scorecardresearch
 

সোনারপুরে দিলীপ ঘোষের সামনেই হাতাহাতি, প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল

দলীয় কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে প্রকাশ্য়েই হাতাহাতিতে জড়াল বিজেপি (BJP)। তাৎপর্যপূর্ণভাবে দলের রাজ্য় সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)সামনেই শুরু হয় বিশৃঙ্খলা। সোনারপুরের হরিণাভিতে প্রকাশ্য়ে চলে আসে পদ্ম শিবিরের গোষ্ঠীকোন্দল। ২৪ ঘণ্টার মধ্য়ে ঘটনায় দোষীদের শাস্তি দেওয়া হবে বললেন দিলীপ ঘোষ।

Advertisement
সোনারপুরের হরিনাভিতে বিজেপির গোষ্ঠীকোন্দল সোনারপুরের হরিনাভিতে বিজেপির গোষ্ঠীকোন্দল
হাইলাইটস
  • দলীয় কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে প্রকাশ্য়েই হাতাহাতিতে জড়াল বিজেপি (BJP)।
  • তাৎপর্যপূর্ণভাবে দলের রাজ্য় সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)সামনেই শুরু হয় বিশৃঙ্খলা।
  • সোনারপুরের হরিণাভিতে প্রকাশ্য়ে চলে আসে পদ্ম শিবিরের গোষ্ঠীকোন্দল।

দলীয় কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে প্রকাশ্য়েই হাতাহাতিতে জড়াল বিজেপি (BJP)। তাৎপর্যপূর্ণভাবে দলের রাজ্য় সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)সামনেই শুরু হয় বিশৃঙ্খলা। সোনারপুরের হরিণাভিতে প্রকাশ্য়ে চলে আসে পদ্ম শিবিরের গোষ্ঠীকোন্দল। ২৪ ঘণ্টার মধ্য়ে ঘটনায় দোষীদের শাস্তি দেওয়া হবে বললেন দিলীপ ঘোষ।

এদিন সোনারপুরের হরিনাভিতে বিজেপির পার্টি অফিস উদ্বোধনকে কেন্দ্র করে বিজেপির দুই পক্ষের মধ্যে মারমিট বাধে। সেই সময় দলীয় কার্যালয়ের উদ্বোধনে গিয়েছিলেন দিলীপবাবু। ঘটনার আকস্মিকতায় হতবাক হন তিনিও। পরে রাজ্য় বজেপির কান্ডারি বলেন,''দলে বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। আমি ওই সময় ওপরে চলে আসি। যদিও এবিষয়ে অবিলম্বে ব্যবস্থা নিতে বলেছি।''
 
ঘটনাস্থলে সোনারপুর থানার পুলিশ পৌঁছনোয় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পার্টি অফিসের ভিতরেই চলে যান দিলীপ ঘোষ ও জেলা সভাপতি। বাহিরে প্রচুর অনুগামীরা ভিড় বাড়াতে থাকেন। পরে পার্টি অফিসের মধ্য়েই তালা দিয়ে একপক্ষকে থামানো হয়। যদিও বাইরে ফুঁসতে থাকে, বিজেপির অপর গোষ্ঠীর লোকজন। এদিকে ঘটনার পর থেকে দিলীপ ঘোষকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূলের লোকজন। অনেকেই বলছেন,দিনটা ভালো গেল না রাজ্য় সভাপতির। সকালে উল্টো পতাকা তুলে দিন শুরু। বিকেলে তাঁর সামনেই দলের গোষ্ঠীকোন্দল।

এদিন সকালে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে রামপুরহাটে দলীয় কার্য়ালয়ে যান দিলাপবাবু। সেখানে জাতীয় পতাকা তোলেন তিনি। তেরঙা তোলার পর তিনি দেখতে পান, পতাকাটা উল্টো লাগনো হয়েছে। পরে নিজেই সেটা ঠিক করে পতাকা তোলেন। পরে এ নিয়ে দিলীপ ঘোষকে ফুট কাটতে ছাড়েননি তৃণমূলের অনুব্রত মণ্ডল। অনুব্রত বলেন. যে লোকটা ভারতবর্য়ের ইতিহাস সম্পর্কে কিছু জানে না। তার হাত থেকে জাতীয় পতাকা উল্টোভাবেই উঠবে। বিজেপি এলে সবকিছু উল্টো হবে। 

Advertisement
Advertisement