scorecardresearch
 

আজই বিজেপিতে সৌম্যেন্দু ? দিলীপ বলছেন 'জানি না'

আজই বিজেপিতে যোগদান করতে পারেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই সৌম্যেন্দু অধিকারী (Soumendu Adhikari)। বঙ্গ রাজনীতিতে জল্পনা এমনটাই। যদিও এই বিষয়ে তাঁর কাছে কোনও খবর নেই বলেই জানালেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলীপের দাবি, এই বিষয়ে তাঁর সঙ্গে কোনও আলোচনা হয়নি। অনেকেই যোগদান করবেন। নতুন বছরে যোগদানের ধারা তৈরি হবে। প্রসঙ্গত কাঁথি পুরসভার প্রশাসকের পদ থেকে সরানোকে ঘিরে ইতিমধ্যেই তৃণমূল তথা রাজ্য সরকারের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে সৌম্যেন্দু অধিকারীর। তারপরেই শোনা যায় নতুন বছরের প্রথম দিনেই বিজেপিতে যোগদান করতে পারেন সৌম্যেন্দু। 

Advertisement
দিলীপ ঘোষ দিলীপ ঘোষ
হাইলাইটস
  • আজই বিজেপিতে যেতে পারেন সৌম্যেন্দু
  • "আমার সঙ্গে আলোচনা হয়নি"
  • বললেন দিলীপ ঘোষ

আজই বিজেপিতে যোগদান করতে পারেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই সৌম্যেন্দু অধিকারী (Soumendu Adhikari)। বঙ্গ রাজনীতিতে জল্পনা এমনটাই। যদিও এই বিষয়ে তাঁর কাছে কোনও খবর নেই বলেই জানালেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলীপের দাবি, এই বিষয়ে তাঁর সঙ্গে কোনও আলোচনা হয়নি। অনেকেই যোগদান করবেন। নতুন বছরে যোগদানের ধারা তৈরি হবে। প্রসঙ্গত কাঁথি পুরসভার প্রশাসকের পদ থেকে সরানোকে ঘিরে ইতিমধ্যেই তৃণমূল তথা রাজ্য সরকারের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে সৌম্যেন্দু অধিকারীর। তারপরেই শোনা যায় নতুন বছরের প্রথম দিনেই বিজেপিতে যোগদান করতে পারেন সৌম্যেন্দু। 

অন্যদিকে বিনয় মিশ্রের বাড়িতে সিবিআই-এর তল্লাশি নিয়ে এদিন তৃণমূলকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ বলেন, "বিনয় মিশ্র জনপ্রিয়, আর সবাই জানেন তিনি কেন জনপ্রিয়। আর সেই কারণেই তল্লাশি হয়েছে। পশ্চিমবঙ্গে সমস্ত অসামাজিক কাজ, দুর্নীতি ও হিংসার মাথা কে সবাই জানেন। সিবিআই-এর হানার মধ্যে দিয়ে সত্য উদঘাটিত হবে। আর এটা যদি ভুল তথ্য হয় সেটাও জানা যাবে।" 

এছাড়া নাইট কার্ফু নিয়ে দিলীপ বলেন, "আমদের রাজ্যে লকডাইনের সময়েও কেউ মানেননি। তাহলে এখন আর নাইট কার্ফু কেন? মনে হয় না এখানে তেমন পরিস্থিতি আছে।" দিলীপ আরও বলেন, "সবকিছুই স্বাভাবিক হচ্ছে, ভয় ছেড়ে আমরা স্বাভাবিক জীবনে ফিরছি। সেইসব জায়গাতেই পদক্ষেপ করা উচিত যেখানে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছ। নয়ত ফের আতঙ্ক ছড়াবে।" 

 

Advertisement