"আগামী ভোটে বিপুল অর্থ খরচ করবে ওরা, সেই টাকা নিয়ে হজম করে দিন। ২০১৪ সালের নির্বাচনে ১৫ লাখ টাকা, নোট বন্দি, করোনায় গৃহবন্দি, রেল বিমান খনি বিক্রি সহ নানান বকেয়া বাবদ ওই টাকা আপনাদের প্রাপ্য।" সোমবার নদিয়াতে (Nadia) মানুষের উদ্দেশ্যে এমনটাই বললেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা বলেন, "মাথা থেকে এনআরসি (NRC), এনপিআর (NPR), সিএএ (CAA) সরিয়ে ফেলুন, কিছুই হবে না, নিশ্চিন্তে ঘুমোন। অন্ন বস্ত্র বাসস্থান এবং স্বাস্থ্যের সরকারি পরিষেবা নিন। দুয়ারে সরকারের সুবিধা নিন।"
মমতা বলনে, "হরিয়ানার কৃষকদের অত্যাচার করে, সারা দেশের কৃষকের কথা না ভেবে এ বাংলায় ফাইভ স্টার হোটেলে খেয়ে কৃষক দরদী সাজতে চাইছে ওরা। তাই কিছু বাংলা বলতে পারা ভিন রাজ্যের নেতাকে পাঠাচ্ছে এখানে বিশৃঙ্খলা তৈরি করতে।" তিনি আরও বলেন, "বিজেপি এখন ওয়াশিং মেশিনের ভূমিকায়। ইডির ভয় দেখিয়ে, সমস্ত ময়লা পরিষ্কারের দায়িত্ব নিয়েছে বিজেপি।" একইসঙ্গে এদিন সংবাদমাধ্যমের একাংশেরও কড়া সমলোচনা করেন মমতা। বলেন, "দুই - একটি বাদে বেশিরভাগ সংবাদমাধ্যমই বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে।"
এদিনও রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, "৯৬টি কলোনি এবং ২১৬টি রিফিউজি এলাকায় এখনো পর্যন্ত নিঃশর্ত জমির দলিল প্রদান করেছি, বাকি প্রত্যেকেই পাবেন। এই জেলাতেই ৫ হাজার পাট্টা দেওয়ার কাজ হয়েছে । দু কোটি মানুষের মধ্যে ১২০০ শিবিরের মাধ্যমে ৬০ শতাংশ মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি। বাকিরাও পাবেন অতি শীঘ্রই।" তিনি আরও বলেন, "মতুয়া সম্প্রদায়ের বোর্ড তৈরির মাধ্যমে ১০ কোটি টাকার তহবিল গড়েছি। রাজবংশী, নমঃশূদ্র, কামতাপুরী, সাঁওতালি, হিন্দি ভাষা অ্যাক্যাডেমি, প্রত্যেকের জন্যই বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ইসকনকে ৭০০ একর জমি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে।"
মুখ্যমন্ত্রী বলেন, "আয়ুষ্মান ভারত প্রকল্পে উপভোক্তাকে ৪০ টাকা দিতে হয়, আর স্বাস্থ্যসাথীতে একশ শতাংশই সরকার দেয়। গোটা পরিবারে ৫ লাখ টাকার চিকিৎসা পরিষেবা মিলবে। কোন নার্সিংহোম না করতে চাইলে তার লাইসেন্স বাতিল হবে। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে নিয়ে আসা এবং তাঁদের কাজ দেওয়ার ক্ষেত্রে সমর্থ হয়েছে এই সরকার।" এমনকি পানীয় জল নিয়েও কেন্দ্রকে বেঁধেন তিনি। বলেন, "কেন্দ্রীয় সরকারের হিমালয় জলের বোতল কুড়ি টাকা, আর পশ্চিমবঙ্গ সরকারের প্রাণধারা মাত্র ৬ টাকা।"