scorecardresearch
 

'আমি ভোটে লড়ছি না,' BJP-র রোড শোয়ে দাবি মিঠুনের

প্রচার থেকে ইন্ডিয়া টুডে'র সঙ্গে কথা বলতে গিয়ে মিঠুন জানান তিনি চন্দনা বাড়ুইকে নির্বাচিত করার জন্য সকলকে অনুরোধ করতে এসেছেন। তিনি বলেন, "আমি কিছু চাই না। কিন্তু চন্দনা বাউড়িকে জেতাতেই হবে। মানুষকে এটাই বলতে এসেছি।" মিঠুন এও দাবি করেন যে এবারে বিজেপিই বাংলায় জিতবে। 

Advertisement
বাঁকুড়ার রোড শোয়ে মিঠুন চক্রবর্তী। ফোটো- অনিল গিরি বাঁকুড়ার রোড শোয়ে মিঠুন চক্রবর্তী। ফোটো- অনিল গিরি
হাইলাইটস
  • বিজেপির হয়ে পুরদমে ভোট প্রচারে নেমে পড়েছেন মিঠুন চক্রবর্তী
  • প্রচারে এসে আত্মবিশ্বাসী সুর ধরা পড়ে মিঠুনের গলায়
  • মিঠুন এও দাবি করেন যে এবারে বিজেপিই বাংলায় জিতবে

নির্বাচনে লড়াই করছেন না ঠিকই তবে, বিজেপির হয়ে পুরদমে ভোট প্রচারে নেমে পড়েছেন মিঠুন চক্রবর্তী। বাঁকুড়ার শালতোড়ায় বিজেপি প্রার্থী চন্দনা বাউরির হয়ে রোড শো করেন 'মহাগুরু'। রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণের আগে এদিন জঙ্গলমহলের এই কেন্দ্রে শেষ ভোট প্রচার। সেই প্রচারে এসে আত্মবিশ্বাসী সুর ধরা পড়ে মিঠুনের গলায়।

প্রচার থেকে ইন্ডিয়া টুডে'র সঙ্গে কথা বলতে গিয়ে মিঠুন জানান তিনি চন্দনা বাড়ুইকে নির্বাচিত করার জন্য সকলকে অনুরোধ করতে এসেছেন। তিনি বলেন, "আমি কিছু চাই না। কিন্তু চন্দনা বাউড়িকে জেতাতেই হবে। মানুষকে এটাই বলতে এসেছি।" মিঠুন এও দাবি করেন যে এবারে বিজেপিই বাংলায় জিতবে। 

এদিন মিঠুনের রোড ঘিরে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন সকালে শালতোড়া কলেজ মাঠ থেকে শুরু হয় মহাগুরুর মেগা রোড শো। স্থানীয় বাসিন্দাদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। মিঠুন নিজেও তাঁর অভিনয় জীবনে একাধিক স্টেজ শো করেছেন। কিন্তু সেই শো আর এই শো কতটা আলাদা তাঁর কাছে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "সেই সব শো-গুলিতে মানুষ আসে সংলাপ-গান উভোগের জন্য। নির্বাচনী শো-তে মানুষ আসে দেশের জন্য, জাতির জন্য।"

রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, গ্রাম-বাংলায় মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তা কম নয়। তাই শেষ মুহূর্তে মিঠুন চক্রবর্তীকে প্রচারে নামিয়ে রাজ্যে ঝড় তুলতে চাইছে বিজেপি। তবে ইন্ডিয়া টুডে-কে মিঠুন জানিয়ে দেন, তিনি 'নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না'। মিঠুনের বিজেপি যোগের পরই জল্পনা শুরু হয়েছিল বিজেপির 'মুখ্যমন্ত্রী পদপ্রার্থী' হতেন পারেন তিনি। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে শেষ পর্যন্ত তাঁকে প্রার্থী করা হয়নি। তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে রাজ্যের প্রচারের কাজেই লাগাতে চাইছে।

Advertisement
Advertisement