scorecardresearch
 

West Bengal Election 2021: কালিম্পং জেলায় প্রথম বিধানসভা ভোট, পড়ুন বিস্তারিত...

বিধানসভা নির্বাচনে কালিম্পং-এ লড়ছেন মোট ৮ জন প্রার্থী। বিজেপির প্রার্থী হয়েছেন শুভ প্রধান, গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং গোষ্ঠীর প্রার্থী হয়েছেন রাম বি ভুজেল, এবং বিনয় তামাং গোষ্ঠীর প্রার্থী হয়েছেন রুডেন সদা লেপচা। এছাড়াও সংযুক্ত মোর্চার হয়ে কংগ্রেসের টিকিটে লড়ছেন দিলীপ প্রধান। এবিজিএল-এর একটি গোষ্ঠীর হয়ে নির্বাচনী লড়াইতে রয়েছেন উজ্জ্বল রাই। এছাড়াও রয়েছেন এনপিপি প্রার্থী পেনজো গোমপু ভুটিয়া এবং নির্দল প্রার্থী ভূপেন্দ্র লেপচা ও সংদেন লেপচা। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • জেলা ঘোষণার পর কালিম্পং-এ প্রথম বিধানসভা ভোট
  • লড়াইতে রয়েছেন মোট ৮ জন প্রার্থী
  • রইল এই কেন্দ্রের বিস্তারিত আলোচনা

পঞ্চম দফার নির্বাচনে ভোট রয়েছে পাহাড়ে। দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং, পাহাড়ে এই ৩ আসনে হবে ভোটগ্রহণ। এতদিন পর্যন্ত এই ৩ আসন দার্জিলিং জেলার অন্তর্ভুক্ত থাকলেও ২০১৭ সালে কালিম্পংকে (Kalimpong) পৃথক জেলা ঘোষণা করে রাজ্য সরকার। সেক্ষেত্রে পৃথক জেলা ঘোষণার পর এবারই প্রথম বিধানসভা ভোট হতে চলেছে কালিম্পং-এ। 

বেশ কয়েকবছর অন্তরালে থাকার পর কিছু মাস আগেই প্রকাশ্যে এসেছেন বিমল গুরুং। আর তারপর থেকেই ফের নতুন করে আলোচনায় উঠেছে এসেছে পাহাড়ের রাজনীতি। যার প্রধান কারণ হল গোর্খা জনমুক্তি মোর্চার অন্দরে বিমল গুরুং (Bimal Gurung) ও বিনয় তামাং (Binay Tamang) গোষ্ঠীর কোন্দল। নির্বাচন ঘোষণার পর পাহাড়ের ৩টি কেন্দ্র গোর্খা জনমুক্তি মোর্চার জন্য ছেড়ে প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। কিন্তু তৃণমূল ছাড়লেও, অভ্যন্তরীণ বিবাদের জেরে পাহাড়ের ৩ কেন্দ্রেই এবার পৃথক ভাবে প্রার্থী দিয়েছে মোর্চার দুই গোষ্ঠী।  

কালিম্পং-এর প্রার্থী কারা?
যদি এবারের নির্বাচনে কালিম্পং-এর প্রার্থী তালিকার দিকে নজর রাখা যায় তবে দেখা যাবে ভোটে লড়ছেন মোট ৮ জন। সেক্ষেত্রে বিজেপির প্রার্থী হয়েছেন শুভ প্রধান, গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং গোষ্ঠীর প্রার্থী হয়েছেন রাম বি ভুজেল, এবং বিনয় তামাং গোষ্ঠীর প্রার্থী হয়েছেন রুডেন সদা লেপচা। এছাড়াও সংযুক্ত মোর্চার হয়ে কংগ্রেসের টিকিটে লড়ছেন দিলীপ প্রধান। এবিজিএল-এর একটি গোষ্ঠীর হয়ে নির্বাচনী লড়াইতে রয়েছেন উজ্জ্বল রাই। এছাড়াও রয়েছেন এনপিপি প্রার্থী পেনজো গোমপু ভুটিয়া এবং নির্দল প্রার্থী ভূপেন্দ্র লেপচা ও সংদেন লেপচা। 

তবে মোর্চার অন্দরে কলহ কিন্তু এই প্রথম নয়। এর আগে ২০১১ সালে কালিম্পং থেকে মোর্চার টিকিটে জেতেন হরকা বাহাদুর ছেত্রী। পরে মোর্চা ছেড়ে জন আন্দোলন পার্টি বা জ্যাপ গঠন করেন তিনি। জ্যাপের হয়ে ২০১৬ সালের নির্বাচনে কালিম্পং-এ লড়াইও করেন হরকা। তবে সেই নির্বাচনে অবশ্য মোর্চার প্রার্থী সরিতা রাইয়ের কাছে পরাজিত হন তিনি। 

Advertisement

গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন দিয়েছিলেন বিমল গুরুং। দার্জিলিং লোকসভা আসনে জয় পান বিজেপি প্রার্থী রাজু বিস্তা। বিধানসভা ভিত্তিক ফলাফলের নিরিখে কালিম্পং-এ এগিয়েও ছিল বিজেপি। তবে কয়েকবছর অন্তরালে থাকার পর প্রকাশ্যে এসে বিজেপি তথা এনডির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন বিমল গুরুং। একইসঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সমর্থনের ঘোষণাও করেছেন তিনি। এখন দেখার মোর্চার অভ্যন্তরীণ কোন্দল ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মাঝে শেষ পর্যন্ত কাকে বেছে নেন কালিম্পংবাসী। 


 

Advertisement