নদিয়ার কৃষ্ণগঞ্জে সংযুক্ত মোর্চার প্রার্থী চূড়ান্ত হল। সেখানে লড়েবন সিপিআইএমের ঝুনু বৈদ্য। আগে ঠিক হয়েছিল, সেখানে আইএসএফ প্রার্থী দেবে।
দীর্ঘ টালবাহানার পর অবশেষে কৃষ্ণগঞ্জ বিধানসভা জোটের সমর্থনে সিপিআইএম প্রার্থী চূড়ান্ত হল। এই কেন্দ্রে সিপিআইএম তাদের প্রার্থী ঝুনু বৈদ্যর নাম চূড়ান্ত করেছে। সেই মতো এদিন জোটের প্রার্থী হিসেবে তিনি রানাঘাটে এসডিও অফিসে এসে মনোনয়ন জমা দেন।
যদিও এর আগে এই কেন্দ্রে আইএসএফ প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন বলে ঠিক হয়েছিল। সেই মতো প্রার্থীর নাম ঘোষণা হয়েছিল। জেলার বেশ কয়েকটি কেন্দ্রে অন্যান্য আইএসএফ প্রার্থীরা প্রচারের নামলেও, এই কেন্দ্রের প্রার্থীকে প্রচারে নামতে দেখা যায়নি। তাই শেষমেশ সিদ্ধান্ত বদল করে সংযুক্ত মোর্চা।
এদিকে, ভোটের মাঝে সিঙ্গুর এবং নন্দীগ্রাম নিয়ে মুখ খুললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সোমবার তিনি অভিযোগ করেন, সেসময় চক্রান্ত করা হয়েছিল। আর সে কাজ যারা করেছিল, তারা আজ একে অপরের দিকে কাদা ছোঁড়াছুঁড়ি করছে। সোমবার এক বিবৃতিতে তিনি এই দাবি করেছেন।
এদিন সংযুক্ত মোর্চার প্রার্থীদের জেতানোর আবেদন জানিয়েছেন তিনি। সংযুক্ত মোর্চার প্রার্থীদের জেতানোর পাশাপাশি দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেটের অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের তুমুল সমালোচনা করেছেন। গত ১০ বছরে রাজ্য সরকার ব্যর্থ বলে অভিযোগ করেছেন তিনি।
ওই বিবৃতিতে তিনি বলেছে, বামফ্রন্ট সরকারের সময় থেকেই যে অর্থনৈতিক-রাজনৈতিক ভাবনা আমরা রাজ্যের মানুষকে বলার চেষ্টা করেছি, তা হল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ।
তিনি দাবি করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশতঃ বর্তমান সরকারের হাতে গত দশ বছরে সেই কৃষিতে আমরা পিছিয়ে পড়েছি। নন্দীগ্রাম ও সিঙ্গুরে এখন শশ্মানের নীরবতা। সে সময়ের কুটিল চিত্রনাট্যের চক্রান্তকারীরা আজ দুভাগে বিভক্ত হয়ে পরস্পরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুঁড়ি করছে।