scorecardresearch
 

মুকুলের ঘরেই এবার 'ঘাসফুল'! শ্যালক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে

এ দিন তৃণমূলে যোগ দিয়ে সিজল বলেন, 'আমি একজন পূর্ণবয়স্ক ব্যক্তি, অপ্রাপ্তবয়স্ক নয়। আমার যেটা ইচ্ছে, সেটাই করার অধিকার আছে। আমি বিজেপি-তে কম সময়ই কাটিয়েছি। বুঝে উঠতেই পারিনি।'  

Advertisement
মুকুল রায় মুকুল রায়
হাইলাইটস
  • মুকুল রায়ের ঘরেই 'ঘাসফুল' ফুটিয়ে ফেলল তৃণমূল
  • ব্রাত্য বসুর হাত থেকে দলীয় পতাকা তুলে নেন সিজল
  • সিজল রায় যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে

একুশের ভোটে যখন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরেই 'পদ্ম' ফোটাবে বলে দাবি করছে বিজেপি, তখন বিজেপির সহ সভাপতি মুকুল রায়ের ঘরেই 'ঘাসফুল' ফুটিয়ে ফেলল তৃণমূল!

আজ অর্থাত্‍ বুধবার মুকুল রায়ের শ্যালক সিজল রায় যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। ২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন সিজল। ২০১৯ সালে তিনি বিজেপি-তে যোগ দেন। মুকুল রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত সিজল। আজ ফিরে এলেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকে দলীয় পতাকা তুলে নেন সিজল।

তৃণমূলে যোগ দিলেন মুকুল রায়ের শ্যালক সিজল রায়
তৃণমূলে যোগ দিলেন মুকুল রায়ের শ্যালক সিজল রায়

এ দিন তৃণমূলে যোগ দিয়ে সিজল বলেন, 'আমি একজন পূর্ণবয়স্ক ব্যক্তি, অপ্রাপ্তবয়স্ক নয়। আমার যেটা ইচ্ছে, সেটাই করার অধিকার আছে। আমি বিজেপি-তে কম সময়ই কাটিয়েছি। বুঝে উঠতেই পারিনি।'  

তৃণমূলে ফিরে এলেন, জামাইবাবুর (মুকুল রায়) সঙ্গে সম্পর্কে চিড় ধরল? সিজলের বক্তব্য, রাজনীতিতে আত্মীয়দের ভিন্ন রাজনৈতিক মত ও প্ল্যাটফর্মের একাধিক উদাহরণ আছে। তাই তাঁর তৃণমূলে যোগ দেওয়া নিয়ে মুকুল রায়ের সঙ্গে সম্পর্কে কিছু প্রভাব পড়বে না।

সিজলের কথায়, 'সৌগত রায় তৃণমূলে, তথাগত রায় বিজেপি-তে। তা হলে আমি তৃণমূলে যোগ দিলে সমস্যা কোথায়? আমাকে তো দল তাড়িয়ে দেয়নি। কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। এখন আমি ফিরে এসেছি।'


Advertisement