বুধবার মোননয়ন জমা দেওয়ার পর নন্দীগ্রামেই থাকার কথা ছিল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু হঠাৎ ছন্দপতন। পায়ে চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এদিন রাতেই কলকাতায় ফিরছেন তিনি। গোটা ঘটনায় বিজেপির দিকে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তৃণমূলনেত্রী।
এদিন হলদিয়াতে গিয়ে মনোনয়ন জমা দেওয়ার পর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় ভিড়ের মধ্যে কয়েকজন তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ। মুখ থুবড়ে পড়ে যান তৃণমূলনেত্রী। পায়ের পাশাপাশি মাথাতেও চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। অসহ্য ব্যথা শুরু হয় পায়ে। সেই কারণে সফর কাটছাট করে বুধবার রাতেই কলকাতায় রওনা দিতে হয় তৃণমূলনেত্রীকে।
মুখ্যমন্ত্রীর যখন ধাক্কা লাগে সেই সময় আশেপাশে কোনও পুলিশ ছিল না বলে অভিযোগ। গোটা ঘটনায় চক্রন্তের গন্ধ পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়য়। মিডিয়ার সামনে সেই অভিযোগও করেছেন মমতা। চোট পাওয়ার পর ক্রমেই যন্ত্রণা বাড়তে থাকে, সেই কারণে তাঁকে নন্দীগ্রাম ছাড়তে হয়।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
মঙ্গলবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দিতে আসেন মমতা। সেখানে জনসভার পর গতকাল একাধিক মন্দির ও মাজারে যান। চায়ের দোকানে গিয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে চা বানিয়ে সকলকে খাওয়ান। বুধবার সকালে মনোনয়ন জমা দিতে যাওয়ার আগেও শিবমন্দিরে গিয়ে পুজো দেন মমতা। হলদিয়ায় মোননয়ন জমা দেওয়ার পর এদিন নন্দীগ্রামেই ফেরার কথা ছিল তাঁর। জানা যাচ্ছে রানিচকে হরিনাম সংকীর্তনে শুনে বেরনোর সময়ই ঘটে দুর্ঘটনা।
মুখ্যমন্ত্রীর অভিযোগ
এদিন হলদিয়ায় মনোনয়নপত্র জমা দিয়ে নন্দীগ্রামে ফিরে আসেন মমতা। সেখানে গাড়ি নিয়ে একাধিক মন্দিরদর্শনে বেরিয়েছিলেন তিনি। সব শেষে রেয়াপাড়ায় যে বাড়ি ভাড়া নিয়ে রয়েছেন, সেখানকার রানিচকের একটি মন্দিরে হরিনাম-সঙ্কীর্তন শুনতে যান। সেখান থেকে বেরনোর সময়ই ভিড়ের মধ্যে থেকে তাঁকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ খোদ মুখ্যমন্ত্রীর। ঘটনার সময় কোনও পুলিশ সেখানে ছিল না বলেই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।জেড ক্যাটাগরির নিরাপত্তা পান মমতা বন্দ্যোপাধ্যায়
জেড ক্যাটাগরির নিরাপত্তা পান মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী হিসাবে জেড ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এদিন দুর্ঘটনার সময় তার আশে-পাশে কোনও পুলিশ ছিল না বলে গুরুতর অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি যে একাধিক মন্দির দর্শন করেছেন সেখানেও কোনও স্থানীয় পুলিশের দেখা পাননি। ষড়যন্ত্র করেই তার ওপর হামলা হয়েছে বলে অভিযোগ তৃণমূলনেত্রীর। ভিড়ের মধ্যে থেকে তাঁকে ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা।