scorecardresearch
 

West Bengal Election 2021: "CPIM নেতা লড়ছেন BJP-র প্রতীকে", প্রতিপক্ষকে আক্রমণ ওমপ্রকাশ মিশ্রর

১৯৭৭ সাল থেকে ২০১৬-র মধ্যে শুধুমাত্র ২০১১ ছাড়া সবসময়ই শিলিগুড়ি আসনে নিজেদের আধিপত্য বজায় রেখেছে সিপিআইএম (CPIM)। তবে হাল ছাড়েনি তৃণমূলও। উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ এই আসন পুনরায় দখলের জন্য নানারকম রণকৌশল অবলম্বন করে চলেছে রাজ্যের শাসক দল। এবারের নির্বাচনে এই আসনে কংগ্রেস থেকে তৃণমূলে আসা ওমপ্রকাশ মিশ্রকে (Om Prakash Mishra) প্রার্থী করে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Advertisement
ওমপ্রকাশ মিশ্র ওমপ্রকাশ মিশ্র
হাইলাইটস
  • পঞ্চম দফায় ভোটগ্রহণ শিলিগুড়িতে
  • তৃণমূলের হয়ে লড়ছেন ওমপ্রকাশ মিশ্র
  • জয় নিয়ে আশাবাদী তৃণমূল প্রার্থী

ইতিহাস বলছে প্রতিষ্ঠার পর থেকে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে মাত্র একবারই জিতেছে তৃণমূল কংগ্রেস (TMC)। সেটা ছিল ২০১১ সাল। পরিবর্তনের হাওয়ার রাজ্যের আরও অন্যান্য আসনের মতো শিলিগুড়িও হাতছাড়া হয়েছিল বামেদের। তবে ২০১৬ সালে আবারও তা ছিনিয়ে নেয় বামেরা। সেইদিক থেকে দেখতে গেলে ১৯৭৭ সাল থেকে ২০১৬-র মধ্যে শুধুমাত্র ২০১১ ছাড়া সবসময়ই এই আসনে নিজেদের আধিপত্য বজায় রেখেছে সিপিআইএম (CPIM)। তবে হাল ছাড়েনি তৃণমূলও। উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ এই আসন পুনরায় দখলের জন্য নানারকম রণকৌশল অবলম্বন করে চলেছে রাজ্যের শাসক দল। এবারের নির্বাচনে এই আসনে কংগ্রেস থেকে তৃণমূলে আসা ওমপ্রকাশ মিশ্রকে (Om Prakash Mishra) প্রার্থী করে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লাগাতার সেখানে প্রচার চালাচ্ছেনে ওমপ্রকাশবাবু। আগামী ১৭ তারিখ চতুর্থ দফার নির্বাচনে ভোটগ্রহণ হবে শিলিগুড়িতে। তার আগে আজতক বাংলার সঙ্গে কথা বললেন শিলিগুড়ির তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। 

আজতক বাংলা - শিলিগুড়ির রাজনৈতিক আবহাওয়া কেমন বুঝছেন?
ওমপ্রকাশ মিশ্র - "আমি মনে করছি আমরা ভালভাবেই জিততে চলেছি।" 

শিলিগুড়িতে সাংগঠনিক দিক থেকে তৃণমূল কতটা মজবুত?
"সাংগঠনিক দিক থেকে তৃণমূল অনেকটাই মজবুত। তাছাড়া তৃণমূল তো সিপিএম-এর মতো বিজেপির জন্য ভোট ট্রান্সফার করেনি। তৃণমূলই একমাত্র দল, শতাংশের বিচারে যাদের ভোট কমেনি। ওভার অল ২০১৪-র তুলনায় তো তিন শতাংশ ভোট বেশি পেয়েছিল তৃণমূল।" 

লোকসভা ভোট উত্তরবঙ্গে যে ভাবে তৃণমূল পিছিয়ে পড়েছিল, সেটা কি পূরণ হয়েছে?
"অনেকটাই মেক আপ হয়ে গিয়েছে।" 

প্রধান দুই প্রতিপক্ষ অশোক ভট্টাচার্য এবং শঙ্কর ঘোষ, লড়াইটা সহজ না কঠিন?
"একটি সিপিএম এ আর একটা সিপিএম বি। বিজেপির তো প্রার্থী নেই, সিপিএম-এর নেতা বিজেপির প্রতীকে দাঁড়িয়েছেন। তাছাড়া গণতন্ত্রে সমস্ত লড়াই কঠিন। লড়াইকে সহজ ভাবে দেখতে পছন্দ করি না।" 

Advertisement

করোনা ফের মারাত্মক ভাবে বাড়ছে, প্রচারে কোভিড বিধি মানছেন?
"মেনে চলার চেষ্টা করছি, তবে সবসময় সবটা মানা সম্ভব হচ্ছে না। আমি নিজে টিকা নিয়েছি।" 

 

Advertisement