেষ্টা করি, তখন কতিপয় নেতা এটাকে নিয়ে অপব্যাখ্যা করার চেষ্টা করছেন। এতে দুঃখ লাগে। আমি মানুষের কাছে দায়বদ্ধ।" রাজীব প্রশ্ন তোলেন, "আমি কিছু বললে সেটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু ভালো কাজ করতে চাইলে সেটায় যখন বাধা দেওয়া হচ্ছে, তাই নিয়ে তো কিছু বলা হচ্ছে না?" রাজীব সাফ বলেন, "মানুষের কাজ করার জন্য যেটা আমার কাছে কমফর্টেবল মনে হয়েছে সেটাকেই প্রাধান্য দিয়েছি।" তৃণমূল নেতা আরও বলেন, "যা বলেছি দলের মঙ্গলের জন্য বলেছি।"

Advertisement
রাজীব বন্দ্যোপাধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • ফের রাজীবের মন্তব্য ঘিরে জল্পনা
  • দল ছেড়ে বেরিয়ে আসার পরামর্শ শুভেন্দুর
  • "আর মূল্যবান সময় নষ্ট করবেন না", বললেন দিলীপ


ফের বেসুরো তৃণমূল (TMC) নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। এবার ফেসবুক লাইভে (Facebook Live) নাম না করে একশ্রেণির নেতাদের বিরুদ্ধে মুখ খুললেন রাজীব। এক ফেসবুক লাইভে রাজীব বলেন, "আমি যখন মানুষের জন্য কিছু করার চেষ্টা করি, তখন কতিপয় নেতা এটাকে নিয়ে অপব্যাখ্যা করার চেষ্টা করছেন। এতে দুঃখ লাগে। আমি মানুষের কাছে দায়বদ্ধ।" রাজীব প্রশ্ন তোলেন, "আমি কিছু বললে সেটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু ভালো কাজ করতে চাইলে সেটায় যখন বাধা দেওয়া হচ্ছে, তাই নিয়ে তো কিছু বলা হচ্ছে না?" রাজীব সাফ বলেন, "মানুষের কাজ করার জন্য যেটা আমার কাছে কমফর্টেবল মনে হয়েছে সেটাকেই প্রাধান্য দিয়েছি।" তৃণমূল নেতা আরও বলেন, "যা বলেছি দলের মঙ্গলের জন্য বলেছি।" পাশাপাশি এদিন রাজ্যের শিক্ষা ও কর্মসংস্থান নিয়েও মুখ খোলেন রাজিব। তিনি বলেন, "যখন দেখি যুব সমাজে এখানে চাকরি পাচ্ছে না, বাইরের রাজ্যে চলে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে, পড়াশোনার সুযোগ পাচ্ছে না, বাইরে চলে যাচ্ছে, তখন আমারও হৃদয় উদ্বেলিত হয়। এদের জন্য চিন্তাভাবনা করা উচিত।"

ফেসবুকে রাজীবের এহেন মন্তব্যের পরেই নতুন করে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। এই প্রসঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, "তৃণমূলে থেকে কাজ করতে গিয়ে আমিও বাধা পেয়েছি, আমার অনেক ক্ষোভ ছিল। তাই দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছি। রাজীব বন্দ্যোপাধ্যায়েরও উচিত দল ছেড়ে বেরিয়ে আসা।" এর প্রেক্ষিতে রাজীবকে প্রশ্ন করা হলে তিনি জানান, "কে কি বলেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি কি করবো সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। গণতন্ত্রে মানুষ শেষ কথা। মানুষের জন্য কাজ করে যেতে চাই। আগামিদিনে মানুষের সঙ্গে কথা বলার জন্য যে মাধ্যম দরকার সেখানেই বলব।"

Advertisement

অন্যদিকে এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "কাজ করতে চাইলে তৃণমূল ছেড়ে বেড়িয়ে আসুন। অনেক মূল্যবান সময় তৃণমূলকে দিয়েছেন। শুভেন্দুবাবুও দিয়েছিলেন। তাঁরা তৃণমূলকে সময় দিয়ে হতাশ। আর মূল্যবান সময় নষ্ট করবেন না।" তবে এদিন অবশ্য ইঙ্গিতপূর্ণ মন্তব্যও শোনা যায় দিলীপের মুখে। তিনি বলেন,"দরজা আমাদের খোলা আছে। কিন্তু সারা জীবন থাকবে না। এখন খোলা আছে, যাঁরা আসতে চাইছেন তাঁদের স্বাগত। তবে আসতে চাইলেই যে আমরা নেব তা নয়, নিচ্ছিও না। কিছুদিন পর দরজা বন্ধ করে দেব।"

 

Advertisement